Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

কবুতর পালনে কার পরামর্শ গ্রহন করা জরুরী।


অনলাইন এমন একটা ব্যাবস্থা  এখানে কে ভালো আর কে মন্দ কে অভিজ্ঞ আর কে অনভিজ্ঞ বোঝো  মুশকিল এখানে চাটুকার ও মিষ্টিভাসি মানুষের কদর একটু বেশী কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই অতি সহজে নিজেকে জনপ্রিয় করার একটা সহজ উপায় একটা গ্রুপ করে প্রতিদিন কিছু বানি দিলেই অতি সহজেই জনপ্রিয় মানুষ হওয়া সম্ভব সেই বানি কতটা অভিজ্ঞতা সম্বলিত বা কারো কাছ থেকে ধারকরা কিংব অন্যের পোস্ট থেকে নকল করা এগুলি বিবেচ্য বিষয় নয়। উপস্থাপন ভালো হলেই, মারহাবা , বিশেষকরে যদি চিকিৎসা বিষয়ক পোস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন উপকরণ দিয়ে একটা লম্বা তালিকা দেয়াযায় তাহলে তো কথাই নাই

মারহাবা মারহাবা, গুড পোস্ট, উপকারী পোস্ট,  কমেন্টের ছড়াছড়ি 

 আরে ভাই একবার খবর নিয়ে দেখেন  বাংলাদেশে কবুতর সেক্টরের অনেক পুরানা সফল ব্রিডার বা খামারি যারা আছে  তাদের সফলতার মুল কারন কি তারা কি তাদের খামারের কবুতরকে এইসব ফলমূল সাকসবজির ভিটামিন খাওয়ায় যদি না খাওয়ায়। 

তাহলে তাদের কবুতরের পোডাকশন ঠিক থাকে কিভাবে খামার গুলি কিভাবে দীর্ঘদিন সফলতার সাথে চলছে মনে রাখবেন একজন পুরানা ব্রিডার বা খামারি তাদের ক্রাক্টিক্যাল অভিজ্ঞতায় নিজের খামার পরিচালনা করেই তারা সফল অনলাইনে তাদের পদচারণা খুবী কম  একেকজন পুরানা সফল ব্রিডারকে একজন ভ্যাটেনারি ডাঃ মনে করতে পারেন। তাদের চিকিৎসা ৮০% সফল হবার সম্ভাবনা আছে এটা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল আমি চ্যালেঞ্জ করে বলতে পাড়ি যে সমস্থ কবুতর পালক সুধু অনলাইনে হেল্প পোস্ট  বা চিকিৎসা ও পরামর্শ নির্ভর হয়ে কবুতর পুষতে আগ্রহী তাদের ভবিষ্যৎ অন্ধকার ফেন্সি কবুতর পুষে সফলা পেতে হলে পুরানো  ব্রিডার কিংবা পুরানো অভিজ্ঞতা সম্পুর্ন খামারিকে অনুসরণ করাই বুদ্ধি মানের কাজ???

Writer:-                       Khandokar Asaduzzaman Kajol 

Senior Pigeon Breeder and Admin(Only Fancy Pigeon Club in Bangladesh)

 

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ