Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

কবুতর পালনে নতুন পালকে উৎসাহ প্রদান এবং কবুতর ক্রয় বিক্রয় ক্ষেত্রে আপনার করনীয়।


আসুন, বেকার না বসে থেকে, বৃহৎ অট্টালিকা গড়বার স্বপ্ন স্থগিত রেখে, ছোট খাট কাজ তথা কম বেশি কিছু কবুতর বাড়িতেই তুলতে থাকি বা পালন করতে থাকি। পরেরটা পরেই দেখব, চলমানটা এগুতে থাকি। কবুতরটা এমন নয় যে, ব্যবসা ক্লোজ করে দিতে হলে, হাজার হাজার বা লাখ লাখ টাকার ক্ষতি হবে। কিছু অঞ্চলের মানুষকে দেখেছি এক জোড়া কবুতর পালন শুরু করতেই দেড় থেকে দুই বছর সময় লাগে তার চতুর্দিকের গোছগাছ করতে❗

আমার ব্যক্তিগত তামত, প্রতিটা এলাকার সকল কবুতর পালকের একটিভিটি বাড়ানো জরুরী। সবার একটিভিটি বাড়লে, এলাকাতেই কেনাবেচা বাড়বে। সো নতুন নতুন পালক সৃষ্টি হবে।

♓ কবুতর পালকের আগ্রহ বাড়াতে যা করণীয়ঃ
⏩১. বড় বড় বাজার তথা ঢাকা বা খুলনা সহ পপুলার বাজারের সাথে সবার একটা লিংকআপ দিতে হবে৷
উপকারঃ তখন পালকের কবুতরগুলি সহজে বিক্রি করতে পারবে। বিক্রির সহজ ব্যবস্থা পেলে, তখনই উদ্যোক্তা কাজে উদ্যমি হয়।
⏩২. ফেসবুকে কবুতর সেলবাজারে সবাইকে সচল করা।
⏩⏩ক. প্রতিটা পালককে কবুতরের আইডির ব্যক্তিকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো। যার যত কবুতর পালক ফ্রেন্ড থাকবে, সে ততই তার বিক্রি করার কবুতরগুলি সবার সামনে দেখাতে পারবে। বিপরীতে উক্ত ফ্রেন্ডদের বিক্রয়ের কবুতরগুলি দেখতেও পারবে।
⏩⏩খ. এখানে কবুতর পালকদের কোন এ্যাড, বিশেষ করে কবুতর বিষয়ক এ্যাড পেলে, লাইক ও কমেন্ট অনিবার্য কাজ। এতে করে যাকে লাইক বা কমেন্ট করা হল, তিনিও আপনাকে লাইক কমেন্ট নিশ্চয়ই করবেন। ফলে আপনার নিজের এ্যাডটি সবারই টাইম লাইনে দৌড়াতে থাকবে। এরই নাম প্রচারেই প্রসার।
⏩⏩গ. কবুতর বিষয়ক বিভিন্ন গ্রুপের সাথে সবাইকে এ্যাড করাতে হবে। এতে করে কবুতর বাজারগুলির সাথে পালকদের সম্পৃক্ততা বাড়বে।
⏩⏩ঘ. নেট চালনায় বিশেষ কিছু সিম আছে, যেগুলিতে খরচ কম, যেমন Skitto সিম, 100 টাকায় ৩ জিবি ১ মাস, সব সময়। অর্থাৎ ফ্রি ম্যাসেঞ্জারের আশা নয়। মাসে ১/২ শ টাকা কোন বিষয়ই নয়।

⏩৩. বাজার রেটে কবুতর কেনা চেষ্টা করা। সারা দেশের বাজারতো আপনার হাতেই, আপনি আপনার আঞ্চলিক বাজারের কথা বলবেন কেন? আপনার আঞ্চলিক বাজারের দরে, ঢাকা - খুলনা- চট্টগ্রাম -রাজশাহীর বিক্রেতা তার কবুতর সেল দিবে না। ফলে আপনার প্রয়েজনীয় কবুতরটি ক্রয়ও করতে পারবেন না।
অতএব আপনি ব্যবসায়িক পলিসি গ্রহন করুন। আঞ্চলিকতা এখানে পরিহার করুন। নিজের এলাকায় দামী জিনিস না কিনলেও বাইরের এলাকাতো কিনবে? সমস্যা কি আপনার? একটা সময় আপনার নিজের এলাকাতেও দামি কবুতর কিনবে৷ আপনি কিনছেন না এখন? কারণ সবাই প্রকৃত কবুতর বেচা বাজারটা যখন চিনে ফেলবে তখন সবাই যথা দামে কবুতর কিনবে।
⏩৪. মোবাইলে কবুতর ক্রয় করতে গেলে, বিক্রেতাকে পরিচয়টা আগে নিশ্চিত হওয়া। অতপর তাকে সম্পূর্ণ টাকা অনুযায়ী বিকাশে কমবেশি অগ্রীম দিতেই হবে। এখানে কোন বার্গেইনিং নয়। এখানে উচিত আপনি যখন নিশ্চিত হলেন, বিক্রেতাকে আপনাকে সঠিক আছে, তখন সম্পূর্ণ টাকা বিকাশে দিয়ে দেয়া। এখানে বিকাশ খরচটি দিতে নিশ্চয়ই ভুলবেন না।
কারণ গাড়িতে কবুতর তুলবার সময়, আপনার বিকাশে টাকা পাঠানোর মত সময় অপেক্ষা করা গাড়ির সুপার ভাইজারদের সময় হয় না। আপনি কখন টাকা পে করবেন, আর তখন বিক্রেতা গাড়ির সুপারভাইজারকে কবুতর হ্যান্ডওভার করবে, এমন সময় গাড়ি ওয়ালারা কবুতর বিক্রেতাকে দেয় না। অতএব টাকাটা আগেই বিকাশে প্রদান করুন।
⏩৫. কবুতর ক্রয় করলেই ১০০% মার্কিং এর করতে হবে। এ ধারণা পরিহার করুন। কারণ ১০০% মার্কিং কবুতর স্বভাবতই হয় না। এটি কারো হাতে গড়া না। আর যেটি সুন্দর হয়, সেটি বিক্রেতা তার নিজের জন্যই রেখে দেয়। অতএব প্রথমে কম বেশি সমঝোতা করে, সংগ্রহ করুন। অতপর নিজের বেবী থেকেই সুন্দর মার্কিং এর বেবীগুলি নিজের জন্য রেখে দিন। এতে করে আপনি কবুতর সংগ্রহ করতে পারবেন। নতুবা আপনাকে সবার দ্বারে দ্বারে দৌড়াতে হবে। একটা সময় লোকে আপনার প্রতি বিরক্ত হবে, ফলে আপনি সম্মানহানিকরে পড়ে যাবেন। কবুতরও সংগ্রহ করতে পারবেন না।
⏩৬. যার সাথে কবুতর ক্রয় বা বিক্রয়ে সম্মত হবেন তথা লেনদেনে সিদ্ধান্ত নিয়েছেন। তার সাথে অবশ্যই ওয়াদা মত লেনদেন করবেন। কাউকে কথা দিয়ে, অন্য যায়গায় সুবিধা পেয়ে, পূর্ব ওয়াদার বর খেলাপ করবেন না। এতে করে আপনাকে ঐ বিক্রেতা আর আপনার কাছে কবুতর সেল দিতে বা ক্রয় করতে চাইবে না।
⏩৭. আপনার কাছের কবুতরগুলিই শ্রেষ্ঠ, পাশের ওমুকের তেমন ভাল কবুতর নাই, এমন মন-মানসিকতা ত্যাগ করুন। এতে করে, ওমুকের সাথে যাদের রিলেশন ভাল, তারা আপনাকে ভাল চোখে দেখবে না। আর ওমুক যদি জেনে যায়, আপনি তার কবুতরকে ভাল বলেননি, সেতো আপনাকে একহাত নিবে সুযোগে। অতএব পরশ্রীকাতর না হই।
⏩৮. আপনি কারো টাকা মেরে দিচ্ছেন না সত্য। কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে কিছু ক্রয়ে, হিসাবি হবেন তবে চরম হিসাবি হবেন না। তাহলে পকেটের টাকাটি না বের করতে, আপনি অনেক ছল চাতুরীর আশ্রয় নিবেন।
যেমন-
⏩⏩ক) কবুতরটি এখন নিবনা বলি পরে নিব,
⏩⏩খ) টাকাটা খরচ করে ফেলেছি পরে নিব,
⏩⏩গ) ওর একটু মিসিং আছে নিলে আমার লস,
⏩⏩ঘ) দেখি কাউকে দেখিয়ে সিউর হই ভাল কিনা,
⏩⏩ঙ) বিক্রেতার নাম্বার ধরবেন না, ⏩⏩চ) কল দিয়ে না নেয়ার তথ্যটি জানাবেন না,
⏩ছ) বিক্রেতাকে অগ্রিম করতে নানান অজুহাত খুজবেন, পিছে টাকা দিয়ে ধরা থাকার ভয়ে, যাতে করে সহজে কবুতর না নিয়ে সরে পড়তে পারেন,
এমন নানান ফন্দি করবেন, কবুতর না নেয়ার জন্য।
এতে করে আপনি কবুতর ক্রয় করতে বাধা প্রাপ্ত হবেন।
এ জাতীয় নানান পজিটিভমূলক কাজ ফেচবুকে বা আঞ্চলিক ফিল্ডে কাজশুরু করলে সেল ভাল হবে। সেল ভাল হলে, কবুতর পালকরা ১০০% কবুতর পালনে আগ্রহি হবে।

আর্টিকেল টি লিখেছেন  RRm Pigeon

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
#pigeon #কবুতর #feralrockdove
 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ