Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

কবুতর পালনে মেডিসিন ব্যবহারের প্রয়োজনীয়তা এবং ঝুকি।



কবুতর পুষলে কবুতরের রোগ ব্যাধি হবে,রোগবালাই হবে না এজন্য মেডিসিন নির্ভরশীল হয়ে পড়ার কোনো যৌক্তিকতা নাই। চিকিৎসা ও মেডিসিন বিষয়ে জ্ঞান থাকা ভালো, তবে তা কোন  ভাবেই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে নয়। কারণ প্রতিটা মেডিসিনের উপকারিতার পাশাপাশি ক্ষতিকারক সাইডএফেক্ট আছে। অতএব কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টির জন্য মেডিসিন নয়।

কারণ কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি  ও শারীরিক ফিটনেসে ধরে রাখার জন্য দরকার, পরিবেশসম্মত খামার, পুষ্টিকর খাবার, শারীরিক এক্সারসাইজ করার ফ্লাইং জোন ও আবহাওয়া পরিবর্তন, সময়কালীন ব্রীডিং বন্ধ রেখে  ফ্লাইং জোন ব্যবহার করানো। সঠিক সময় ভ্যাকসিন করানো, সঠিক সময় কৃমিনাশক ব্যবহার করা। এবং probiotic and prebiotic  নির্ভর খামার পরিচালনা করা।
মেডিসিনের প্রয়োজন হলেও, কোন সময় কোন রোগের জন্য কোন মেডিসিন এর প্রয়োজন। সেই বিষয়ে ক্লিয়ার না হয়ে মেডিসিন প্রয়োগ করা উচিত নয়।
মনে রাখবেন অনলাইনে কিংবা ইউটিউবে মেডিসিন এর গুনাগুন বিষয় অনেক তথ্য পাবেন। তবে কোন মেডিসিনের  সাইডএফেক্ট গুলো মেডিসিন কোম্পানি ও উল্লেখ করবে না। তাই বলে কি মেডিসিনে সাইডএফেক্ট নাই। আসলে তা নয় প্রতিটা মেডিসিন এর সাইড এফেক্ট আছে।

অতএব পিছনের সব ভুলে গিয়ে আগামীর  জন্য প্রস্তুত হন।কারণ প্রয়োজনে মেডিসিন আপনার কবুতর বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হলেও। এর দীর্ঘমেয়াদি ক্ষতিকারক সাইডএফেক্ট আছে।

সর্বশেষ এটাই বলব আগামীর জন্য সুস্থ স্বাভাবিক কবুতর পোষার জন্য পরিবেশ নির্ভরশীল খামার তৈরিতে গুরুত্ব দিন, শারীরিক এক্সারসাইজ করার জন্য ফ্লায়িং জোন ব্যবহার করুন।
মনে রাখবেন এত কিছু করার পরেও কবুতর পুষলে কবুতরের রোগবালাই হবেই। তবে কবুতরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি  থাকলে। ছোটখাটো অনেক রোগসহ, ভাইরাসজনিত অনেক বড় আক্রমণ থেককেও সহজেই মুক্তি পেতে পারেন। শুধু কবুতরের শারীরিক ফিটনেস ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকার কারনে।

তাহলে আজ আর কথা না বারিয়ে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

Acknowledgment of gratitude:- Khandokar Asaduzzaman Kajol 
Senior Pigeon Breeder and Admin(Only Fancy Pigeon Club in Bangladesh)

আল্লাহ্ হাফেজ 

 🌼🌼Thank You For Visit Our Site🌼🌼

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ