মেডিসিনের প্রয়োজন হলেও, কোন সময় কোন রোগের জন্য কোন মেডিসিন এর প্রয়োজন। সেই বিষয়ে ক্লিয়ার না হয়ে মেডিসিন প্রয়োগ করা উচিত নয়।
মনে রাখবেন অনলাইনে কিংবা ইউটিউবে মেডিসিন এর গুনাগুন বিষয় অনেক তথ্য পাবেন। তবে কোন মেডিসিনের সাইডএফেক্ট গুলো মেডিসিন কোম্পানি ও উল্লেখ করবে না। তাই বলে কি মেডিসিনে সাইডএফেক্ট নাই। আসলে তা নয় প্রতিটা মেডিসিন এর সাইড এফেক্ট আছে।
অতএব পিছনের সব ভুলে গিয়ে আগামীর জন্য প্রস্তুত হন।কারণ প্রয়োজনে মেডিসিন আপনার কবুতর বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হলেও। এর দীর্ঘমেয়াদি ক্ষতিকারক সাইডএফেক্ট আছে।
সর্বশেষ এটাই বলব আগামীর জন্য সুস্থ স্বাভাবিক কবুতর পোষার জন্য পরিবেশ নির্ভরশীল খামার তৈরিতে গুরুত্ব দিন, শারীরিক এক্সারসাইজ করার জন্য ফ্লায়িং জোন ব্যবহার করুন।
মনে রাখবেন এত কিছু করার পরেও কবুতর পুষলে কবুতরের রোগবালাই হবেই। তবে কবুতরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকলে। ছোটখাটো অনেক রোগসহ, ভাইরাসজনিত অনেক বড় আক্রমণ থেককেও সহজেই মুক্তি পেতে পারেন। শুধু কবুতরের শারীরিক ফিটনেস ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকার কারনে।
তাহলে আজ আর কথা না বারিয়ে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
Acknowledgment of gratitude:- Khandokar Asaduzzaman Kajol
Senior Pigeon Breeder and Admin(Only Fancy Pigeon Club in Bangladesh)
Senior Pigeon Breeder and Admin(Only Fancy Pigeon Club in Bangladesh)
আল্লাহ্ হাফেজ
🌼🌼Thank You For Visit Our Site🌼🌼
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue