এক একজন মানুষের পছন্দ এক এক ধরনের। কবুতর পালনের ক্ষেত্রেউ এটি ব্যতিক্রম নয়। এক একজন পালক আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে কবুতর পালন করে থাকে।আজ আমাদের আলোচনার বিষয় কবুতর পালনের ক্ষেত্রে মানুষের চরিত্রের বা পছন্দের হেরফের কেন হয়। আমরা চেষ্টা করবো বিষটি সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য আশাকরবো সম্পূর্ণ আরটিকেল টি মনোযোপগ সহকারে পড়বেন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন।
১. জিনিসের সৌন্দর্যের কারণে, নতুন সৌন্দর্য যুক্ত হওয়া, টাকার কারণে নয়। ( স্রেফ শখের পালক, সংখ্যায়,ধরে নেয়া যায় ৫০% - এক্ষেত্রে কবুতর পালকের ৪০% ই হবে প্রান্তিক পালক, যারা ঘরের কোনে, রুমের কোনে, বারান্দায়, ডাইনিং রুমে সহ নানান জায়গায় অপরিকল্পিত ভাবে ছেলে, মেয়ে, বোন, ভাই, মা, বাবা বা নিজের শখে পালে। তো তারা কিন্তু স্রেফ শখে পালে । এর পর ১০% এর মত আছে যারা পরিকল্পিত ভাবে পালন করে। এরাও স্রেফ শখে পালে বা বন্ধু, পাশের বাসার কাউকে দেখে কবুতর পালন শুরু করে।
বাকি ৫০% তারা নানান সুবিধায় পালে।
২. সময়ের প্রয়োজনে আত্ম তৃপ্তি মিটে গিয়ে, অন্য তৃপ্তির আকাঙ্খায় নতুনে পতিত হওয়া, টাকার জন্য নয়। ( স্রেফ শখের পালক, সংখ্যায় ধরে নেয়া যায় ২৫% )
৩. আত্মতৃপ্তি ও সুবিধা মত লাভের আশায়, চাহিদার পরিবর্তন। (শখ + ব্যবসায়িক মনোভাব, সংখ্যায় ধরে নেয়া যায় ১৫% )
৪. স্রেফ লাভের আশা করা। ( ব্যবসায়ি, সংখ্যায় ধরে নেয়া যায় ১০%)
তবে কথা থাকে যে, এই শখের পালকই ধীরে ধীরে একদিন, ইনভেস্ট যোগানের তাগিদে ব্যবসায়িক হিসেবে পরিচিতি দান করে।
এভাবে নানান উপায়ে পরিবর্তিত হচ্ছে কবুতর পালকের পছন্দগুলি.... যা আমার ব্যক্তিগত ধারণা। ভিন্নমত থাকাটা অস্বাভাবিক নয়।
শেষান্তে বলব, আমার এক শ্রদ্ধেয় ভাই বলেছিলেন যে কোন শখের পিছনে যদি কেবল ব্যয়ই হয়, তবে সেই শখ বেশি দিন টেকসই হয় না। সে অর্থ হোক বা শ্রম হোক।
অতএব, কেবল আবেগ দিয়ে জীবন চলেনা, সেখানে বাস্তবতা থাকা চাই। কাজেই শখ টিকিয়ে থাকার পিছনে কিছু আয় বা লাভ থাকা চাই,
Senior Pigeon Breeder & Admin:-Fantail Pigeon Association Of Bangladesh
আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন।
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue