কবুতর পালন করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের রোগ দ্বারা আমাদের কবুতর গুলোকে আক্রান্ত হতে দেখি। এসব রোগ গুলো যেমন আলাদা আলাদা লক্ষণ প্রকাশ করে তেমনি প্রতিটি রোগের জন্য প্রয়োজন আলাদা আলাদা ঔষুধ। অপরদিকে কবুতরের বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলার জন্য আমরা বিভিন্ন ধরনের ঔষুধ প্রয়োগ করে থাকি। আমরা আজ আপনাদের সামনে এমন কিছু ঔষুধ এর নাম ও এর সঠিক পরিমাপ সম্পর্কে আলোচনা করবো যা বিভিন্ন সময়ে আমরা কবুতরের রোগ প্রতিরোধ বা প্রতিকারে ব্যবহার করে থাকি। চলুন তাহলে কিছু গুরুত্বপূর্ণ ঔষুধের নাম সম্পর্কে জেনে আসা যাক।
🌺🌺🌺কবুতরের ঔষধের নামের তালিকা।🌺🌺🌺
আপনাদের সুবিধার্থে নিম্নে সংক্ষেপে বিভিন্ন সময়ে ব্যবহারিত ওষুধের তালিকা দেয়া হলো। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ কবুতরকে আন্দাজে বা অপ্রয়োজনে কোন ওষুধ ব্যবহার করবেন না। আগে ভালোভাবে কবুতরের রোগ নির্ণয় করবেন এবং প্রকৃত ওষুধের ব্যবহার জেনে তবেই প্রয়োগ করবেন। নিজে না পারলে বিশেষজ্ঞ কারো সাহায্য নিবেন। আমরা শুধু আপনার জানার সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ ওষুধের নাম সংযোজন করেছি।
🌺ভিটামিনঃ-
AD3E
All eNzyme
APSA
B-Complex
Spain
Rena K
Thiavin
Cod Liver Oil
Vitamin C
Revital-7
E-sell
B Comvit
Becevit-Vet® Powder
Rena B+C
Biovit
Toxinil
🌺ক্যালসিয়ামঃ-
Calplex
Calted
Low Phos
Calcium Forte
Cal-P® Powder
Sancal P
🌺মাল্টিভিটামিনঃ-
Rena -WS
Maxi Grow-P
Allvit MA-Germany
Prithi Ws
B com vit
Thiavin
vitamins B1,B2,B6
Rena Cal P Suspension
DB-Vitamin® Powder
🌺এন্টিবায়োটিকঃ-
4 IN 1 Mix
Chemonid
Cipryl-solution
Cosumix Plus
Doxy-Oxy
Enrocin
Esb3 30%
New-Floxin Liq
Erazin vet
Respiron
Taylovet
Taylo Doxi
Taylo Doxi Plus
Doxivet
Cosumix Plus
Orasik K Suspension
Zimax Suspension
Erocot
Erosen
Flagyl syrup
🌺লিভার টনিকঃ-
Icturn
Liva Tone
Liva-Vit
🌺কৃমি নাশকঃ-
Avinex
Wormazole
Acimix 1%
Elcairs
Poulnex
🌺জীবানুনাশকঃ-
Civodex Vet
Timsen
🌺চোখের ড্রপঃ-
Gatison
Maxibac
Mactin D
🌺স্যালাইনঃ-
Electromin
ORS
Glucolite
Electrolyte
🌺বিভিন্ন টিকাঃ-
Chevivac-P200 Vaccine Colombovac PMV Vaccine Avian PMV vaccine
Nobilis Paramoxo Vaccine
🌺এছাড়াও আরও কিছু ঔষুধের নাম।
Lisovit / রোগ প্রতিরোধক হিসাবে ব্যবহৃত.
Riboson / পক্স ও অন্যান্য ক্ষত নিরাময়ে ব্যবহৃত.
বিঃদ্রঃ উপরুক্ত ঔষুধ গুলো শুধু মাত্র জানার জন্য একত্রে উল্লেখ করা হয়েছে সুতরাং কোন ভাবেই প্রকৃত ব্যবহার না যেনে কোন ঔষুধ ব্যবহার করবেন না।
আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
তথ্য সংগ্রহেঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
#pigeon #কবুতর #feralrockdove
*******Thank You *******
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
তথ্য সংগ্রহেঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
#pigeon #কবুতর #feralrockdove
*******Thank You *******
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue