Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

একজন কবুতর পালক হিসাবে প্রত্যাহিত যে কাজ গুলো করা জরুরী।

একজন কবুতর খামারির সফলতার মূল চাবিকাঠি হলো তার পরিশ্রম ও সঠিক পরিচর্যা। এই দুইটির সংমিশ্রণ ঘটলে খামারিকে আর পেছন ফিরে তাকাতে হয়না।সফলতার জন্য প্রত্যাহিত খামারে কিছু কাজ করা খুবই প্রয়োজন। আর এগুলোর জন্য প্রয়োজন নিদ্ধারিত সিডিউল। আজ আমাদের আলোচনার বিষয় এমন কিছু নিয়ে যা একজন কবুতর পালক যদি প্রতিদিন করতে পারে তবে প্রতিনিয়ত অন্যের শরনাপন্ম হওয়ার দরকার হয় না।

চলুন তাহলে কাজ গুলো সম্পর্কে জানতে চেষ্টা করি। 

১. সকালবেলা খামারে কবুতরকে খাবার দেয়ার আগে প্রতিটা খাচার ট্রেতে  নজর দিন ।
কোনো খাচায় ড্রপিং খারাপ দেখলে ঐ খাচার কবুতর জোড়া আলাদা যায়গায় আলাদা আলাদা খাচায় রাখুন, এবং ট্রেতে নতুন পেপার বিছিয়ে দিন ।
খুব সহজেই বুজতে পারবেন কোন কবুতরটা অসুস্থ। 
প্রাথমিক পর্যায় রোগ সনাক্ত করে  সঠিক  চিকিৎসা দিতে পারলে যতো কঠিন রোগ হক সুস্থ হবার সম্ভাবনা ৯০% ।
মনে রাখবেন কবুতর অসুস্থ হলে তার প্রাথমিক সিমটম হলো কবুতরের ড্রপিং পরিবর্তন অর্থাৎ পায়খানার রং চেইন্জ হয়ে যাওয়া।

২. নিজের সুবিধা মতো কবুতরকে একটা নির্দিষ্ট সময় খাবারের অভ্যাস করুন।

৩.  সকালের খাবার দেয়ার এক ঘন্টা পড়ে নর কবুতর গুলি ফ্লাইং জোনে ছেড়ে দিবেন,
ফ্লাইং জোন না থাকলে খামারের ফ্লোরে ছেড়ে দিবেন। ফ্লোর স্যাতস্যাতে থাকলে ছালার চট বিছিয়ে দিবেন। ঠিক দুপুরবেলা নর গুলি খাচায় আটকে মাদি গুলিকে একি নিয়মে ছেড়ে রাখবেন সন্ধা বেলা খাচায় আটকে দিবেন।
এতে কবুতরের শারীরিক এক্সারসাইজ হবে শরীরের অনাকাঙ্ক্ষিত ফ্যাট দুর হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, শরীরে এন্টি বডি তৈরি হবে, রোগপ্রতিরোধ খমতা বৃদ্ধি পাবে,  অনেক ভিটামিনের অভাব পুরন হবে। ফলাফল রোগব্যাধি কম হবে ডিম বাচ্চা খেত্রেও ভালো রেজাল্ট পাবেন। এগুলি করতে টাকার দরকার হয়না দরকার শুধু নিজ শারীরিক পরিশ্রম।

মেডিসিন নির্ভরতা কমিয়ে দিন  নিজের শারীরিক পরিশ্রম দিয়ে কবুতর পুষন এবং কবুতরকে ন্যাচারাল একটি জীবন দিন।
কবুতর জন্য প্রকৃত যা খাবার সেটাই দিন মানুষের কথায় মানুষের খাবার কবুতরকে খাওয়ানো  বন্ধ করুন
মনে রাখবেন টাকা আছে তাই বারোমাস দামি মেডিসিন কিনে খাওয়াতে পারবেন কিন্তু  ফলাফল জিরোই থাকবে ।এবং সর্বশেষ আপনাকে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে। 

সর্বশেষ এটাই বলবো টাকা থাকলেই ফেন্সি কবুতর পোষা সম্ভব নয়।

সম্পুর্ন আলোচনাটি কবুতর সেক্টরের অভিজ্ঞ কবুতর খামারি খন্দকার আসাদুজ্জামান কাজল ভাই এর কবুতর পালন সংক্রান্ত পরামর্শ থেকে নেয়া হয়েছে।   

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
#pigeon #কবুতর #feralrockdove
 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ