Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

ওল্ড জার্মান আউল কবুতরের বৈশিষ্ট্য ও জাত পরিচিতি এবং মারকিং।


🎇জাতের নামঃ- Old German Owl
🎇উৎপত্তি স্থানঃ- Germany 
🎇জাতের ধরণঃ- Fancy ( Show, Ornamental)

🎇উৎপত্তিগত বর্ণনাঃ- Old German Owl  ফেন্সি কবুতরে একটি অতি প্রাচীন জাতগুলোর মধ্যে অন্যতম।  কবুতরের অনান্য জাতিগুলির মত এরাউ বন্য কবুতরের বংশধর। প্রজাতিটিকে সর্বপ্রথম জার্মানিতে প্রজনন করা হয়েছিল যা Mövchen (“Little Gull”) নামে পরিচিতি লাভ করে। তবে জাতটাকে জার্মানে কে বা কারা প্রজনন ঘটিয়েছিলো সেটি জানা যায় নি। তবে এদের Old German Owl ছাড়াও আরও একটি নাম রয়েছে সেটি হলো, Altdeutsches Mövchen এবং এ নামেই এরা জার্মানে বেশি পরিচিত। প্রজাতিটি অতিপ্রাচীন হলেও ১৯৫৬ সালে সর্বপ্রথম জার্মান এ জাতটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিলো, তবে অফিসিয়ালি ১৯৬০ সাল পযুন্ত এদের Standard ইউরোপে গৃহীত হয়নি। পরবর্তীতে ১৯৯৯ সালে National Pigeon Association of America  সংস্থা দ্বারা অফিসিয়ালি এদের Standard গৃহীত হয়। একটি কালার ক্লাস রিভিশন ২০১৭ সালে গৃহীত হয়েছিল এবং স্ট্যান্ডার্ডের বর্তমান সংশোধনী ২০১৯ সালে গৃহীত হয়।

Old German Owl কে Short Faced German Shield Owls এর পুর্বসূরী ধরা হয়ে থাকে। বর্তমানে এ জাতটি তার জন্মস্থান জার্মান সহ বিশ্বের অনেক দেশেই পালন করা হয়ে থাকে। প্রজাতিটি খুব শান্ত স্বভাবের হয়ে থাকে।এবং লফ্টের অনান্য কবুতর গুলির থেকে এরা সক্রিয় এবং বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে।

🎇দৈহিক বর্ণনাঃ- Old German Owl কবুতরটি একটি গড় আকারের সংঙ্গে খুবই সুন্দর একটি প্রজনন। এদের খুব সুন্দর বাঁকানো কপালের সাথে প্রায় গোলাকার এবং প্রশস্ত মাথা রয়েছে। এছাড়াও এদের মাথার উপরে ছোট কিন্তু পরিপূর্ণ ভাবে খোলা একটি ঝুটি রয়েছে, যা গোলাপের আকৃতির মত করে বন্ধ। এবং এদের চোখ বড় বড় ও উজ্জ্বল এবং প্রাণবন্ত।

এদের ঘাড়টি সংক্ষিপ্ত এবং গাট্টাগোট্টা।ঘাড়টি সুন্দরভাবে শরীরের সাথে মিশে রয়েছে এবং কিছুটা পিছনের দিকে ঝুঁকে খাঁড়া ভাবে বিদ্যামান।এদের গলায় হালকা গলকম্বল এবং গলকম্বল থেকে নিচের দিকে অর্থাৎ খাদ্য নালি বরাবর একটি সুন্দর পালকের ঝুটি রয়েছে যা গলকম্বল থেকে বুকের দিকে নেমে গেছে।  এদের ঠোঁটগুলো মাঝারি দৈর্ঘের,প্রসস্থ এবং light flesh কালারের হয়ে থাকে।

ওল্ড জার্মান আউল কবুতর এর বুকটি প্রসস্থ, এবং গোলাকার। যা সামনের দিকে দূরতার সাথে প্রসারিত। এদের ডানা অনেক শক্তিশালী, এবং শরীরের সাথে আঁটসাঁট যা তাদের যা তাদের সংক্ষিপ্ত লেজের উপরে সুন্দর ভাবে রয়েছে। এদের পিঠ, কাঁধের দিকে বিস্তৃত, তবে তা সংকীর্ণ হয়ে নিচের দিকে ঢালু। এদের পাগুলো খুব ছোট এবং পালক মুক্ত।

এদেরকে বিভিন্ন কালার এর মধ্যে পাওয়া যায় যেমনঃ- Ash red, Blue, Brown , Recessive red, Checks, Spread, এবং bars in black, red, brown, white,এই রংগুলির মিশ্রণ এর মধ্যে পাওয়া যায়। একটি পূর্ণ বয়স্ক ওল্ড জার্মান আউল এর গড় দেহের উচ্চতা প্রায় ২৫ সেন্টিমিটার হয়।পূর্ণ বয়সে দেহের গড় ওজন ২৮০ থেকে ৩৬০ গ্রামের মধ্যে হয়ে থাকে। এছাড়াও এদের গড় আয়ু ৭ থেকে ১০ বছর হয়ে থাকে। Old German Owl  কবুতরটি  European standardization বর্ণনা অনুযায়ী  EE-List of the breeds of fancy pigeons (ELFP) by the Section for Fancy pigeons of the European Association of Poultry, Pigeon, Cage Bird, Rabbit and Cavy কতৃক নিবন্ধিত একটি প্রজাতি এবং নিবন্ধনকৃত নাম্বার  ৭০৪।

এবার আসি ওল্ড জার্মান আউল এর মারকিং স্ট্যান্ডার কিভাবে নির্ধারন করা যায়।

২০১৯ সালের স্ট্যান্ডার্ড অনুযায়ী ১০০ পয়েন্টের মাধ্যমে ৭টি ক্যাটাগরি তে এদের স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়ে থাকে।

১/সামগ্রিক ছাপ- ২৫ পয়েন্ট।
২/ শারীরিক গঠন -২০ পয়েন্ট।
৩/ মাথা ও ঠোঁট - ১৫ পয়েন্ট।
৪/ ঝুঁটি -১০ পয়েন্ট।
৫/ ঘাড়/গলা এবং Frill(চুনট) -১০ পয়েন্ট।
৬/ কালার এর জন্য -১০ পয়েন্ট।
৭/ মারকিং -১০ পয়েন্ট।

সর্বমোট ১০০ পয়েন্ট।
সর্বমোট ১০০ পয়েন্ট।

চলুন এবার ধাপ গুলোর বিশ্লেষণ করা যাকঃ-

👉 ১/সামগ্রিক ছাপ- ২৫ পয়েন্টঃ- Old German Owl গর্বিত ও বিশিষ্ট চেহারাযুক্ত একটি মাঝারী আকারের প্রজনন। এদের গড় ওজন ৩৪০ গ্রাম থেকে ৩৭০ গ্রামের মধ্যে। যখন পুরুষ কবুতরটির ওজন ৩৭০ গ্রাম এর কাছাকাছি হবে তখন একই বয়সি মাদি/মহিলা কবুতরের ওজন হবে ২৮৩ গ্রাম এর কাছাকাছি। এদের অনান্য বৈশিষ্ট্যের জন্য  Old German এর সতন্ত্র একটি প্রজাতি।প্রজাতিটি খুব আঁটসাঁট এবং মনোমুগ্ধকর বন্ধুত্বপূর্ণ আচরণ প্রদর্শন করে। তবে এদের সর্বোউত্তম গুণাবলী প্রদর্শনের জন্য যতেষ্ঠ সক্রিয় হতে হবে।সামগ্রিক ছাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো সম্পূর্ণ কবুতরটির চাক্ষুষ উপস্থিতি।
কবুতরটির সমস্ত বৈশিষ্ট্য গুলোর মান যতটা সম্ভব কাছাকাছি হওয়া উচিৎ। এই বৈশিষ্ট্য গুলোর কোনটিই অতিরঞ্জিত হওয়া উচিৎ নয়। বৈশিষ্ট্য গুলো প্রতিটি বিভাগের সাথে সামঞ্জস্য রেখে প্রবাহ হবে। কবুতর গুলিকে যখন প্রদর্শনীর জন্য উপস্থাপন করা হবে তখন সে প্রাকৃতিক অবস্থায় উপস্থিত হবে এবং সমৃদ্ধ রং প্রদর্শন করবে।

👉 ২/ শারীরিক গঠন -২০ পয়েন্টঃ- Old German Owl এর শারীরিক গঠন তুলনামূলক ভাবে, ক্ষুদ্রাকার চেহারার সাথে আঁটসাঁট ও ছোট হবে। কবুতরটিকে হাতের মধ্যে নিলে শক্ত ও স্বাস্থ্যবান অনুভূত হবে। এরা দাঁড়ানো অবস্থা ৪০ ডিগ্রি কোনের কাছাকাছি হবে। লেজের নিচে শুরু হওয়া লাইনটি পেটের নিচ দিয়ে উঠে ঠোঁটের গোড়ায় গিয়ে সমাপ্ত হবে।এটি কবুতরের মাথা টিকে লম্বা ভাবে ধরে রাখা সহ বুকের পেছনের অংশে একটি প্রসারণীয় চেহারা সরবরাহ করে এবং দৃঢ় দেখাবে। মাথাটি খুব একটা পেছনে বাকানো থাকবে না, যাতে করে লেজের মাথাটি মাটিকে স্পর্শ করে।

এদের বুক প্রসস্থ এবং বৃত্তকার হবে এবং সম্মুখে সুপ্রকাশিত ভাবে উপস্থাপন করবে।প্রজাতিটির পিঠ কাঁধের দিকে প্রসস্থ হবে এবং ঢালু হয়ে সংকীর্ণ হতে হতে লেজের দিকে গিয়ে মিশবে।এদের শরীরের পালকগুলো আঁটসাঁট অবস্থায় অবস্থান করবে। এছাড়াও এদের পা এবং পাঁজর ছোট হবে এবং অবশ্যই পালক মুক্ত হতে হবে। ডানা গুলো শক্তিশালী হবে এবং লেজের উপর গিয়ে সুন্দর ভাবে অবস্থান করবে।এদের লেজ হবে ছোট এবং আটাকানো।

অনাকাঙ্ক্ষিত উপাদানঃ- দীর্ঘ ও সংকীর্ণ শরীর,লম্বা লেজের পালক, সংকীর্ণ বুক,ঝুকে পড়া পাখা।

👉 ৩/ মাথা ও ঠোঁট - ১৫ পয়েন্টঃ-Old German Owl কবুতরের মাথাটি, প্রসস্থ বাঁকানো কপালের সাথে প্রায় গোলাকার হবে।চোখ গুলো বড় বড় অর্থাৎ ষাঢ় চোখের এবং উজ্জ্বল ও প্রাণবন্ত হতে হবে।

চোখটি, Wattle(গলকম্বল) এবং ছুটির শুরুর অবস্থান থেকে সমদূরবর্তী অবস্থানে অবস্থান করবে এবং চোখের চারিপাশ (Cere) হালকা ও সূক্ষ্ম হবে। Old German Owl এর ঠোঁট এদেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য এনে দিয়েছে। কেননা ঠোঁট তাদের মনোরম চেহারা প্রদর্শন করে। এদের ঠোঁট টি মাথার সাথে মসৃণ ভাবে থাকে না বরং এটি স্বতন্ত্র দেখায়।এটির সংক্ষিপ্ত উপস্থিতি যা তাদের দৈর্ঘের সাথে সম্পর্কিত।

অনাকাঙ্ক্ষিত উপাদানঃ- সংকীর্ণ,সমতল,লম্বা বা কৌণিক মাথা।দীর্ঘ ও পাতলা ঠোঁট।চোখের চারপাশ (Cere)  মোটা এবং কালো।

👉 ৪/ ঝুঁটি -১০ পয়েন্টঃ- এদের মাথার উপরে ছোট কিন্তু পরিপূর্ণ ভাবে খোলা একটি ঝুটি রয়েছে, যা গোলাপের আকৃতির মত করে বন্ধ।এবং ঝুঁটিটি অবশ্যই নিখুঁত ও ঝুঁটির উভয় দিকে মসৃণ ভাবে গোলাকার হয়ে ছোট গোলাপের ন্যায় দেখাবে। ঝুঁটির পালক গুলো  মসৃণ এবং দৃঢ়কায় হতে হবে।চেহারাতে আলগা পালকযুক্ত বা ঢালু দেখাবে না। ঝুঁটি টি সর্বোচ্চ অংশ মাথার মাঝখানে অবস্থান করবে।কেননা এটি মাথার উপরে অনেক পিছনে বসা থেকে বিরত থাকে।যদি পাশ থেকে লক্ষ্য করা যায় তবে গোলাপগুলি চোখের নীচের প্রান্তের সাথে একই পরিমাপে কাছাকাছি অবস্থান করবে । ঝুঁটির লাইনটি এতদূর এগিয়ে আসা উচিত নয় যা চোখের কাছাকাছি অবস্থান করে।

অনাকাঙ্ক্ষিত উপাদানঃ- যতসামান্য, আঁকাবাঁকা বা খুব কম ঝুঁটি। গোলাপের অনুপস্থিত।  অত্যধিক বড় বা আলগা ঝুঁটি।

👉 ৫/ ঘাড়/গলা এবং Frill(চুনট) -১০ পয়েন্টঃ- Old German  Owl  কবুতরের ঘাড় স্থুলকায়,পূর্ণ, এবং গাঁট্টাগোট্টা। যা গর্বের সাথে ধরে, কিছুটা পিছন দিকে সামান্য মাত্রায় ঢালু হয়ে  এসে সোজা হয়ে সামনের দিকে প্রসারিত হবে। ছোট তবে স্বতন্ত্র ডিওল্যাপ(গলকম্বল) উপস্থিত থাকবে। গলার পালক গুলো উভয় পক্ষের সমান পালক দিয়ে যতটা সম্ভব সুস্পষ্ট হবে। ছোট ফ্রিলে (Frill) উভয় পক্ষের পালকের সমান অগ্রাধিকার দেওয়া হয় এবং বড় ফ্রিলে ( Frill) কেবল এক দিকে নির্দেশ করে।

অনাকাঙ্ক্ষিত উপাদানঃ- ঘাড়ে উপস্থিত দীর্ঘতর ত্বক। ফ্রিল (Frill) এর অনুপস্থিতি, ফ্রিলের যে কোনও ধাপ পুরোপুরি বিকাশিত না হলেও যোগ্যতা অর্জন করে।


👉  ৬/ কালার এর জন্য -১০ পয়েন্টঃ-  সমস্ত রং যতটা সম্ভব মসৃণ,উজ্জ্বল,স্পষ্ট এবং যতটা সম্ভব একে অপরের সাথে সমন্বয় হতে হবে। জাতিগুলিতে  Barred, Checked, এবং অন্যান্য চিহ্নিত  চিহ্নিতকরণটি যথাসম্ভব স্বতন্ত্র হতে হবে।

বর্তমানে যে সকল কালার গুলো পাওয়া যায়।
Bar, Check & T-Pattern গুলির মধ্যে  blue, Silver, Brown, Khaki, Ash Red, এবং Ash Yellow অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়াও Solids to include Black, Dun, Brown, Khaki, Red & Yellow, Spread Ash Red & Spread Ash Yellow. (Note: reds এবং Yellows প্রকৃতপক্ষে T-Pattern এর অন্তর্ভুক্ত হবে) Spread Ash Red & Spread Ash Yellow, এবং এদের মধ্যে Lavender, Strawberry Laced এবং Dilutes অন্তর্ভুক্ত রয়েছে।

 AOC কালারঃ- সব গুলো কালারস উপরে অন্তর্ভুক্ত নয় যেমনঃ-Bar less, Opal, Andalusian, ইত্যাদি।

Grizzle কালারঃ-  Grizzle গ্রিজল একটি ফ্যাক্টর যা উপরের যে কোনও রঙের উপর প্রয়োগ করা যেতে পারে এবং পৃথক শ্রেণি হিসাবে দেখানো হয়।

 Self কালারঃ- শুধুমাত্র White এবং Recessive Red.

লেজের চিহ্নঃ-উপরের যে কোন কালার হতে পারে।

অনাকাঙ্ক্ষিত উপাদানঃ-  Poor (unsaturated) কালার. Heavy, smudged, uneven bars বা checks.

👉 ৭/ মারকিং -১০ পয়েন্টঃ- এটিকে দুইটি ভাগে ভাগ করা হয়।  শরীর এবং লেজ।

শরীরঃ- কবুতরের সমস্ত শরীর ধবধবে সাদা, প্রধান ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এদের এই আবরণ। নির্বিশেষে কবুতরের পায়ে পালক থাকতেও পারে নাও পারে। এদের আবরণেরে এদের বৈশিষ্ট্য পরিপূর্ণ তবে এদের ফ্লাইট পলকে সাদা রং গ্রহণযোগ্য নয়।
ফ্লাইট পালকটি পুরোপুরি গোলাকার না হলেও ও ছোট এবং ভারসাম্য রাখতে পারে। এদের ৭ থেকে ১০ টি প্রাথমিক পালক রয়েছে। এমনকি পছন্দের অগ্রাধিকার হিসেবে এই আবরণের বৈচিত্র এর ক্ষেত্রে ঘটনা ক্রমে কিছু সংখ্যক সাদা ফ্লাইট পালক রয়েছে। ১০/১০ সাদা পালকের সাথে রঙিন পায়ের আঙ্গুলের পালক গুলোর জন্য আদর্শ তবে এর ১০ টির ৯টিই ঝরে যায়। ১০ এর মধ্যে ৯টি থেকে 9 টির মধ্যে ৯টি পালক কেই বেশি পছন্দ করা হয়।

তবে যাই হোক ফ্লাইট পালক এর সংখ্যার থেকে এদের পায়ের আংগুলের রঙিন পালক গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কেননা এটি এদের সব থেকে নিখুঁত চেহারা তৈরি করে।  একদিক থেকে ১০/১০ পায়ের আঙ্গুলের রঙিন পালকের চেয়ে সাদা ফ্লাইট এর সাথে পায়ের রঙিন পালকে বেশি পছন্দ করা হয়।

অনাকাঙ্ক্ষিত উপাদানঃ- লক্ষনীয়ভাবে কবুতরের রান গুলোতে,মাথা,বা দেহে রঙিন পালক।তবে এদের পায়ের পেছনে কালার গ্রহনযোগ্য। সাদা পালকের আবরণের মধ্যে দুইটির কম অনাকাঙ্ক্ষিত বা অসম্পূর্ণ পায়ের আংগুলির পালক।এবং ৭ থেকে কম সাদা প্রাথমিক পালক।

লেজঃ- লেজের চিহ্নের বৈচিত্র্য অনুযায়ী লেজের পালক ব্যতিত সম্পূর্ণ সাদা হবে। যার মধ্যে লেজের নিচের পেছনে অগোছালো অংশ অন্তর্ভুক্ত থাকবে। লেজের চিহ্নিত চিহ্নযুক্ত জাতিগুলির জন্য রঙ্গিন অংশ এবং সাদার মধ্যবর্তী অঞ্চলের মাঝখানে, যেখান থেকে  ডানাগুলো প্রথমে পিছন থেকে আলাদা হয় এবং লেজের পালকের প্রকৃত সূচনা হয় তার মাঝখানে প্রায় সমান একটি লাইনের জন্য অগ্রাধিকার দেয়া হয়। একটি সমান লাইন, পিছনের লাইন টির প্রকৃত অবস্থান থেকে বেশি গুরুত্বপূর্ণ।

অনাকাঙ্ক্ষিত উপাদানঃ- মাথা বা দেহের রঙিন পালক,সাদা বা ত্রুটি যুক্ত লেজের পালক এবং লেজের নিচে সাদা রঙের পালক।

👉 সম্ভাব্য মূল্যঃ- আমাদের দেশে সাধারণত এক জোরা পূর্ণবয়স্ক Old German Owl কবুতর ৮০০০ থেকে ১২০০০ টাকায় ক্রয় বিক্রয়  হয়ে থাকে। তবে কোন কোন ক্ষেত্রে এই মূল্য কম বেশি হতে পারে।

রেফারেন্স সাইটঃ- 

1. https://bit.ly/34CPvLt

2. https://bit.ly/3kFpeC7

3. https://bit.ly/35I2POg

4. https://bit.ly/34BUGvl

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখক।
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
#pigeon #কবুতর #feralrockdove
 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ