Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

উজবেক ক্র্যাক টাম্বলার কবুতরের উৎপত্তি, বৈশিষ্ট্য এবং জাত পরিচিতি / Uzbek Crack Tumblers pigeon breed origin, information and appearance.

জাতের নামঃ- Uzbek Crack Tumblers.
উৎপত্তি স্থানঃ-Uzbekistan
জাতের ধরণঃ- Fancy / Flyer

উৎপত্তিগত বর্ণনাঃ- Uzbek Crack Tumblers গৃহপালিত কবুতরের একটি প্রজাতি, অনান্য জাতের কবুতরের মত এরাউ বন্য বা ফেরাল রক কবুতরের বংশধর। প্রজাতিটির প্রথম Uzbekistan (city of Bukhara) তে আমির দের কতৃক প্রজনন করা হয়। এটি Bukha এর আমির দের দ্বারা তাদের লফ্টে Persia থেকে আনা বিভিন্ন জাতের সাথে স্থানীয় Bukharin breeds এর সাথে ক্রস প্রজননের মাধ্যমে Double Crested এবং  Long Muffed এর এই দূরান্ত প্রজাতিটির প্রজনন ঘটায়। তিন শতাব্দীরও বেশি সময় ধরে, Samarkhand, Tashkent, Namangan, Fargona Valley, এবং Uzbekistan এর বিভিন্ন প্রজননকারী এই জাতের প্রজনন অব্যাহত রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এই জাতগুলির প্রজনন অনেক বছর ধরে বন্ধ ছিল। ১৯৬০ সালের শেষের দিকে, এই জাতগুলির আবার প্রজনন  দেখা শুরু হয়।  এবং ১৯৯০ সালে  Uzbek Crack Tumblers এর বেশ কয়েকটি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল।বর্তমানে  Uzbek Crack Tumblers রাশিয়ার এবং ইউরোপে খুব জনপ্রিয় জাতের একটি।

দৈহিক বর্ণনাঃ- প্রজাতিটি Uzbek Tumblers এর একটি প্রজাতি।তবে Uzbek Crack Tumblers এমন একটি প্রজনন যা একেবারে স্বাতন্ত্র্যসূচক, বৈশিষ্ট্যযুক্ত যা ঠোঁটের আকারের মত দেখায়।
এদের মধ্যে crests and muffs এবং রঙের উপস্থিতি থাকবে।  Russia তে এই জাতগুলিকে Uzbekistanian Crack Tumblers হিসাবে উল্লেখ করা হয়।

Uzbek Crack Tumblers জাতটি বিভিন্ন বর্ণ এবং চিহ্নের হয়ে থাকে  যেমনঃ-avlaki, gulsar, gulbadam, kara-portation, kara-novatty, mallya, novatty, kukcha, puyany, tasman, sochi, Udy, chinny, hakkya, chelkary, shiphodzzy ইত্যাদি।

উজবেকীয় ভাষায় রং গুলোর বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। নিচে বর্ণনা করা হয় যেমনঃ-

★Chelkar রং গুলোঃ -অল্প বয়সে এরা Ash Gray রংয়ের হয় এবং পরিণত হওয়ার সাথে সাথে তারা Spotted with black flecks কালার ধারন করে।

★Chiny রং গুলোঃ - যখন এরা তরুণ বয়সে পৌছায় তখন Red রংয়ের হয়।এবং যখন পরিনত বয়সে পৌছায় তখন Whiter হয়।

★Gulbadam রং গুলোঃ- - যখন এরা তরুণ বয়সে পৌছায় তখন Red বা Creamy  রং এবং যখন পরিনত বয়সে পৌছায় তখন অধিকাংশ ক্ষেত্রে White এর সাথে Red অথবা মাথা ও ঘাড়ে yellow spots হয়ে থাকে।

★Avlaki রং গুলোঃ- White ডানাযুক্ত  এবং white লেজ হবে সাথে  বিভিন্ন কালারের শরীরের পালক হবে।

★Sochi রং গুলোঃ-  এদের White রংয়ের মাথার সাথে বুকের রং হবে  Black। এবং  Muffs, Tail, এবং Wings হবে  Black Flecks।

★Udy রং গুলোঃ-  light gray হবে।

এদের Color, Locality, এবং  Physical appearanc অনুসারে উজবেকিস্তানের স্থানীয়রা প্রতিটি জাতকে আলাদা জাত অনুসারে চিহ্নিত করে। Uzbek Crack Tumblers প্রায় ৮০ টি বিভিন্ন বর্ণে পাওয়া যায়।

 Uzbek Crack Tumblers প্রজাতিটি দুর্দান্ত পারফর্মার যার মধ্যে উচ্চ উড়ন্ত এবং ডিগবাজি দেবার মত জাত রয়েছে। এদেকে Poygar নামেউ ডাকা হয়।
এছাড়াও এরা "Crack Tumbling " নামে পরিচিত যাদের উড়ন্ত দক্ষতা একটি অন্যতম বৈশিষ্ট্য।এরা উড়বার সময় সোজাভাবে দাঁড়িয়ে থেকে তাদের দুই পাখার মাধ্যমে ( হাত তালি দেবার মত) শব্দ তৈরির পাশাপাশি ডিগবাজি দিতে পারে এবং উল্লম্ব উপরে উঠতে শুরু করে। দূর থেকে এই উল্লম্ব কলামের ফ্লাইটগুলি ১০ মিটার উচ্চতায় পৌঁছতে পারে এবং উড়বার সময়ে কয়েকবার এটির পুনরাবৃত্তি ঘটায়।এদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ৮ ঘন্টা পর্যন্ত ফ্লাইং সম্ভব হয়েছে।উজবেকিস্তানে এই কবুতর গুলো অত্যন্ত মূল্যবান একটি প্রজনন। অতীতে উজবেকীয় নাগরিকরা এদের নিয়মিত ফ্লাইং অনুষ্ঠানের আয়োজন করতো। সাম্প্রতিক সময়ে অনেক ব্রিডার এই প্রজাতি টিকে শো হিসেবে উপস্থাপনের জন্য মনোনিবেশ করা শুরু করেছে।

সম্ভাব্য মূল্যঃ- সাধারণত এদেরকে ৮০০০ থেকে ১৫০০০ টাকা মূল্যে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। তবে এই মূল্য কম বেশি হতে পারে।

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
#pigeon #কবুতর #feralrockdove
#Uzbek_Crack_Tumblers
#pigeoninformation
 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ