Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

উজবেক টাম্বলার কবুতরের উৎপত্তি, বৈশিষ্ট্য ও জাত পরিচিতি | Uzbek Tumblers Pigeon Origin, Breed information and Apeareance.


জাতের নামঃ- Uzbek Tumblers

উৎপত্তি স্থানঃ-Uzbekistan

জাতের ধরণঃ- Tumblers, Rollers এবং High Flyers.

উৎপত্তিগত বর্ণনাঃ-Uzbek Tumblers হলো অনেক বছর ধরে বাছাই করা গৃহপালিত কবুতরের একটি সুন্দর প্রজনন। সর্বপ্রথম এদের কে  Emirate of Bokhara(বর্তমানে বেশিরভাগ Uzbekistan সীমানা) থেকে প্রজনন করা হয়েছিল এবং বর্তমানে এদেরকে  Emirs of Bokhara দের কাছে সবথেকে বেশি পাওয়া যায়, যারা মূলত কবুতর জাত সংগ্রহ করে এবং Persia থেকে বহু বিরল প্রজাতির কবুতর তাদের লফটে নিয়ে আসে। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে যে Uzbek Tumblers প্রকৃতপক্ষে জার্মানিতে বসবাসরত রাশিয়ান ব্রিডাররা এই দুর্দান্ত কবুতরটি প্রজনন করেছেন। Uzbek Tumblers  ছাড়াও এদের আরও কিছু নাম রয়েছে যেমনঃ-
Usbekischer Tümmler Uzbekian Tumbler, Culbutant Ouzbek।

প্রজাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় Uzbekistan এর Rep ublic - উনিশ শতকে Russian Empire এর অন্তর্ভুক্ত হয়েছিল এবং ১৯২৪ সালে Republic of the Soviet Union গড়ে ওঠে,যা Uzbek S oviet Socialist Republic (U zbek SSR) নামে পরিচিত। ১৯৯১ সালের ডিসেম্বর থেকে এটি একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে গঠিত হয়।যখন Uzbekistan - Russian Empire এ অন্তর্ভুক্ত হয় তখন রাশিয়ানরা Emirate of Bokhara দখল করে নেয় এবং শেষ আমিরকে নির্বাসন দেওয়া দেয়,সেই সময়ে এই কবুতরগুলি Samarkand এবং Na mangan ভক্তদের দ্বারা প্রতিপালিত এবং প্রজনন করা হয়েছিল। দীর্ঘকাল তারা অন্যদের কাছে এদেরকে  বিক্রি করেনি, ১৯২২ সালে A, G, Marshal (Tas hke nt) এই প্রজাতিটি সংগ্রহ করে এবং পরে তাকে বেশ কয়েক জোড়া Uzbek Tumblers কেনার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি এগুলোকে Samarkand থেকে Tashkent  নিয়ে আসেন, এবং Local crested pigeons এবং large muffs এর সাহায্যে beak-erested Persian pigeons প্রজনন করেছিলেন।

দৈহিক বর্ণনাঃ- ১৯৮৯ সালে Taschkent এর  Sarad shan দ্বারা প্রকাশিত বইতে তিনি উল্লেখ করেন  Uzbek Tumbler বিভিন্ন ধরণের কালারের মধ্যে পাওয়া যায় এবং কোনও রঙ  আবার অনেক গুলি সাব-কালারে বিভক্ত হয়, Uzbek Germany আবার দুই প্রকারে হয়ে থাকে। একটি হচ্ছে Show type standardised. বেশ কিছু ফ্যানসিয়ার রয়েছে যারা নিয়মিত তাদের প্রদর্শনীতে উপস্থাপন করে।এদের ঠোঁট বা Doub le-creste এর জন্য। তবে এদের ঝুঁটি বা ঠোঁটের গুচ্ছ পালক রয়েছে, এবং এদের Peak Crest ও অনুমোদিত। এবং এদের ভারী Muffed ( পায়ের পালক)ও হয়।অপরদিকে দ্বিতীয়টি  Flying টাইপের হয়, দুই টাইপের Uzbek Tumbler আকারে সমান হয়। তবে Show type এর ভারী Muffed এর অভাব এবং ঠোঁটের আকার মাঝারি হয়ে থাকে।তবে উভয় প্রজাতিই খুব ভালো উরে। Uzbekistan এ স্থানীয়রা পুরুষানুক্রমিক ভাবে এদের উড়ানোর প্রতিযোগিতা করে থাকে।এদের উড়ন্ত মাঝারি, সাধারণত ১৫ থেকে ৩০ মিনিট বা এরও বেশি সময় এরা উড়তে পারে।

বর্তমানে ভিন্ন কালারের Uzbek Tumbler পাওয়া যায় যেমনঃ- White, Black, Dunn, Red, YelloW. Black Barred, Blue Checkered, Silver, Ash Red, Ash Yellow, Tiger and Mottled:( Black, Red, Yellow) Mottled Head:(Black, Blue Almond, Kite, Gold Dun, Red)  এছাড়াও  Silver Sprinkle এবং  Almond pattern এর পাওয়া যায়।

European standardization অনুযায়ী  EE-List of the breeds of fancy pigeons (ELFP) কতৃক  Section for Fancy pigeons of the European Association of Poultry, Pigeon, Cage Bird, Rabbit and Cavy Breeders এ এদেরকে ৮৯২ নং প্রজাতি হিসেবে নথিবদ্ধ করা হয়।

সম্ভাব্য মূল্যঃ-কোয়ালিটি বিবেচনা করে আমাদের দেশে সাধারণত ৩০০০ থেকে ৮০০০ টাকার   Uzbek Tumblers ক্রয় বিক্রয় হয়ে থাকে।  তবে ক্ষেত্র বিশেষ এই মূল্য কম বেশি হতে পারে।

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

 *******Thank You *******


      

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ