Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

কবুতরের মাসিক কোর্স এর নামে বিপদ ডেকে আনছেন নাতো???

কবুতর পালন করতক খুব বেশী অভিজ্ঞ হওয়ার দরকার হয় এমনটা নয়। নিজের সেন্সকে ভালোভাবে কাজে লাগাতে পারলেই ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। একবার ভাবুন আপনি নিজে কি সুস্থ থাকার জন্য বারোমাস কিংবা মাসিক কোনো মেডিসিন খান। শুধু মেডিসিন দিয়ে যদি নিজেকে সুস্থ রাখা যেতো তাহলে পয়সাওয়ালা মানুষ গুলি অসুস্থ হতোনা। আপনি নিজে যদি সুস্থ থাকার জন্য বারোমাস মেডিসিন না খেয়ে থাকেন তাহলে অনলাইন নির্ভর হয়ে মানুষের কথায় কবুতরকে কেনো বারোমাস মেডিসিন খাওয়াবেন।

একবার গভীর ভাবে ভেবে দেখুন!

১। আপনি কি দীর্ঘদিন বদ্ধ ঘরে আবদ্ধ থেকে দুনিয়ার সব নামীদামী মেডিসিন খেয়েও  নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবেন?।

২। আপনি কি সুস্থ থাকার জন্য মেডিসিন নির্ভর? না প্রয়োজনীয় ভালো খাবার ও শারীরিক এক্সারসাইজ নির্ভর?।

মনে রাখবেন একটা অসাস্থকর পরিবেশে আবদ্ধ অবস্থায় দুনিয়ার সব ফল ফ্রুটস বা ভিটামিন খেয়ে নিজেকে সুস্থ রাখতে পারবেন না।তেমনি কবুতরের ও একটা পরিবেশগত স্বাভাবিক জীবন  চাই। শারীরিক এক্সারসাইজ করার ব্যাবস্থা চাই। কবুতরের জন্য কবুতরের ন্যাচারাল খাবার চাই।

হ্যাঁ অবশ্যই সেটা ফল ফ্রুটস নয় বা ৬০/৭০ রকমের ভর্তা বা জুস। ওগুলি মানুষের দরকার হতে পারে কিন্তুু কবুতরের জন্য নয়।

কবুতরের জন্য প্রয়োজনীয় ভিটামিন কবুতরের খাবারের মধ্যে খুঁজুন।যদি মনে করেন মানুষের খাবারের ভিটামিন, কবুতরের দরকার হয় তবে গরুর মাংস কেনো নয়, ঘাস কেনো নয়। গরুর মাংসে তো প্রচুর ফ্যাট আছে মানুষ মোটাতাজা হয়। ভালো ঘাস খেলে গাভির দুধ বৃদ্ধি পায়। এগুলি বিবেচনা করলে আপনিও কবুতরকে গরুর মাংস কিংবা ঘাস খেতে দিতে পাড়েন। মনে রাখবেন আপনার অতি আবেগ আর অনভিজ্ঞতা অন্যের অর্থ আয়ের উৎস।

আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি।

১। কবুতরের জন্য পরিবেশসম্মত আবাস্থল।

২। প্রতিদিন খামারের প্রতি সঠিক নজর রাখা।

৩।  ৬/৭ আইটেমের ধুলাবালি মুক্ত পরিষ্কার ড্যাম মুক্ত খাবার।

৪। পরিষ্কার জীবানুমুক্ত পানি।

৫। আর শারীরিক এক্সারসাইজ করার জন্য ফ্লাইং জোন।

তবে মাঝে মাঝে কিছু ভিটামিনের দরকার হয় তবে তা প্রতিমাসে নয়।
"কবুতরকে ন্যাচারাল জীবন দিন অনেক মেডিসিন ও ভিটামিনের অভাব কমে যাবে।"



পূর্বের ন্যায় আজও আমরা অভিজ্ঞ কবুতর খামারি "খন্দকার আসাদুজ্জামান কাজল " ভাই এর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনি চাইলে কবুতর পালনের বাস্তব অভিজ্ঞতা গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে মেইল করুন pigeonhousebd3@gmail.com এ ।

Writer:-                       Khandokar Asaduzzaman Kajol 

Senior Pigeon Breeder and Admin(Only Fancy Pigeon Club in Bangladesh)

 

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ