💢 কবুতরের দামের তারতম্যঃ
[দাম তথা মার্কিং রিলেশন। এ যে পথের প্যাঁচালী! প্যাঁচালের নেইতো সিমাবদ্ধতা।
তবে ব্যাসিক হল, যেমন কবুতর বা যেমন তার চাহিদা, তেমনই তার দাম। কবুতরের দামের পার্থক্য, মূলত ক্রেতা ও বিক্রেতার ডিমান্ডের উপর নির্ভর করে।]
☝ এই ধরুন একই জিনিস, বলতে হয় ১৯ বা ২০ পার্থক্য। এক জন সেল দিচ্ছে ২০০০ টাকা, অন্যজন সেল দিচ্ছে ৪০০০ টাকা। একজন কিনছে ১২০০০ হাজার টাকায়, অন্যজন কিনছে ৭০০০ টাকায় এমন। এ ধরনের নানান তথ্য বা মত।
অতএব রিলেটিভের থেকে জেনে শুনে ক্রয় করা ভাল। তবে এ ক্ষেত্রে সাধারণ কবুতর পালকদের মাঝ থেকে কম বেশি কাউকে গুরু মানা উচিত 😁। তখন সেখান থেকে কিছু পরিবেশ পরিস্থিতিগত হেল্প আসে।
🙏 অন্যদিকে নিজে বেশি বুঝা ভাল নয়। সে ক্ষেত্রে তাকে চরম মাসুল দিতে হতে পারে।
অনেককে দেখি,
আমার কাছে এসে দাম জিজ্ঞাসা করেন। এটা ওটা জানতে চায়, এটা ওটা দেখায়, আমাকে খুব প্রসংশা করে, আমাকে যেন গুরুও মানে 🙄। কিন্তু আমার থেকে তিনি কখনো কবুতর কিনেন না।
আমি যেন কেবলই তার পরামর্শ দাতা। আসলে এটা কি হয়? মানে রাখা জরুরী কারো থেকে যদি পেতে হয়, আগে থেকে তাকে কিছু দিতে হয়। আর শুধু মিষ্টি কথাতেই কেবল চিড়া ভিজে না। সেখোনে কিছু পানি ও লবন দিতে হয়।
আসলে মানুষ কিন্তু স্বার্থের ক্ষেত্রে অনেক সময় অনেকখানি নির্বোধ থাকে। যেমন ধরুন, আমি মনে হয় একটু উপকার করে কিছু স্মরণ করিয়ে দিলাম? দুঃখিত বন্ধুরা, এটি কিন্তু আমি একটি নমুনা বা ক্যাটালগ দেখালাম। আমার ক্ষেতেই যে এমনটি হয়, তা কিন্তু বলছি না?
না, আমি যা বললাম, ব্যাসিকের কথা বললাম। আপনাকে যে সময় দিবে। তাকে আপনি তার সময়েরও কিছু মূল্য দিবেন। নতুবা আপনি সময় পাবেন না কারো থেকে?
☝ যাক পূর্ব কথায় আসি, ক'দিন পর হুট করে নক দেয়। ভাই আমার সব শেষ! কি সমস্যা? পাতলা ও চুনা সমস্যা!
ঐ যে বেশি বুঝেন?
যাক ট্রিটমেন্ট দেই, আলহামদুলিল্লাহ হয়তো ঠিকও হয়ে যায়। অতপর জানায়ও না! এটিও একটি নমুনার শ্বেত পত্র।
☝ আবার বলেন, ওমুকের থেকে নিয়েছিলাম, এখন ডিমই দেয় না। আবার পশম তুলে ফ্রেশ করে দিয়েছিল, এখন কবুতর যে ফাটা?
আবার কেউ, ২০০০ টাকার কালো সিরাজি বেবী ৫০০০ টাকায় কিনে বলে লাহরী কিনেছি। তখন, আমার থাকা (সিরাজীর) পিকটি দেখিয়ে বলি, এই লাহরীটা কেমন? বলে, লেজটা একটু ছড়ানো! আরে ভাই লেজটাতো গুছিয়ে সে দাড়াতেই পারে, পারে না? তখন আপনার লাহরী আর আমার লাহরীর পার্থক্য হবে কত টুকু ? বলে তা অবশ্য পার্থক্য হবে না। তো বুঝলেন? তিনি সিরাজি কিনলেন, লাহরীর দামে! ঐ যে, তিনি খুব চিনেন যে? অথচ আমার কাছের কবুতর তার পছন্দ হয় নাই। এটিও যে একটি ক্যাটালগ!
👌 তো কবুতর পালনের নতুন বন্ধুরা, কবুতর কালেক্টে আমরা হাই ডিমান্ড করবো না। নিখুঁত কবুতর ছাড়া কালেক্ট করবো না, এমন নীতিগত সিদ্ধান্ত নয়। কারোর ফার্মের মাস্টার পেয়ারকে ডিমান্ড করে বসবো না।
কবুতরে খুঁত থাকতেই পারে, কারণ এটি আল্লাহর সৃষ্টি, হাতে সৃষ্টি নয় যে আমার পছন্দ সই হবে। দেখতে দেখতে, শিখতে শিখতে অনেক কিছুই শেখা যাবে। তবে প্রথম ক্রয়েই আপনি বেস্টটি ক্রয় করে ফেলবেন, এমনটি ভাবা কোন প্রকারই বাস্তব সম্মত নয়৷ কারণ বেস্ট পিসটি স্বভাবতই, ব্রিডার তার নিজের জন্যই রেখে দেয়। এ জাতীয় সেন্চ আপনাকে পরিত্যাগ করতে হবে। নতুবা আপনাকে হতাশায়, কবুতর জগত থেকে বিদায় নিতেও হতে পারে। কারণ শখের জিনিষ, এর ভেতরে রহস্যের কোন শেষ নাই। সকল রহস্য, ফাস্টলি আপনি পাবেন কিভাবে।
কি যে কষ্ট, জীবন নষ্ট!
জিততে হলে, হারতে হবে। জানতে হলে, মানতে হবে। শিখতে হলে, জামায় যদি দাগই লাগে......😁, তবে সে দাগই ভাল.................. 💜
অতএব, প্রতিটা ক্ষেত্রে ছাড় দিন, ইনশাআল্লাহ সফল হবেন।
Writer:-
Badrul Alom
RRm Pigeon loft Norail
Admin:-Fantail Pigeon Association Of Bangladesh
Basabo, Dhaka, Bangladeshআপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
*******Thank You *******
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue