Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

শমলন ট্রাম্পেটর কবুতরের উৎপত্তি, বৈশিষ্ট্য এবং জাত পরিচিতি /Schmolln Trumpeter pigeon origin, information and appearance.


জাতের নামঃ- Schmolln Trumpeter Pigeon

উৎপত্তি স্থানঃ- Germany

জাতের ধরণঃ- Fancy( Trumpeter, Ornamental )

উৎপত্তিগত বর্ণনাঃ- Schmolln Trumpeter গৃহপালিত ফেন্সি কবুতরে সুন্দর একটি প্রজনন।প্রজাতিটি Altenburg কবুতরের মত দৃঢ় ও শক্তিশালী হয়ে থাকে। ৷
মূলত এদের কণ্ঠের জন্য বংশবৃদ্ধি করা হয়ে থাকে। গৃহপালিত অনান্য কবুতরের মতো এরাও বন্য বা ফেরাল রক কবুতরের বংশধর।এটিকে সর্বপ্রথম Germany এর পূর্ব Thuringia এর শহর Schmolln তে প্রজনন করা হয়েছিল।তবে সঠিক উৎপত্তি সময় জানা যায়নি।Durigen,১৮৮৬ সালে একটি প্রতিবেদনে এদের কে  Altenburg Trumpeter সাথে তুলনা করেন। তবে ১৯২৩ সালের সংস্করণে বলা হয়েছে যে এটি দেখতে Altenburg এর মত।  এটি একটি ক্রস ব্রিড। যদিও এই ক্রসের সাথে সম্পৃক্ত জাতগুলি অনিশ্চিত তবে স্পষ্টতই এটি Old German Split-tail Trumpeter, ও Alten- burg Trumpeter এবং field pigeons এর অপরিকল্পিত ক্রস থেকে উদ্ভূত হয়েছিল।

Schmolln Trumpeter একটি ভাল এবং দুর্দান্ত প্রজাতি হিসাবে বলা হয়।  এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর drumming, যারা দৃঢ় , শক্তিশালী এবং জোরে, Altenburg কণ্ঠকে অতিক্রম করে। Schmolln Trumpeter কবুতরের মুল standard টি ১৯ জুন ১৯৪১ সালে অনুমোদিত হয়েছিল এবং ১৯৪৭ সালের মে মাসে এটি নিশ্চিত হয়। প্রজননটি United States এর বিরল প্রজাতির একটি।
দৈহিক বর্ণনাঃ- Schmolln Trumpeter কবুতরটি Altenburg এর মতো দৃঢ় ও মাঝারি আকারের একটি প্রজনন। এদেরকে মূলত এদের কণ্ঠের জন্য বংশবৃদ্ধি করা হয়ে থাকে।এরা এদের শরীরকে অনুভূমিক ভাবে বহন করে এবং এদের শরীর শক্ত এবং ঘন পালক দ্বারা আবৃত।
এদের সাধারণত  plain-headed এবং grouse-legged হয়ে থাকে।এছাড়াও এদের পায়ের আঙ্গুলগুলি পালক মুক্ত হবে। এরা সাধারণত ঝুটি বিহীন হয়ে থাকে। যদিও Durigen এর সময়ে এদের এই beak crest এর অনুমতি ছিল। এদের লেজটিতে ১৪ থেকে ১৮ টি পালক রয়েছে, এবং এটিকে একটি কেন্দ্রে বিভক্ত হয়ে দুটি ভাগে ভাগ করে যা পরিষ্কারভাবে দৃশ্যমান হতে হবে।
এরা বিভিন্ন কালারের হয়ে থাকে যেমনঃ- Blue barred এবং silver barred, isabel বা pea-yellow এবং সবচেয়ে প্রচলিত কালার হলো pale silver .
এছাড়াও Black, white, red, এবং yellow, checkered,mottled also occur .  ১৯৬৩ সালের জানুয়ারিতে একটি প্রদর্শনীতে blue barred, silver barred এবং barless ও lark কালার প্রদর্শন করা হয়েছিল। বর্ণহীন বর্ণে এদের চোখ pearl বা yellow কালারের সাথে বর্ণহীন হতে পারে।এবং চোখের পাতা পাতলা এবং লক্ষণীয় ভাবে পরিস্কার। একটি পূর্ণ বয়স্ক Schmolln Trumpeter এর ওজন ৩৯০ থেকে ৪২৫ গ্রাম হয়ে থাকে। এবং এদের গড় আয়ুকাল ৭ থেকে ১০ বছর।

সম্ভাব্য মূল্যঃ-আমাদের দেশে সাধারণত ১০০০০ থেকে ১৫০০০ টাকায় এদেরকে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। তবে ক্ষেত্রবিশেষ এই মূল্য কম বেশি হতে পারে।         

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

 *******Thank You *******
#pigeon #pigeon_information
#কবুতর #জাতপরিচিতি #Schmolln_Trumpeter_Pigeon
#TrumpeterPigeon

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ