Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

যারা দামি কবুতর পালন করেন কিন্তু স্বাস্থ্যবান বাচ্চা উৎপাদন হচ্ছে না , পরামর্শটা তাদের জন্য।


কখনো সৌখিনতা বা কখনো বানিজ্যিক ভাবে আমরা কবুতর পালন করে থাকি। কেউ কেউ দেশি কবুতর পালন করি কেউবা অনেক দামী কবুতর দিয়ে শুরু করি। অনেক সময় দেখা যায় যারা দামী কবুতরের ক্ষেত্রে কখনো কখনো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা উৎপাদন সম্ভব হয়ে ওঠে না। কেননা দামী কবুতরের কোয়ালিটি সম্পন্ন বাচ্চা  উৎপাদনের জন্য অতি বিশেষ যত্নের প্রয়োজন হয়। আজকের এই পোস্টটি তাদের জন্য যারা দামী কবুতর পালন করের। এই পোস্টটিতে উল্লেখ করা হয়েছে কিভাবে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা উৎপাদনে বিশেষ যত্ন নিবেন বিশেষ করে করে কিং, মুন্ডিয়ান, বিউটি, ও হাউজ পিজিওন এ জাতীয় বড় কবুতরের জন্য এই পদ্ধতিটি খুবই উপকারী।

🌺পদ্ধতিঃ-  পশম গজানো বাচ্চা গুলিকে প্রতিদিনের শেষে বিকালে, মিনিমাম ২ থেকে ৩ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা ৫টি ছোলা বুট ও ৫টি চিনাবাদাম বাড়তি খাবার হিসাবে দিতে পারেন।

সাথে ক্যালভেট DB কিংবা ফসকল DB একটা ট্যাবলেটর ৬ ভাগের ১ ভাগ করে খাইয়ে দিবেন। এতে করে বাচ্চার হাড়ের গঠন মজবুত হবে।

বাচ্চার শারীরিক গ্রোথ ও খাবারের চাহিদা বাড়ার সাথে সাথে ছোলা ও চিনাবাদামের সংখ্যাও বাড়াতে পারেন। তবে এক সাথে নয়, ৫ থেকে শুরু করে প্রতিদিন ২ টা করে বাড়াতে পারেন।

বাড়তি খাবার শেষে কয়েক টুকরা পোড়ামাটি খাইয়ে দিবেন এতে করে বাচ্চার ডাইজেস্ট ক্ষমতা বাড়বে ।

তবে লক্ষ রাখবেন ছোলাবুট কিংবা চিনাবাদাম ২/৩ ঘন্টার বেশী যেন ভিজানো না হয়। তাহলে বদ হজম হবার সম্ভাবনা থাকবে।

ছোলাবুট ও চিনাবাদাম অবশ্যই কাঁচা হতে হবে।



আর্টিকেল টি অভিজ্ঞ কবুতর খামারি "খন্দকার আসাদুজ্জামান কাজল " ভাই এর কবুতরের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ থেকে নেয়া।

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য একত্রিকরণেঃ- 
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
#pigeon #কবুতর #feralrockdove
 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ