Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

কবুতরের বিভিন্ন রোগের চিকিৎসায় হিউম্যান ওষুধের ব্যবহারের কার্যকারিতা এবং ক্ষতিকারক দিক সমূহ।


সৌখিন পাখি পালনের দিক থেকে কবুতর পালনের বিষয়টি সবথেকে পুরাতন এবং প্রসিদ্ধ।  পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেউ পাখি পালনের দিক থেকে কবুতর পালনের স্থান সর্বচ্চ। তবে পৃথিবীর বিভিন্ন দেশে কবুতরের বিভিন্ন রোগ-বালাই এর চিকিৎসার জন্য আলাদা ঔষুধের ব্যবহার হলেউ আমাদের দেশে অনেক ক্ষেত্রে সেটি ব্যায়বহুল এবং অর্পযাপ্ত। যদিও কেউ কেউ কবুতর সেক্টরকে ভালোবেশে বা ব্যবসায়িক উদ্দেশ্যে কবুতরের জন্য ব্যবহারিত এসব বিদেশি ঔষুধ আমদানি করে থাকে। কিন্তু সেটি সাধারণত কবুতর খামারিদের কাছে অনেক ক্ষেত্রেই হয়ে যায় ব্যয়বহুল। এজন্য বেশিরভাগ খামারিদের দেখা যায় কবুতরে বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে এসব ওষুধের বিপরীতে হিউম্যান মেডিসিন বা হাঁস - মুগির ঔষুধ ব্যবহার করতে। যদিও এসব ওষুধের ব্যবহার করে খামারিরা কাংখিত ফলাফল আশা করেন এবং অনেক ক্ষেত্রে তারা সফলো হয়ে থাকেন। তবে একটা কথা বলতে হয় প্রতিটা ওষুধের প্রয়োগের ফলাফল রোগির ওজন এবং বয়সের উপরে অনেকাংশে নির্ভর করে। তবে একটি আশার বিষয় হলো বর্তমানে স্কয়ার কোম্পানি মত বিভিন্ন বড় বড় ভেট মেডিসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেশালি কবুতরের বিভিন্ন রোগের ঔষুধ তৈরিতে এগিয়ে এসেছে। এতে করে আমার দৃষ্টিতে কবুতর পালনের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদী।

আজ আমরা আলোচনা করবো কবুতরের বিভিন্ন রোগের চিকিৎসায় হিউম্যান বা মানুষের ঔষুধ ব্যবহারের সুফল এবং কুফল নিয়ে। 

কবুতরের বিভিন্ন রোগের চিকিৎসায় আমরা কখনো কখনো হিউম্যান বা মানুষের ঔষুধ ব্যবহার করে থাকি। যদিও কখনো কখনো কবুতরের চিকিৎসায় হিউম্যান ওষুধ কার্যকারি ভূমিকা পালন করে। তবে এটির সঠিক কার্যকারিতা পাবার জন্য অবশ্যই ওষুধের সঠিক ব্যবহার জানতে হবে। কেননা এসব ওষুধের সঠিক ব্যবহার না জানলে অনেক বিপদজনক পরিস্থিতি তৈরি হতে পারে সুতরাং সঠিক ফলাফলের জন্য প্রয়োজন এসব ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করা। এসব ওষুধের সঠিক ব্যবহার না জানলে এটির ব্যবহার যতটা সম্ভব এরিয়ে চলা উচিৎ এবং ভেট মেডিসিন নির্ভরশীল হওয়া উচিৎ। সেটি দেশি বা বিদেশি যেকোনো ভেট মেডিসিন হতে পারে।

কেননা হিউম্যান মেডিসিনের ক্ষেত্রে কবুতরের জন্য এর সঠিক মাত্রা নির্ধারণ করা খুবি কঠিন কাজ এবং কাজটি নতুন খামারিদের জন্য আরও কঠিন একটি বিষয়।এক্ষেত্রে ঔষুধ প্রয়োগের ক্ষেত্রে মেডিসিনের গ্রুপ ও যথাযথ ব্যবহার যানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা মানুষের সেবন মাত্রা আর কবুতরের জন্য সেবন মাত্র এক নয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে "একজন ডাক্তার সাধারণত একজন পূর্ণ বয়স্ক কোন রোগীর জন্য ৫০০ মি.গ্রা XYZ ঔষুধ সেবনের জন্য রিকমেন্ড করেন।এখানে যদি ওজনের দিকও চিন্তা করি তাহলে একজন পূর্ণ বয়স্ক মানুষের ওজন কমপক্ষে ৫০-৬০ কেজি। কেননা কিছু কিছু ঔষুধ তৈরিতে সেবনের মাত্রা রোগির বয়সের উপর বেজ করে নির্ধারণ করা হয়ে থাকে একারনে বয়স্ক এবং শিশুদের ওষুধের সেবন মাত্রার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। অপরদিকে কবুতরের ওজন স্বাভাবিক  ৪০০- ৬০০ গ্রামের মধ্যে সেখানে একটি কবুতরের জন্য কত মি.গ্রাম XYZ ঔষুধ ব্যবহার যুক্তিযুক্ত সেটি আপনার বিবেচ্য বিষয়। ওজনের ওপর বেজ করে ঔষুধ প্রয়োগের মাত্রা ধরা হলে ৫০০ মি.গ্রা XYZ ঔষুধ এর ক্ষেত্রে মানুষ এবং কবুতরের প্রয়োগ মাত্রা হওয়া উচিৎ ১০০ ভাগের ৫ থেকে ৬ ভাগ। শুধু ঔষুধ প্রয়োগ করে কবুতর সুস্থ করলেই হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কবুতরে সুস্থতার পাশাপাশি তার শারীরিক কর্মক্ষমতা এবং পরবর্তী সময়ে ভালো রেজাল্ট পাওয়া নিয়েউ ভাবতে হবে। এক্ষেত্রে দেখা যায় ভুলভাল ঔষুধ প্রয়োগের ফলে বা অতিরিক্ত ডোজ প্রয়োগের ফলে কবুতর সুস্থ হলেউ চিরতরে সে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে বা বিষয়টি আরও কঠিন করে ফেলে, ফলে পরবর্তীতে ভেট মেডিসিন তার শরীরে যথাযথ ভাবে কাজ করা অনিশ্চিত হয়ে পরে। যেহেতু হিউম্যান মেডিসিন এবং ভেট মেডিসিন আলাদা আলাদা ভাবে প্রস্তুত হয়ে থাকে সুতরাং আমি বলবো হিউম্যান মেডিসিন কবুতরের শরীরে বিশেষ প্রায়োজন ছারা ব্যবহার না করে সবসময় ভেট মেডিসিন ব্যবহার করা এবং অন্যদেরকে ভেট মেডিসিন ব্যবহারে উৎসাহ দেয়া। কেননা ভেট মেডিসিন পশুপাখির জন্য ব্যবহারিত একটি ঔষুধ যার প্রয়োগ মাত্রা হিউম্যান ওষুধের চেয়ে অনেকাংশে  কম কিন্তু কার্যকারিতা অনেক বেশি ফলে কবুতর দ্রুত সুস্থ হবার পাশাপাশি শারীরিক ফিটনেস এবং পরবর্তী সময়ে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব।

আর্টিকেল টি লিখতে স্কয়ার কোম্পানির মেডিসিন বিশেষজ্ঞ,ভেট চিকিৎসক ,অভিজ্ঞ কবুতর খামারি বিশেষ করে খন্দকার আসাদুজ্জামান কাজল ভাই সহোযোগিতা করেছেন। আমি ব্যাক্তিগত ভাবে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। 

Group Admin


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼আল্লাহ্ হাফেজ 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 ***Thank You For Visit Our Website***

#pigeon #infomation #pigeonhealth #pigeonfarming #pigeonloft #breedinformation #pigeonbreed #pigeonfood #naturaltreatment #treatment  #reaching 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thanks for Commenting! please follow our blog and see update continue