Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

মাসিক কোর্স এর নামে একই ঔষুধ বার বার ব্যবহার করছি নাতো?

আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হলো কবুতরের একই   ঔষুধ বিভিন্ন নামে প্রয়োগ নিয়ে। কবুতর পালন করতে গিয়ে আমরা বিভিন্ন সময়ে ওষুধের প্রয়োজনীয়তা অনুভব করি, আর এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের ঔষুধ প্রয়োগও করে থাকি। কিছু কিছু সময় আমরা এমন কিছু ঔষুধ বিভিন্ন নামে অথচ একই কার্যকারীতা হওয়া স্বত্বেও ব্যবহার করে থাকি।হয়ত এটা বেশিরভাগ সময় যে ঔষুধ গুলো প্রয়োগ করছি তার মূল কার্যকারীতা না জেনে বা দেখা- দেখি। এটা যে শুধু নতুন কবুতর পালকরা করে থাকি তা নয় অনেক পুরাতন কবুতর পালকও এটি করে থাকেন। যাই হোক আজ আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো।  আলোচনাটি আমরা অভিজ্ঞ কবুতর পালক " খন্দকার আসাদুজ্জামান কাজল " ভাই এর বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে তার নিজের অভিজ্ঞতা ও পরামর্শ আপনাদের সামনে তুলো ধরবো।

চলুন জেনে নেই আমরা একই মেডিসিন বিভিন্ন নামে একাধিকবার ব্যবহার করছি কিনা, নিচের আলোচনা থেকে আমরা বিষয়টি বুঝতে চেষ্টা করবো হয়ত অনেক বছরের ভুলগুলো আলোচনার মাধ্যমে শুধরে নেওয়া যাবে।

🌺🌺🌺মূল আলোচনা খন্দকার আসাদুজ্জামান কাজল ভাই এর পোষ্ট থেকে হুবহু তুলে ধরছি 🌺🌺🌺
প্রথমেই বলে নিলাম
আমি কোনো ভেট ডাঃ কিংবা কোনো মেডিসিন বিশেষজ্ঞ নই। কিংবা মেডিসিন   বিষয়ক পড়াশুনা ও করিনি। শুধু কবুতর পালন করতে গিয়ে দীর্ঘদিন বিভিন্ন ভেট ডাঃ কিংবা যখনি সুযোগ হয়েছে  কোনো ভেট মেডিসিন বিশেষজ্ঞে পরামর্শ পাওয়ার  সেটা কখনো মিস করিনি যা শিখেছি, জেনেছি এবং বুঝেছি তা সবি প্রাকটিক্যাল শিক্ষা।

এই পোস্টে যে তিনটা ভিটামিনের ব্যবহারিক বিষয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা আমার ব্যক্তিগত মতামত নয়। আমার বাসার পাশে অবস্থানরত চারটা মেডিসিন কোম্পানির মেডিসিন স্পেশালিষ্ট দের অংশগ্রহণে  পোল্ট্রি সেক্টর নিয়ে  এক কর্মশালার আয়োজন করা হয় সেখানে আমিও আমন্ত্রণ পাই।
এবং বিভিন্ন মেডিসিন বিষয়ে তারের সাথে  আমার একটা  দীর্ঘ আলোচনা হয় ।
এই পোস্ট সেই  আলোচনারি অংশ। কোম্পানি গুলি হচ্ছে
✳SKF
✳ACI
✳NAVANA
✳Opsonin  Pharma Limited

কবুতর পালকদের কাছে কবুতরের জন্য আমাদের দেশীয় কোম্পানির যতগুলি ভিটামিন পাওয়া যায় তার মধ্য সবচেয়ে পরিচিতি ও বেশীরভাগ কবুতর পালকের কাছে প্রিয়,তিনটি ভিটামিন বিষয়ক কিছু তথ্য  ব্যবহারিক নিয়ম ও অনিয়ম বিষয়ক কিছু আলোচনা। 
ধরুন আপনি মাসিক কোর্স করাবেন।
⏩মাসের ১ তারিখ থেকে- মাল্টিভিটামিন রেনা "WS" ১ লিটারে ১ গ্রাম দিয়ে শুরু করলেন চলবে একটানা ৫ দিন।
⏩মাসের দ্বিতীয় সপ্তাহে ভিটামিন "ADE-3" এক লিটারে ১ মিলি  চলবে একটানা ৫ দিন।
⏩তৃতীয় সপ্তাহে  "E-Sel" এক লিটারে ১ মিলি চলবে একটানা ৫ দিন।
কিন্তু আপনি কি লক্ষ করেছেন কিংবা জানেন এই তিনটা ভিটামিনে কি কি উপাদান আছে?।
এমন নয়তো যে একি গ্রুপের  ভিটামিন ঔষুধ আপনি মাসের শুরু থেকে শেস পর্যন্ত তিন তিনবার বিভিন্ন নামে ব্যবহার করলেন।

প্রথমে আসেন মাল্টি ভিটামিনের পরিচয় করি। মাল্টি ভিটামিন ১৩ টি ভিটামিনের সমন্বয়ে তৈরি যেখানে  উপরে উল্লেখিত সবগুলি ভিটামিনের মিশ্রণ এড আছে।
এই ভিটামিন তৈরিকারী ভেট স্পেশালিষ্টরা হাস,মুরগী,গরু, ছাগলের শরীরের চাহিদা অনুযায়ী সকল রকমের ভিটামিনের চাহিদা পুরন করার সকল উপাদানের এখানে সমন্বয় করেছে। শুধু যে প্রাণীর জন্য ব্যবহার করা হবে সেই প্রাণীর শারীরিক ওয়েট খাবারের পরিমাণ ও পানির চাহিদা অনুযায়ী ব্যাবহার বিধি নিয়ম লেখা থাকে।

🌺১.রেনা Ws এখানে প্রাণীর শরীরের চাহিদা অনুযায়ী ১৩ টা ভিটামিনের সমন্নয় আছে এবং  সঠিক পরিমানে ভিটামিন E Sel এরও মিশ্রণ আছে।

🌺২. E-Sel এটা শুধু একটা ভিটামিন, ভিটামিন Eএখানে ১০০%ভিটামিন E এই ভিটামিনের সাথে অন্য কোনো ভিটামিন এ্যাড নেই।

🌺৩. ভিটামিন ADE-3 এখানে তিনটা ভিটামিনের সমন্বয় করা হয়েছে।

⏩ভিটামিন -A
⏩ভিটামিন-D
⏩ভিটামিন-E

এবার মিলিয়ে দেখেন মাসিক কোর্সের নামে আপনি প্রতিমাসে একই গ্রুপের ভিটামিন কয়বার ব্যবহার করলেন?

এবার আসেন E-Sel কিংবা ADE-3 এক লিটারে এক মিলি দেয়া কেনো যুক্তিযুক্ত নয়। কারন ADE-3  কিংবা E-Sel মিশ্রিত পানি কবুতরে স্বাভাবিক পানির মতো শরীরের চাহিদা অনুযায়ী খায়না , এক লিটারে এক মিলি দিলে পানি ঘোলাটে থাকে।

একজোড়া কবুতর যদি সকাল থেকে দুপর পর্যন্ত ন্যাচারাল পানি  ৫০ এমএল খায়। সেখানে ADE-3 কিংবা E-SEL মিশ্রিত পানি যদি এক লিটারে ১ মিলি দেয়া হয় তবে কবুতর সেই পানি খাবে ৫ থেকে ১০ মিলি।

আবার একই ভিটামিন যদি মিনিমাম ৪ থেকে ৫ লিটারে এক মিলি দেয়া হয়  তাহলে সেই পানি ৩০ থেকে ৪০ মিলি খাবে কারন  পানি ঘোলাটে বা ঘনত্ব কম থাকবে। একটা যকবুতর যদি ৫ দিনে ন্যাচারাল পানি খায় ৩০০ মিলি,সেখানে অতিমাত্রায় ভিটামিন মিশ্রিত পানি খাবে মাত্র ৪০ থেকে ৫০ মিলি তাও শুধু জীবন বাচানোর জন্য। এবার মিলিয়ে দেখেন আপনার ৫ দিনের কোর্সে আপনার কবুতরের শরীরে ২৫০ এমএল পানি শুন্যতা কিভাবে দেখা দেয়। আর এই পানি শুন্যতার কারনে একটা কার্যকরী ভিটামিন কিভাবে অকার্যকরী হয়।

আপনি যদি চান তো নিজেই পরিক্ষা মুলক ভাবে ট্রাই করে দেখতে পাড়েন।

যেমন প্রথমদিনকার এক লিটারে ১ মিলি দিয়ে প্রতিটা পানির পাত্রে সিরিন্জ দিয়ে পানি মেপে দিবেন এবং একটা কাগজে নোট করে রাখবেন  কোন বাটিতে কতো এম এল পানি দিলেন। বিকালে পানি ফেলে দেয়ার আগে আবার একি নিয়মে মেপে দেখবেন। তাহলে নিজেই বুজতে পারবেন এক লিটারে ১ মিলি মিশ্রিত পানি কবুতরে কতটুক  কত এমএল খেলো।পরেরদিন ৪ কিংবা ৫ লিটারে ১ মিলি মিশ্রিত পানি দিবেন এবং একি নিয়ম মেপে দেখবেন।রেজাল্ট আপনি নিজেই পাবেন।

মনে রাখবেন যতো প্রয়োজনীয় ভিটামিন হোক, কোনো ভাবেই কবুতরের শরীরের চাহিদার চেয়ে পানি কম খেতে বাধ্য হয় এমন ভাবে ব্যবহার করা ঠিক নয়।দরকার হলে ৩ দিনের কোর্স ৬ দিনে শেষ করবেন।এবং মাসিক কোর্সের পরিবর্তে প্রতি মাসে একটা ভিটামিন ব্যবহার করবেন।সেখেত্রে লক্ষ্য রাখার বিষয় হলো প্রতি মাসে যেন একি গ্রুপের ভিটামিন ব্যবহার না হয়। আরো একটা কথা আপনি যদি মনে করেন আপনার কবুতরের শারীরিক ফিটনেস ভালো আছে রেগুলার ডিম বাচ্চা করতেছে।তাহলে আপনি প্রতি মাসের শুরুতে যেকোনো একটা ভিটামিন ব্যবহার করতে পারেন।পরের মাসে অবশ্যই আগের মাসের ব্যবহারিত ভিটামিন বন্ধ থাকবে।শুধু ভিটামিন খাওয়ালেই সেই ভিটামিন কবুতরের শরীরে কার্যকরী হয়না। সঠিক সময়ে সঠিক নিয়মে ব্যবহার দরকার।

অনুরোধ রইলো এই পোস্ট আমার অনুমতি ছাড়া কেহ কোনো গ্রুপে কিংবা নিজ আইডি থেকে পোস্ট করবেন না।

শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে  আমার সকল প্রিয় ভাইদেরকে।

বিঃদ্রঃ মাসিক কোর্স হিসেবে আপনি যে ঔষুধ গুলো ব্যবহার করছেন সেগুলোর মুল উপাদান গুলো দেখে সঠিক এবং পরিমিত মাত্রায় ঔষুধ ব্যবহারের জন্য পরামর্শ রইলো।         
আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ
ধন্যবাদান্তে
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
#pigeon #কবুতর #feralrockdove
 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ