Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

আল্টেনবার্গ ট্রাম্পেটর কবুতরের উৎপত্তি, বৈশিষ্ট্য এবং জাত পরিচিতি/ Altenburg trumpeter pigeon origin, information and appearance.

জাতের নামঃ- Altenburg Trumpeter


উৎপত্তি স্থানঃ- German

জাতের ধরণঃ- Fancy

উৎপত্তিগত বর্ণনাঃ- Altenburg Trumpeter হলো বহু বছরের বাছাই করা প্রজননের মাধ্যমে অভিনব কবুতরের একটি জাত।কবুতরের প্রজাতিটি গৃহপালিত ফেন্সি কবুতরে একটি প্রজনন। গৃহপালিত অনান্য কবুতরের মত এরাউ বন্য বা ফেরাল রক কবুতরের বংশধর। Trumpeter কবুতরের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে যা তাদের Vocal Cooing জন্য পরিচিত যা হাসি বা শিংগা বাজানোর অনুরূপ sounds  এই ক্ষমতা সহ জাতগুলি সম্মিলিতভাবে "ভয়েস" কবুতর হিসাবে পরিচিত। Arabian trumpeter পরে Altenburg Trumpeter সবচেয়ে জনপ্রিয় Trumpeter প্রজাতি। ১৮ শতকের গোড়ার দিকে থেকেই কবুতর পালকদের মাঝে পরিচিত হতে শুরু করে। German এর Altenburg এর আশেপাশের অঞ্চল Saxony এবং Thuringia এ এদের প্রথম প্রজনন করা হয়েছিল। এবং ১৯ শতকের দিকে এদের Altenburg Trumpeter নামকরণ করা হয়, এটি ছাড়াও এরা আরও কিছু নামে পরিচিত যেমনঃ- Tambour d’Altenbourg, Altenburger Trommeltaube, Tamburo in Altenburg, Альтенбургский барабанщик

Altenburg Trumpeter সমস্ত Trumpeter জাতের মধ্যে সবচেয়ে "trumpeting"( Vocal) জাত। Germany তে এদের Trumpeting(  প্রতিযোগিতা হয়ে থাকে ।  পুরুষ এবং মহিলা উভয়ই Trumpeting করতে পারে, তবে পুরুষ কবুতর টি সব থেকে বেশি করে থাকে।

দৈহিক বর্ণনাঃ- Altenburg Trumpeter স্বভাবতই সুন্দর স্বভাবের অধিকারী, এরা খুব ভালো পিতা বা মাতা যা তার বাচ্চাদের  খুব সহজেই প্রতিপালন করে এবং এটি স্বাধীন ভাবে উড়ার জন্য একটি আদর্শ জাত। এরা ছোট- মাঝারি আকারের একটি প্রজনন।  এরা বিভিন্ন রোগের ক্ষেত্রে খুব বেশি সংবেদনশীল নয়। প্রজাতিটি খুব উন্নত এবং বলিষ্ঠ প্রজাতি হিসাবে গণ্য করা হয়।এছাড়াও এরা তাদের চওড়ার তুলনায় বেশি লম্বা ভঙ্গিমা জন্য খ্যাত । এদের ঘাড় তুলনামূলক ভাবে দীর্ঘ ও প্রশস্ত।এরা বৃত্তাকার বক্ষের জন্যও পরিচিত। Altenburg Trumpeter কবুতরের মাঝারি দৈর্ঘ্যের চঞ্চল এবং Pearl কালারের চোখ থাকবে। জাতটি বিভিন্ন রঙের জাতগুলিতে স্বীকৃত যেমনঃ- Red,Yellow, Black,White , এবং Blue. কিছু প্রজাতি Monk Marked হয়ে থাকে, Monk Marked অর্থ এদের মাথায় সাদা ক্যাপ থাকবে। তবে প্রদর্শনীতে উপস্থাপনের ক্ষেত্রে যদিও এই রঙগুলি Clear এবং  Crisp হয়ে থাকে। এই রঙের ভিন্নতাগুলি অন্যান্য বর্ণের মধ্যে পার্থক্যের জন্ম দেয়,পার্থক্য গুলি যা চোখের সেরি এবং পাখার পালকগুলোর মতো বিষয়গুলিতে পৃথক প্রজাতির উপর বিচার করার জন্য এদের মানদণ্ডের মধ্যে অনুমোদিত।
European standardization inscribed in the EE-List of the breeds of fancy pigeons (ELFP)
অনুযায়ী Fancy pigeons of the European Association of Poultry, Pigeon, Cage Bird, Rabbit and Cavy Breeders শাখায় অন্তর্ভুক্ত করা হয়। এদের নিবন্ধন নম্বর ৫১৩।


সম্ভাব্য মূল্যঃ-   Altenburg Trumpeter সাধারণত ৮০০০ থেকে ১২০০০ টাকায় ক্রয় বিক্রয় হয়ে থাক। তবে ক্ষেত্র বিশেষ এই মূল্য কম বেশি হতে পারে।     

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

 *******Thank You *******
#pigeoninformation
#AltenburgTrumpeter
#trumpeter 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ