Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

কবুতর হাতবদলের ক্ষেত্রে প্রতারণা রোধে আপনার করনীয় এবং সর্তকতা কি?

আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো সেটি হলো। "প্রতারণা রোধে আপনার করনীয় এবং সর্তকতা " কি?   


আসলে বিভিন্ন সময়ে আমরা কবুতর হাত বদলের সময়ে প্রতারিত হই। প্রকৃতপক্ষে এর দায়ভার আমাদের নিজেদের। কেননা সবার মুভমেন্ট লক্ষ্য করা এ্যাডিমন দের পক্ষে সম্ভব নয়। সুতরাং কিভাবে আমরা প্রতারণার শিকার না হয়ে কবুতর হাতবদল করতে পারি এই বিষয়ে বলবো। 


প্রতারণার হাত থেকে বাঁচতে আমরা যে সকল কাজ করতে পারি।

১। যার সাথে কবুতর হাতবদল করতে চাচ্ছেন তার পরিচয় জানা জরুরি ।এজন্য আপনার পরিচিত দের মধ্যে কেউ চিনে কিনা সেটা দেখুন বা গ্রুপে তার সাথে হাতবদল করতে চাচ্ছেন এটি নিরাপদ হবে কিনা বা কেউ তাকে চিনে কিনা এমন একটি পোস্ট করুন।

২। প্রয়োজনে তৃতীয় পক্ষ নির্বাচন করে তার মধ্যস্ততায় হাতবদল সম্পূর্ণ করুন। 

৩। হাত বদল করার আগে একাধিক ছবি এবং লাইভ ভিডিও নিন।  

এই তিনটি কাজ এর মধ্যে কোন একটি কাজ হয়ত আপনাকে প্রতারণার হাত থেকে রক্ষা করবে। 



বিঃদ্রঃ এর পরও যদি কেউ গ্রুপের কারো মাধ্যমে প্রতারিত হন তবে তার জন্য  কোনভাবেই কতৃপক্ষ দায়ী নয়। এবং এই মর্মে গ্রুপে কোন পোস্ট করতে পারবেন না। 


আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে 
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD and 

Fantail Pigeon Association Of Bangladesh 

#pigeon #কবুতর #feralrockdove
 *******Thank You *******



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ