Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

ফষ্টার কবুতরের বিভিন্ন সমস্যা এবং স্থায়ি সমাধান।


বাংলাদেশের আনাচে-কানাচে গড়ে উঠেছে সহস্রাধিক কবুতরের বানিজ্যিক খামার। এসব খামারে কবুতরের বাচ্চা লালনপালন বা অত্যাধিক বাচ্চা উৎপাদন এর লক্ষ্যে বেশিরভাগ খামারিদের ব্রিডিং কবুতরের পাশাপাশি ফষ্টার কবুতর পালন করতে দেখাযায়। 

ফষ্টার নিয়ে বিস্তারিত পূর্বে আলোচনা করা হয়েছে সেটি দেখে নিবেন।

অনেক সময় দেখা যায় দীর্ঘদিনের পরিক্ষিত ভালো মানের ফষ্টার কবুতর হঠাৎ ডিমে তা দিতে অনিহা দেখাচ্ছে  কিংবা ঠিকমতো বাচ্চাকে খাওয়াতে চাইছে না বা ডিম রেখে উঠে যাচ্ছে কিংবা ডিম ভেঙে ফেলছে। তাদের জন্য মুলত আজকের এই পরামর্শ। এমন পরিস্থিতিতে ফষ্টার কবুতর গুলি মিনিমাম ৬০ দিনের জন্য খাঁচা থেকে বের করে ফ্লাইং জোনে ছেড়ে দিন। এবং ভিটামিনের নামে  উত্তেজক জাতীয় মেডিসিনের পানি বন্ধ করে দিন, যেমন ADE 3, ই সেল।

পরিবর্তে ফ্লাইং জোনে থাকা কালীন সময়ে টক্সস্লিন বাইন্ডার, জিংক ক্যালসিয়াম , লিকুইড ভিটামিন ডি, এবং লেবুর পানি নরমাল খাবারের সাঙ্গে পরিবেশন করুন। কারন এই কবুতর গুলির দীর্ঘদিন খাঁচায় বন্দী থেকে শরীরে এক ধরনের অনাকাঙ্ক্ষিত ফ্যাট সৃষ্টি হয়, এবং নির্দিষ্ট  কিছু ভিটামিনের ঘাটতি দেখা দেয়।
ঘাটতি ভিটামিন গুলোর মধ্যে রয়েছে। বি কমপ্লেক্স, বি ১, বি২, বি৬, বি১২, ক্যালসিয়াম,ও ভিটামিন ডি।

এই ঘাটতি গুলোর পুরণ করার সাথে সাথে শারীরিক এক্সারসাইজ ব্যাবস্থা নিশ্চিত করতে পারলেই  এই সমস্যা থেকে পার্মানেন্ট সমাধান পাওয়া সম্ভব।


Acknowledgment of gratitude:- Khandokar Asaduzzaman Kajol 
Senior Pigeon Breeder and Admin(Only Fancy Pigeon Club in Bangladesh)

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। 

Group Admin


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼আল্লাহ্ হাফেজ 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 ***Thank You For Visit Our Website***

#pigeon #infomation #pigeonhealth #pigeonfarming #pigeonloft #breedinformation #pigeonbreed #pigeonfood #naturaltreatment #treatment  #reaching 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ