Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

কবুতরের ঠান্ডা বা সর্দীকাশির চিকিৎসায় ওষুধের ব্যবহার।

কবুতরের ঠান্ডা জনিত সমস্যার চিকিৎসা।

কবুতরের কমন একটা রোগ ঠান্ডা সর্দীকাশি। কবুতর যতগুলি রোগ দ্বারা আক্রমণ হয় তার মধ্য সবচেয়ে নরমাল রোগ হলো ঠান্ডা,

এর চিকিৎসা ব্যবস্থাও নরমাল এবং কম খরচে হয়, যদি বুজতে পাড়ে এবং জানা থাকে।
অবশ্য কবুতরের ঠান্ডা জনিত সমস্যায় একেকজন একেক রকমের চিকিৎসা দিয়ে থাকে।
কেউ বনজ চিকিৎসা দেয় আবার কেহ হমিও অথবা হিউম্যান মেডিসিন কিংব ভেট মেডিসিন দিয়েও চিকিৎসা দিয়ে থাকে।
যে যেভাবে যে মেডিসিন গুলোর ভালো রেজাল্ট পায় সেটাই  সে এপ্লাই করে ।
সমস্যা শুধু সঠিক সময়টা নির্ধারন করা। কারন কবুতর ঠান্ডায় আক্রান্ত হলে রোগের তীব্রতা বুঝে চিকিৎসা  দেয়া জরুরী।
 
যা প্রাথমিক পর্যায়ে  নরমাল মেডিসিন কিংবা নিজস্ব তৈরি প্রাকৃতিক  ভাবে বনজ চিকিৎসা দিতে পারলেও ভালো হবার সম্ভাবনা ১০০% ।
আবার একি ঠান্ডার আক্রমণে সঠিক সময় চিকিৎসা দিতে ব্যার্থ হলে ভয়াবহতা ও অনেক।কেননা তখন অনেক নামীদামী মেডিসিন দিয়ে চিকিৎসা দিলেও  রেজাল্ট জিরো।

কারন কবুতর ঠান্ডায় আক্রান্ত হলে এবং সঠিক সময় চিকিৎসা দিতে ব্যার্থ  হলে  ইনফেকশন হবার সম্ভাবনা ৯০%।

কবুতর ঠান্ডায় আক্রান্ত হলে ছোট ছোট হাঁচি দেয় বার বার নাক ঝাড়ে। এটাই ঠান্ডা লাগার  প্রাথমিক লক্ষণ। ঠান্ডার তিব্রতা বেশী হলে নিম্নের লক্ষণ গুলি দেখা দেয়।

১/ গলার ভিতরে সাদা সাদা ঘা
সাদা আঠালো ফ্যানা।

২/ নাকের ভিতরে গামের মতো যা জমানো সর্দী থেকে হয়ে থাকে।

রোগটি সম্পর্কে বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন। 

এধরনের কবুতরের চিকিৎসারলাফল বেশীরভাগ সময়ি বিফলে যায়। তখন দোষী হয় চিকিৎসক কিংবা পরামর্শদাতা আর খারাপ হয়ে যায় পরিক্ষিত মেডিসিন গুলি।অতএব কবুতরের ঠান্ডা বা সর্দীকাশি হলে সাথে সাথেই চিকিৎসা দিন। নয়তো অতি সহজ রোগটি আপনার কবুতরের জন্য ভয়াবহ রোগে রুপ নিতে পাড়ে।

কবুতরেরর ঠান্ডা লাগার প্রাথমিক পর্যায়।
***নাভানার  Erazin vet এক লিটারে ১ গ্রাম, সাথে রেস সল এক মিলি মিক্সড করে ৩ থেকে চারদিন। এটা নরমাল পর্যায় ব্যাবহার করলে ভালো রেজাল্ট পাবেন।
***রোগের তীব্রতা বেশী হলে Erazin vet এক লিটারে দুই গ্রাম সাথে  রেনেটার রেসপোকেয়ার ৫ লিটারে এক মিলি। একটানা ৫ দিন চলবে।

*** ইরাজিন ভেটের বিকল্প।

টাইলো ভেট
টাইলো ডক্সি।
ডক্সি ওক্সি
টাইলো ডক্সি প্লাস
এর যেকোনো একটা হলেই চলবে তবে ইরাজিন ভেটে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি।।

প্রাকৃতিক উপাদানের মাধ্যমে চিকিৎসা দিতে এখানে ক্লিক করুন।  


কবুতরে ঠান্ডা বা সর্দীকাশি চিকিৎসা বিষয়ক এই পোষ্টটি। অভিঙ্গ কবুতর পালক "খন্দকার আসাদুজ্জামান কাজল " ভাই এর নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করেছেন। সুতরাং অনুরোধ রইলো পোস্ট কপি করে অন্যের আইডি থেকে কিংবা কোনো গ্রুপে পোস্ট করবেন না।

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

ধন্যবাদান্তে।
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
#pigeon #কবুতর #feralrockdove
 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ