১. যাদের ধর্য কম, তারা কবুতর পালন থেকে বিরত থাকুন। কি পছন্দ, কি সুস্থতা, কি কালেকশন, কি অর্থ যোগান, কি লোকশান সব ক্ষেত্রের ধর্যের বিকল্প নাই।
২. যারা খুঁতখুঁতে স্বভাবের তারা কবুতর পালন থেকে বিরত থাকুন। কারণ কবুতর নিজের হাতে তৈরী নয়। ফলে নিজের মনের মত না হলে বা কবুতরের কোন খুঁতের কারণে কবুতর পছন্দ না হলে, সেই না পাওয়ার বেদনায় জ্বলতে হবে।
৩. যারা অল্পতে লাভবান হতে চান, তারা কবুতর পালন থেকে বিরত থাকুন।
৪. যাদের হাতে সময় কম, অর্থাৎ কবুতর দেখাশুনা করার সময় নাই, তারা কবুতর পালন থেকে বিরত থাকুন।
৫. যাদের টাকার প্রতি বেশি মায়া, তারা কবুতর পালন থেকে বিরত থাকুন। কেননা কবুতর মারা গেলে বা হারিয়ে গেলে বা কোন কারণে কবুতর মনের মত না হলে, টাকা লসের ব্যাথায় কষ্ট পাবেন।
৬. যারা আবর্জনা পরিস্কার করতে ঘৃণাবোধ করেন, তারা কবুতর পালন থেকে বিরত থাকুন। কেননা কবুতরের ঘর সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাকতে হয়, নতুবা শখের কবুতর রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।
৭. যাদের মানসম্মান বা প্রেসটিজ বোধ বেশি,তারা কবুতর পালন থেকে বিরত থাকুন। সচারচার কবুতরের খাঁচা বহন করা লাগতে পারে।
পাখি পালক বলে কথা! এখানে নানান চরিত্রের মানুষের বসবাস। অভিনব বিরক্তিকর পরিবেশের মুখমুখি হওয়া লাগতে পারে। ফলে গায়ের চামড়া মোটা থাকা জরুরী।
পরিশেষে যা বলব,
কবুতরতো তিনিই পালেন❗যার চরিত্রে উপরোক্ত বৈশিষ্ট্যগুলি জড়িয়ে থাকে ❗
প্রায় সকল কবুতর পালকের মাঝেই বিষয়গুলি বিদ্যমান। কারণ "শখের মানুষ" গুলিই স্বভাবতই চরম থেকে চরমতর আবেগী হয় বা রাগী হয় বা অভিমানী হয়। ভালবাসায় প্রতি চরম দুর্বলতায় পরিপূর্ণ থাকে। তাইতো তারা শখ পিপাসু❓আবেগে ভালবাসায়, কবুতরের প্রতি মূহুর্তেই নতজানু থাকে❓সহজেই কারো প্রতি দুর্বল হয়ে পড়ে! এটা এক নির্ঘাত সত্য।
অতএব কবি এখানেই নিরব, আমার যে কবুতর পালতে হবে❓
বি.দ্র. আমার এ লেখাতে কেউ যদি কষ্ট পান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সব্বাইকে, কষ্ট করে পড়বার জন্য।
Badrul Alom
RRm Pigeon loft Norail
Admin:-Fantail Pigeon Association Of Bangladesh
Basabo, Dhaka, Bangladeshআপনি আরও পড়তে পারেন:
কবুতরের ঠান্ডা জনিত সমস্যা চিকিৎসায় প্রাকৃতিক উপাদানের ব্যবহার।
অসুস্থ কবুতরের চিকিৎসায় প্রতিকারের পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থাপনার গুরুত্ব এবং পরবর্তী পদক্ষেপ।
কবুতরের ব্রিডিং বিরতি বা রেষ্ট কেন দিবেন ? ব্রিডিং বিরতি বা রেষ্ট এর প্রয়োজনিয়তা।
আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
*******Thank You *******
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue