Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

অসুস্থ কবুতরের লক্ষণীয় লক্ষণ সমূহ এবং আপনার করনীয় বিষয়।

কবুতরের অসুস্থতা হটাৎ করে আসে না, কখনো কখনো এই অসুস্থতার বীজ প্রজন্ম থেকে প্রজন্ম বহন করে। অসুস্থ কবুতরের সঠিক চিকিৎসার জন্য সঠিক সময়ে প্রকৃত রোগ নির্ণয় একটি জরুরী বিষয়। কেননা সঠিক সময়ে রোগ নির্ণয় সম্ভব না হলে কোন ভাবেই প্রকৃত চিকিৎসা দেয়া সম্ভব নয়। কবুতরের অসুস্থতার লক্ষণ বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় ৮০% তার পায়খানা দেখে নির্ণয় করা সম্ভব হয়। একটি বিষয় মেনে রাখা জরুরি কেননা বিষয়টি হয়ত আপনাকে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানে সহায়তা করবে।বিষয়টি হলো কবুতর যখন অসুস্থ হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে কিছুটা সময় দিবে তবে একটা বিষয় জানা খুব প্রয়োজন সেটি হলো কিছু কিছু ক্ষেত্রে কবুতর তার রোগ লুকিয়ে রাখতে পারে।এজন্য সঠিক ভাবে পর্যবেক্ষণ জরুরী। একদিনের অসুস্থতায় কবুতর মারা যায়না,একমাত্র হিটস্টক হলেই শুধু মাত্র কবুতর তাত্ক্ষণিক মারা যাবার সম্ভাবনা আছে। একজন নতুন পালকদের সবচেয় বড় সমস্যা হলো কবুতরের অসুস্থতার  লক্ষণ গুলো বোঝা এবং অনুভব করা। তাদের কাছে সহজ উপায় হলো অনলাইনে হেল্প পোস্ট দিয়ে সমাধান নেয়া। কিন্তুু কবুতর অসুস্থ হলো কিনা সেটা সঠিক সময়ে বোঝা খুবই জরুরী।অনলাইনে হেল্প পোস্ট দেবার পূর্বে সঠিকভাবে রোগের লক্ষণ গুলো বোঝা জরুরী। 

আজ আমরা জানবো কবুতর অসুস্থ হলে তার লক্ষণীয় আচরণ গুলো।

 ১/ কবুতর অসুস্থ হবার প্রথমদিনে কবুতর অন্যদিনের তুলনায় খাবার কম গ্রহণ করবে।

২/ দ্বিতীয় দিন প্রথমদিনের তুলনায় আরো কম খাবার গ্রহণ করবে।

৩/  তৃতীয় দিন পায়খানার সাথে হালকা সাদা পানি দেখা দিতে  পারে।

৪/ এভাবে অনেকের কাছেই  চতুর্থ দিনে পরিলক্ষিত হয় যে কবুতর অসুস্থ  হয়েছে।তখন কবুতর অনেকটা রোগপ্রতিরোধ ক্ষমতা হারিয়ে শারীরিক ভাবে দুর্বল হয়ে যায়।এবং অনেক সময় টাল হয়ে যায়।

এমন পরিস্থিতিতে হেল্প পোস্ট দিয়ে যখন চিকিৎসা শুরু করে,
ততক্ষনে অনেক দেরি হয়ে যায়,
এবং যে চিকিৎসা পরামর্শ দেয় তাকেও অনেকটা কথা শুনতে হয়।
এবং তার উপর আস্থাহীন হয়ে পড়েন। এবং বিভিন্ন জনের পরামর্শ নেয়া শুরু করেন।

তাই নতুন পালকদের পরামর্শ রইলো , সব সমাধান হেল্প পোস্ট দিয়ে সমাধান যোগ্য নয়।

কবুতর অসুস্থ হলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করা জরুরী। কারন কবুতর অসুস্থ হলে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিশ্চিত করতে পাড়লে মৃত্যুহার অনেক কমে যাবে।

কবুতরের সঠিক সময় রোগ নির্নয় করা এবং কবুতরের ন্যাচারাল আচরণ বোঝায় মনোযোগী হন।
ঠিক যতটা মনোযোগী হন হেল্প পোস্ট দিয়ে সমাধান নিতে।

আলোচনার অংশবিশেষ অভিঙ্গ কবুতর খামারি "খন্দকার আসাদুজ্জামান কাজল " ভাই এর পোস্ট থেকে সংযোজন করা হয়েছে।

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহেঃ- 
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
#pigeon #কবুতর #feralrockdove
 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ