জাতের নামঃ- German Beak Crested Trumpeters
উৎপত্তি স্থানঃ- Germany
জাতের ধরণঃ-Fancy( Trumpeter,show)
উৎপত্তিগত বর্ণনাঃ-German Beak Crested Trumpeter কবুতরটি গৃহপালিত ফেন্সি কবুতরে একটি আধুনিক এবং সুন্দর প্রজনন।এটি ১৯০০ দশকের গোড়ার দিকে Thuringia এবং Saxon অঞ্চলে (both in Germany), Color Pigeon races এর সাথে Double-crested Trumpeter এর মধ্যে ক্রসিং ব্রিডিং এর মাধ্যমে প্রজনন করা হয়েছিল। German Beak Crested Trumpeter ছাড়াও এদের আরও কিছু নাম রয়েছে যেমনঃ- Tambour Allemand à Simple Visière, Deutsche Schnabelkuppige Trommeltaube, Tamburo Tedesco a Ciuffo Nasale, Носочубый немецкий барабанщик ইত্যাদি।
এরা Trumpeters গোত্রের অন্তর্ভুক্ত হলেউ এরা অনেক সুন্দর ফ্লাই করতে সক্ষম। কিন্তু এদেরকে শুধু মাত্র প্রদর্শনী এর উদ্দেশ্যে প্রজনন করা হয়।
Section for Fancy pigeons of the European Association of Poultry, Pigeon, Cage Bird, Rabbit and Cavy Breeders কতৃক এদেরকে European standardization inscribed in the EE-List of the breeds of fancy pigeons (ELFP) তে নিবন্ধন করা হয়। যার নিবন্ধন নম্বর হলো- ৫০৩.
দৈহিক বর্ণনাঃ- German Beak Crested Trumpeter কবুতর এর দেহ দৃঢ়তার সাথে দেহে অনুভূমিক আন্ডারলাইন সহ গঠিত। এদের ঝুঁটি খুব ভালভাবে গঠিত এবং উন্নত।এছাড়াও এদের যথেষ্ট অভিজাত চলাচলের এবং স্বতন্ত্র উরুর পালকের সংঙ্গে পায়ের পালকগুলি খুব উন্নত হয়ে থাকে।এদের ঘাড়টি সামান্য লম্বা, সূক্ষ্ম যা এদের স্বতন্ত্র গলার সাথে সুন্দর মানিয়েছে। এদের মাথা ডিম্বাকৃতি আকারের,এবং সমৃদ্ধ পালকের পেছনে ঝুঁটি হয়ে থাকে যা German Double crested Trumpeter তুলনায় কিছুটা সূক্ষ্ম, কোনও 'breaks' বা দুর্বলতা না থাকলে ঝুটির বৃহত্তর অংশটি Beak-Cere কাঠামোর সাথে ভালভাবে আচ্ছাদন করে তবে এটি অবশ্যই Birds vision ছেড়ে চলে যেতে পারে যা সম্পূর্ণরূপে অপ্রতিহত।
German Beak Crested Trumpeters এর চোখ dark Orange হয়ে থাকে সাথে Red এবং Duns এর সাথে হালকা রঙের Iris কালারের অনুমতি দেওয়া হয়েছে।Eye-Cere হবে নিখুঁত এবং Pale to dark (এটি নির্ভর করবে কবুতরের কালারের উপর)। সাথে Whites এবং Erbsgelbe (Cream)(literaly 'Pea-Yellow), Dark colour(Bull-Eyed), Pieds এর ক্ষেত্রে এদের মাথার কালারের উপর নির্ভর করবে। যদি Dark বা Orange কালার হয় তবে মাথা এবং চোখ একই কালারের হবে।
এদের ঠোঁটের আকার হবে মাঝারি দৈর্ঘ্যের এবং light/White কালার কবুতরের ক্ষেত্রে ঠোঁটের কালার হবে Pale,। Dilutes এবং Chequers কালারের কবুতরের ক্ষেত্রে ঠোঁটের কালার হবে Horn,।
এবং Dark কালারের কবুতরের ক্ষেত্রে ঠোঁটের কালার হবে Dark to Black,।এছাড়াও Reds কালারের কবুতরের ক্ষেত্রে shaded কালার গুলো স্বীকৃত।এদের ঘাড় বুক থেকে পূর্ণ এবং ভাল বাহিত, পাতলা এবং GDCTrumpeter চেয়ে দীর্ঘ, গলা ভাল সংজ্ঞায়িত। বুক প্রশস্ত, গভীর, এবং ভাল সম্মুখের প্রবাহিত।এদের পেছন সাইট হবে প্রশস্ত এবং দীর্ঘ, ও কিছুটা ঢালু।
German Beak Crested Trumpeters কবুতরের পাখনা হবে প্রশস্ত এবং শক্তিশালী, পেছনে ভালোভাবে আবদ্ধ অবস্থায় থাকাবে কিন্তু পাকাটি লেজের শেষ প্রান্তে পৌঁছাবে না।অপরদিকে এদের লেজের পালক দীর্ঘ ও প্রশস্ত হবে।পা গুলো হবে সংক্ষিপ্ত,এবং সংঙ্গে দীর্ঘ ও ঘন Muffs যুক্ত আঁটসাঁট পালকের। মাফগুলি এমন ভাবে গঠন হবে যা পাশের দিকে একটি কার্ভিং সুইপ দিয়ে উরুতে গিয়ে মিলবে। এবং এদের পালকগুলো সমৃদ্ধশালী, বিস্তৃত, মসৃণ এবং কোন বিছিন্নতা ছাড়াই গঠিত হবে।
এরা বিভিন্ন কালারের হয়ে থাকে যেমনঃ-White,Black,Red, Yellow, Blue with or without Black Bars. Blue Chequer.এই কালার গুলো ছাড়াও,
Dilute Blue, Mealy, Cream,
Pea-Yellow,Mealy Chequer, Cream Chequer,Tiger, Pied in, White Bar, Chequer in Black,Dilute Blue, ইত্যাদি কালারেরও হয়ে থাকে।
সম্ভাব্য মূল্যঃ-আমাদের দেশে সাধারণত ৫০০০ থেকে ১০০০০ টাকার মধ্যে এদেরকে ক্রয় বিক্রয় হয়ে থাকে। তবে ক্ষেত্র বিশেষ এদের মূল্য কম বেশি হতে পারে।
আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
*******Thank You *******
#pigeon #pigeon_information
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue