Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

ডানজিগ হাইফ্লায়ার কবুতরের উৎপত্তি, বৈশিষ্ট্য ও জাত পরিচিতি /Danzig Highflyer pigeon origin,breed information and appearance.


জাতের নামঃ- Danzig Highflyer

উৎপত্তি স্থানঃ-Poland

জাতের ধরণঃ- Fancy (Exhibition, flying)

উৎপত্তিগত বর্ণনাঃ-

 Danzig Highflyer কবুতরটি গৃহপালিত ফেন্সি কবুতরে একটি সুন্দর প্রজনন। Danzig Highflyer মূলত Highflyer প্রজাতির অন্তর্ভুক্ত তবুও প্রদর্শনী এর জন্য এরা খুব ভালো।প্রজাতিটিকে ১৮০৭ শতাব্দীতে Poland প্রজনন করা হয়েছিল এবং এটি নির্বাচিত বংশবৃদ্ধির জন্য বহু বছর ধরে বিকাশ লাভ করেছিল।যদিও প্রকৃত উৎপত্তি স্থানের মধ্যে মতবিরোধ রয়েছে।  ধারণা করা হয় যে এটি Danzig (now Gdansk)এর  আশেপাশে বা Poland এর Galicia প্রাচীন প্রদেশটিকে নির্দেশ করে।


দৈহিক বর্ণনাঃ-
Danzig Highflyer কবুতর একটি গড় আকারের প্রজনন যা খুব সুন্দর চেহারা নিয়ে জন্ম গ্রহণ করে। এদের মাথার উপরে একটি খুব সুন্দর ক্রেস্ট রয়েছে।এছাড়াও   এদের চোখ খুব সুন্দর এবং ঠোঁটটি মাঝারি দৈর্ঘ্যের হয়ে থাকে। এই কবুতর প্রজাতিটির দুটি প্রধান জাত রয়েছে। এদের মধ্যে একটি শো বা প্রদর্শনীর জন্য বংশবৃদ্ধি করা হয়, এবং অন্যটি পোষা প্রাণী হিসাবে এবং উড়ানের জন্য প্রজনন করা হয়।

Danzig Highflyer কবুতরের প্রজাতিটি খুব শক্ত এবং শক্তিশালী প্রজনন। এদের নাম থেকেই বোঝা যায়, জাতটি দুর্দান্ত উড়তে সক্ষম, এদের ভালো বৈশিষ্ট্য হলো এরা খুব উঁচুতে উড়তে পারে।


সম্ভাব্য মূল্যঃ-আমাদের দেশে সাধারণত ৮০০০ থেকে ১৫০০০ টাকায় এদেরকে পাওয়া যায় তবে ক্ষেত্র বিশেষ এদের মূল্য কম বেশি হতে পারে৷           

আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।আসা করি সাথেই থাকবেন। নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

 *******Thank You *******
#pigeon #pigeon_information

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ