Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

তিতা হলেও সত্য! বাংলাদেশে বর্তমানে কবুতরের খারাপ পরিস্থিতির জন্য দায়ী কে?

বাংলাদেশে বর্তমানে কবুতরের খারাপ পরিস্থিতি
গুগল থেকে নেয়া ছবি 


তিতা হলেও সত্য! বাংলাদেশে বর্তমানে কবুতরের খারাপ পরিস্থিতির জন্য দায়ী কে? এই কথাটি সবার  জানা কিন্তু আমরা যেন তাদের ই দ্বারস্থ হয়ে আছি। 

বাংলাদেশে বর্তমানে কবুতরের খারাপ পরিস্থিতির অন্যতম কারণ গুলো হলো :

  • যত্রতত্র দেশের বাহির থেকে কবুতর এনে চড়া মূল্যে বিক্রি করা এবং দিন না গড়াতেই  আবার নতুন কবুতর আমদানি করা যার ফলে আগের কবুতরের চাহিদা অনেক কমে যাওয়া। 
  • আমদানিকারকরা তাদের স্বার্থ হাসিল করার জন্য কিছু চামচা নিয়োগ করা ( তারা নিজেদের ইম্পোটার বলে পরিচয় দেয়া)। তাদের কাজ হলো খামারিদের চোখে টিনের চশমা পোড়ানো। নানা রকম কথার জাদু দিয়ে কবুতর কিনতে আগ্রহী করা। এটি একটি অন্যতম কারণ।    
  • খামারিদের থেকে ইম্পোটার কবুতর না কিনা। অর্থাৎ এক্সপোর্ট না করা।  
  • ইম্পোর্টার নতুন কবুতর আমদানি করে আর আগের  ইম্পোর্ট করা কবুতর গুলোকে জট বা ফেলনা বলে গণ্য করে । এটাও একটা কারণ। 
  • খামারিরা অযাচিত ভাবে ডিম বেবি নিয়ে কবুতরের গুণগত মান ঠিক না রাখা । 
  • খামারিদের অতিরিক্ত লোভের কারণে নতুন নতুন কবুতর কিনতে ইম্পোটারের সরানোপন্ন হওয়া। আর পুরোনো কবুতর নামমাত্র দামে বিক্রি করা। 
  • খামারিরা কবুতর কোম্পর্কে সঠিক জ্ঞানার্জন না করেই খামার দেয়া। 
  • খামারিরা কবুতর কে সুষম খাবার আর সঠিক ওষুধ সোবাহ না করা। 
  • অতিরিক্ত লো-কোয়ালিটির বেবি প্রোডাকশন করা। 
  • দেশের খারাপ পরিস্থিতির জন্য খাবার এর দাম বাড়ানো।
  • কিছু অসাধু প্রতারক এর প্রতারণার জন্য। 
  • কবুতরকে সৌখিন না ভেবে পণ্য ভাবা। 

আপনি আরও পড়তে পারেন:

কবুতরের ঠান্ডা জনিত সমস্যা চিকিৎসায় প্রাকৃতিক উপাদানের ব্যবহার।

অসুস্থ কবুতরের চিকিৎসায় প্রতিকারের পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থাপনার গুরুত্ব এবং পরবর্তী পদক্ষেপ। 

কবুতরের ব্রিডিং বিরতি বা রেষ্ট কেন দিবেন ? ব্রিডিং বিরতি বা রেষ্ট এর প্রয়োজনিয়তা।

যে ভুলগুলো আপনার খামারকে চিরতরে ধংস করে দিতে পারে। 


এর বাইরে আপনার কোন তথ্য জানা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

কবুতর সম্পর্কে আমাকে লিখে পাঠাতে পারেন আপনার মূল্যবান তথ্য ও মতামত।  ধন্যবাদ।  

pigeonhousebd3@gmail.com

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
Admin
Pigeon Healthcare In BD

 *******Thank You *******



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ