জাতের নামঃ- German Forktail Trumpeter
উৎপত্তি স্থানঃ German( Saxony,Thuringia)
জাতের ধরণঃ- Fancy ( Flyer,Ornamental) Trumpeter.
উৎপত্তিগত বর্ণনাঃ-German Forktail Trumpeter গৃহপালিত ফেন্সি কবুতরে একটি প্রজনন। ১৭ দশকের শেষ সময় টাতে এদেরকে Germany এর Saxony এবং Thuringia শহরে প্রজনন করা হয়েছিল।এটি একটি ক্রস ব্রিডের প্রজাতি। যেটিকে german trumpeter এর সাথে বিভিন্ন trumpeter races এর ক্রস ব্রিডং এর মাধ্যমে প্রজনন করা হয়েছিল। প্রজনন এর প্রথম সময়টাতে এদেরকে উড়ানোর দক্ষতা থাকার জন্য প্রজনন করা হলেউ বর্তমান সময়ে এটি শুধু প্রদর্শনী এর উদ্দেশ্যে প্রজনন করা হয়।
German Forktail Trumpeter ছাড়াও এরা আরও কিছু নামে পরিচিত যেমনঃ- Tambour Allemand à Queue Fourche, Deutsche Gabelschwanz Trommeltaube, Tamburo Tedesco a Coda Forcuta, Вилохвостый немецкий барабанщик,।
এছাড়াও European standardization inscribed in the EE-List of the breeds of fancy pigeons (ELFP) কতৃক Fancy pigeons of the European Association of Poultry, Pigeon, Cage Bird, Rabbit and Cavy Breeders তে ৫০৯ নং প্রজাতি হিসেবে নিবন্ধন করা হয়।
দৈহিক বর্ণনাঃ- German Forktail Trumpeter আকারে বড়,দেহর অবস্থান সম্পূর্ণরূপে অনুভূমিক, চর্বিযুক্ত, শক্ত এবং লম্বা, এবং শরীরে ঘন পালক দ্বারা আবৃত। এদের মাথায় উপর পৃষ্ঠে যুগল ঝুটি হয়ে থাকে। এবং এদের পা পুরু এবং দীর্ঘ পালক দ্বারা আবৃত থাকে।তবে প্রধান বৈশিষ্ট্যটি হলো কাঁটালেজ(forktail)।German Forktail Trumpeter কবুতরের জাতটি তাদের লেজের আকার ব্যতীত German Double-crested কবুতরের সাথে খুব মিল রয়েছে। এবং বাস্তবিকপক্ষে এদের স্বভাবগত দিক দিয়েউ খুব মিল রয়েছে।
German Forktail Trumpeter কবুতরের পালকের রঙগুলি বেশ বৈচিত্র্যময় যেমনঃ- White
, Black , Bluish বা Gary, বা বিভিন্ন রঙের সংমিশ্রণ হয়ে থাকে।এদের গড় ওজন ৪৫০ থেকে ৫২৫ গ্রাম হয়ে থাকে । এছাড়াও এদের ফুট-রিংয়ের আকার ১২ এম.এম.।এবং এদের গড় আয়ুকাল ৭ থেকে ১০ বছর।
সম্ভাব্য মূল্যঃ- আমাদের দেশে সাধারণত ১৫০০০ থেকে ২০০০০ টাকায় German Forktail Trumpeter পাওয়া যায়। তবে ক্ষেত্র বিশেষ এই মূল্য কম বেশি হতে পারে।
আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
*******Thank You *******
#pigeon #pigeon_information
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue