অনেকে বিভিন্ন সময়ে ডিমের উর্বরতা এবং অনুর্বরতা নিয়ে প্রশ্ন করেন। কিভাবে উর্বর ডিম পাওয়া যায়, অনুর্বর ডিম কেন হয় ইত্যাদি ইত্যাদি। আজ তাদের জন্য এই আর্টিকেলটি। ভালো ডিম বা উর্বর ডিমের উপর একটি খামারের সফলতা এবং বিফলতা নির্ভর করে এ কারনেই ডিম নিয়ে একজন খামারিকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। একটি খামারের উর্বর ডিম উৎপাদন মানেই কাংখিত বাচ্চা উৎপাদন।আর বাচ্চার উৎপাদন ভালো হলে সফলতা সুনিশ্চিত। প্রতিটা খামার টিকে থাকার পেছনে এটিই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।একটি খামারে যত বেশি বাচ্চা উৎপাদন হবে ধরে নেয়া যায় সেই খামার থেকে কাংখিত আয় হবে এবং খামার সফলতার সাথে ঠিকে থাকবে। সুতরাং খামারের কাংখিত আয় এর সাথে বাচ্চা উৎপাদন জরিত তেমনি বাচ্চা উৎপাদনের সাথে উর্বর ডিম জরিত।কবুতর যদি উর্বর ডিম প্রদানে ব্যার্থ হয় তবে সেই খামার থেকে বাচ্চা উৎপাদনও সম্ভব নয়। আর বাচ্চা উৎপাদন না হলে খামারটি অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়। তাই আমরা আজ আলোচনা করবো কবুতরের ডিম নিয়ে। শুরুতে আমরা জানতে চেষ্টা করবো কবুতরের উর্বর এবং অনুর্বর ডিমের বৈশিষ্ট্য নিয়ে এবং শেষে থাকবে কিভাবে উর্বর ডিম উৎপাদন করা যায় এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা। চলুন তাহলে দেরি না করে মুল আলোচনায় আসা যাক।
কবুতরের উর্বর ডিমের বৈশিষ্ট্যঃ-
১/উর্বর ডিম আলোতে ধরলে ভেতরের জলীয় অংশ এবং কুসুম আলাদা আলাদা এবং সচ্ছ দেখাবে।
২/ ডিম একদম গোলাকার এবং লম্বাটে না হয়ে মাঝারো সাইজের ডিম্বাকৃতি হবে।
৩/ ডিম ৪/৫ দিন হ্যাচিং বা তাপ দেবার পর সেটি লাইটের আলোতে ধরলে ভেতরের রক্ত নালি স্পষ্ট দেখবে আমরা যেটাকে বলি ডিম জমা।
৪/ ডিমের খোসা মোটা এবং মসৃণ হবে।
কবুতরের অনুর্বর ডিমের বৈশিষ্ট্যঃ-
১/ ডিম আলোতে ধরলে যদি তার মধ্যকার কুসুম এবং জলীয় অংশ ঘোলাটে দেখায় তবে ডিমটি অনুর্বর।
২/ বেশিরভাগ ক্ষেত্রে ডিমের আকার কিছুটা লম্বা বা ছোট হয়ে থাকে।
৩/ হ্যাচিং এর সময় এটি জমবে না।
৪/ সাধারণত ডিমের খোসা কিছুট পাতলা এবং অমসৃণ হবে। তবে কখনো কখনো ডিমের খোসা মসৃণ এবং মোটা হবার পরও ডিমটি অনুর্বর হতে পারে।
এখনে প্রশ্ন এসে যায় তাহলে ডিম কেন অনুর্বর হয়? চলুন তাহলে এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
কবুতর অনুর্বর ডিম পারার কারণঃ-
১/ মাদি এবং নরের সঠিক মিলন না হলে।
২/ মাদি না নর দুটির কোনটি শারীরিক ভাবে ফিট না হলে।
৩/ একাধারে ডিম বাচ্চা করানোর ফলে।
৪/ সুষম খাবারের অভাব হলে।
৫/কবুতরের শরীরে ক্যালসিয়াম,জিংক, ভিটামিন এর অনুপস্থিতি দেখা দিলে।
৬/ হটাৎ জায়গার পরিবর্তন হলে।
৭/ এছাড়াও আবহাওয়ার কারণে ডিমের উর্বরতাহ্রাস পেতে পারে।
খামারে অনুর্বর ডিম একটি ক্ষতির কারন হিসেবে বিবেচিত হয়ে থাকে। একারণে অনুর্বর ডিম যা কবুতর না দেয় সেকারণে কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
১/ নর মাদির মিলনের সময়ে বিরক্ত না করা অর্থাৎ নর মাদির মিলনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।
২/ সুষম খাবারের ব্যবস্থা করা।
৩/ খাঁচায় কবুতর পালন করলে কবুতরের সাইজ অনুযায়ী খাঁচার সাইজ বড় রাখা।
৪/যথাসময়ে কবুতরকে রেস্টর ব্যবস্থা করা।
৫/ কবুতরের শরীরে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের যাতে অভাব না হয় সেদিকে খেয়াল রাখা।
৬/অসুস্থ কবুতর সম্পূর্ণ সুস্থ না হলে ডিম বাচ্চা করানো থেকে বিরত থাকা।
৭/ রেস্ট এর সময়ে খাঁচায় আবদ্ধ না রেখে ফ্লাইং জোন এর ব্যবস্থা করা।
আশাকরি ডিমের উর্বরতা এবং অনুর্বরতা নিয়ে আর কোন প্রশ্ন নেই এবং পোস্ট টি সকলের উপকারে আসবে। এছাড়া ডিম নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্টে উল্লেখ করবেন ইনশাআল্লাহ উত্তর দিতে চেষ্টা করবো। পূর্ব আমরা কবুতরে উর্বর ডিম এবং অনুর্বর ডিম সনাক্তকরণের কিছু নিয়ম দেখিয়েছিলাম আশাবাদী সে পোস্ট টিও দেখে নিবেন। ইনশাআল্লাহ আমরা আগামী পোস্টে ডিমের ১-১৮ তম দিন পরর্যন্ত কোন দিন ডিম কোন অবস্থানে থাকে সেটি দেখাবো।
আপনি আরও পড়তে পারেন:
কবুতরের ঠান্ডা জনিত সমস্যা চিকিৎসায় প্রাকৃতিক উপাদানের ব্যবহার।
অসুস্থ কবুতরের চিকিৎসায় প্রতিকারের পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থাপনার গুরুত্ব এবং পরবর্তী পদক্ষেপ।
কবুতরের ব্রিডিং বিরতি বা রেষ্ট কেন দিবেন ? ব্রিডিং বিরতি বা রেষ্ট এর প্রয়োজনিয়তা।
আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন।
Group Admin
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼আল্লাহ্ হাফেজ 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
***Thank You For Visit Our Website***
#pigeon #infomation #pigeonhealth #pigeonfarming #pigeonloft #breedinformation #pigeonbreed #pigeonfood #naturaltreatment #treatment #reaching
2 মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম
উত্তরমুছুনকবুতর ছেড়ে পালন করলে কিভাবে রেস্ট দিব???
কবুতর ছেরে পালন করলে রেস্ট দেয়া একটু কঠিন কাজ, যদি আলাদা জায়গা থাকে তবে নর মাদি আলাদা আটকিয়ে রাখবেন, আর যদি সেটি না থাকে তবে, ৩ /৪ বার ডিম নেবার পর ডিম সরিয়ে প্লাস্টিকের ডিম দিয়ে বসিয়ে দিন।
মুছুনThanks for Commenting! please follow our blog and see update continue