Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

ফ্রিলব্যাক কবুতরের উৎপত্তি, বৈশিষ্ট্য এবং জাত পরিচিতি। Frillback pigeon breed origin, information and appearance.


🎇জাতের নামঃ- Frill Back Pigeon 


🎇উৎপত্তি স্থানঃ-Asia Minor ( Anatolia)

🎇জাতের ধরণঃ- Fancy(Ornamental, exhibition)

🎇উৎপত্তিগত বর্ণনাঃ- প্রজাতিটি গৃহপালিত ফেন্সি কবুতরের একটি সুন্দর ও আকর্ষণীয় প্রজাতি গুলোর মধ্যে একটি। সর্বপ্রথম এদেরকে Asia Minor অর্থাৎ আনাতোলিয়াতে ( পশ্চিম এশিয়ার একটি উপদ্বীপ) বহু বছরের নির্বাচনি প্রজননের মাধ্যমে প্রজনন করা হয়েছিল। কবুতরের অনান্য জাতিগুলির মত এদেরকেউ বন্য কবুতরের বংশধর হিসেবে ধরা হয়ে থাকে।

প্রজাতিটি গৃহপালিত কবুতরের  সাধারণ ও খুব জনপ্রিয় একটি প্রজাতি। এদের ডানায় পেঁচানো পালক মূলত এদের এই
 জনপ্রিয়তার মুল কারন হিসেবে ধরা হয়ে থাকে। এদের ডানায় পেঁচানো পালক ছাড়াও এদের পায়ের পালকে অর্থাৎ Muffs এ এই পেঁচানো পালকের উপস্থিতি লক্ষনীয়।

L. Paul Gibson গবেষণা অনুযায়ী ফ্রিলব্যাক কবুতরের স্বতন্ত্র পেঁচানো পালকগুলি দুটি আংশিক প্রভাবশালী Morphological পরিবর্তক “Cu1” এবং “Cu2“ জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রমাণ হিসাবে দেখা যায় যে তৃতীয় জিন সম্ভবত একটির দীর্ঘতর পালক সৃষ্টির কারণ হিসেবে জড়িত থাকতে পারে।

যদিও এদের পেঁচানো পালক এদের উড়ার ক্ষমতা কে প্রশ্নবৃদ্ধ করে। কেউ কেউ মনে করেন এরা অনেক ভালো ফ্লাই করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই তথ্য পাওয়া যায় যে এরা উড়বার থেকে হাঁটতে বেশি পছন্দ করে।

🎇দৈহিক বর্ণনাঃ- ফ্রিলব্যাক কবুতরটি একটি মাঝারি আকারের প্রজনন যদিও অন্যান্য বর্গের গৃহপালিত কবুতরের চেয়ে এরা কিছুটা বড় হয়। এদের লম্বা লেজ এবং ডানার পেঁচানো পালকের জন্য এদের সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এদের মাথায় ঝুটি এবং ঝুটি বিহীন উভয়ই হতে পারে।তবে যে সকল ফ্রিলব্যাক প্রজাতির মাথায় ঝুটি রয়েছে, এদের মাথার পিছনে একটি ঘন,মোটা এবং খোলা ঝুটি বিদ্যমান যা দেখতে উভয় পাশেই গোলাপের মত দেখায়। এবং ঝুঁটি টি মাথার উপরে দাঁড়িয়ে থাকবে।

কিন্তু ঝুঁটি বিহীন ফ্রিলব্যাক এর মাথা সামান্য ডিম্বাকৃতি, এছাড়াও কপালের দিকটাতে স্বতন্ত্র স্পট রয়েছে। এদের চোখ এবং ঠোট একই লাইনের সামঞ্জস্যপূর্ণ।বৈচিত্র্যের ক্ষেত্রে চোখ গুলো সাধারণত গাঢ় কমলা রঙের হয়, যা কালো অথবা নীল চোখের মত দেখায়। যদিও কোন কোন চোখের ক্ষেত্রে Cracked,Gravel এবং Pearl রঙের চোখও দেখা যায়। এদের ঠোঁট দীর্ঘ হয় এবং উপরের ঠোট এর তুলনায় নিচের ঠোঁট কিছুটা ছোট হয়।এছাড়াও এদের ঠোঁট Black on Red,Blue Grizzle, Black on Blacks, Light on Yellow, Horn on Silver এবং Flash কালারের হয়ে থাকে। 

এদের কন্ঠের মাংসল(Wattle) সব রঙের ক্ষেত্রে পাতলা এবং সাদা হয়ে থাকে।  পা গুলি গড় আকারের হয়ে থাকে এবং প্রায়শই ২-৩ ইঞ্চি দৈর্ঘ্যের সাথে এদের Muff টিও পরিবর্তিত হয়।এবং কুঁচকানো পালক গুলোর রেখাটি সমস্ত পাখাকে আবৃত করবে। কুঁচকানো শেষে একটি পৃথক বৃত্তকার গঠন করে। এবং Muff এর নীচের অংশটিও কুঁচকানো পালকে আবৃত হয় । এদের লেজ এবং ফ্লাইটের পালকেরউ স্বতন্ত্র বলি রয়েছে।

Frillback কবুতর ৬টি রঙের ক্যাটাগরিতে প্রদর্শিত হয়।

👉 Self – white, black, recessive red, yellow
👉Pattern – recessive red mottle, yellow mottle, rosewing, whiteside
👉 Grizzle – red, yellow, blue, silver.
👉Shield marked – red, yellow, blue-black bar, silver-dun bar, mealy ash-red bar, ash-cream bar.
👉 ARC – Any rare color
👉 ARCP – Any rare color pattern

ফ্রিলব্যাক কবুতরটির গড় ওজন ৪৫০ গ্রাম থেকে ৬২৫ গ্রাম হয়ে থাকে এবং এদের গড় আয়ু ৭ থেকে ১০ বছর।

একটি Frillback গুণমানটি ১০০-পয়েন্ট স্কেলের উপর ভিত্তি করে তৈরি হয়।

Head- ১৫ পয়েন্ট।
Color - ১৫ পয়েন্ট।
Body- ১০ পয়েন্ট।
Curl- ৫০ পয়েন্ট।
Muff- ১০ পয়েন্ট।

উপরের দৈহিক বর্ণনায় বিস্তারিত আলোচনা করা হয়েছে।

🎇সম্ভাব্য মূল্যঃ-আমাদের দেশে সাধারণত ২০০০০ থেকে শুরু করে ৬০০০০ হাজার টাকার মধ্যে এদের ক্রয় বিক্রয় হতে দেখা যায় তবে কোন কোন ক্ষেত্রে এই মূল্য কম বা বেশি হতে পারে।

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে 
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
#pigeon #কবুতর #feralrockdove
 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ