জাতের নামঃ- Texan Pioneer
উৎপত্তি স্থানঃ-America (Texas)
জাতের ধরণঃ- Fancy/Utility
উৎপত্তিগত বর্ণনাঃ- Texan Pioneer গৃহপালিত ফেন্সি কবুতরে অনান্য সুন্দর একটি প্রজনন। জাতটি ১৯৫০ শতাব্দীতে Del James সর্বপ্রথম America এর Texas শহরে প্রজনন করা হয়। জন্ম স্থান Texas এর নাম অনুসারে এদের নামকরণ করা হয়েছিল।Texan Pioneer ছাড়াও এরা আরও কিছু নামে পরিচিত যেমনঃ-Texan, Texaner, Texano, Тексан-Пионер.। ১৯৬১ সালে standard of USA, এবং ১৯৭২ সালে standard German হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
এটি সবচেয়ে দ্রুত মাংশ বর্ধণশীল প্রজাতি গুলোর একটি। শুধু দ্রুত মাংস বৃদ্ধিতেই নয় বাচ্চা উৎপাদনেউ এরা অনান্য প্রজাতি গুলোর থেকে আলাদা। এরা প্রতি বছরে ১৬ থেকে ২০ জোড়া বাচ্চা দিতে সক্ষম।এবং প্রজাতিটির আরেকটি সুবিধা হলো খুব অল্প বয়সে ছানাগুলির লিঙ্গকে আলাদা করা সম্ভব।জাতটিকে মূলত মাংস উৎপাদনের দ্রুত বর্ধণশীল জাত হিসেবে প্রজনন করা হয়েছিল।
দৈহিক বর্ণনাঃ- Texan (Texan Pioneer) প্রজাতিটি একটি বড় আকারের প্রজনন।প্রজনন টির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, বছরে ১৬ থেকে ২০ জোড়া বাচ্চা দেয়।এছাড়াও সঠিক পরিচর্যা পেলে এদের বাচ্চা গুলো এক মাসের মধ্যে দ্রুত ওজন বাড়ায় এবং ওজনের গড় বেড়ে ৬০০ থেকে ৭৫০ গ্রাম হয়ে থাকে। একটি পূর্ণ বয়স্ক Texan এর গড় ওজন ৭০০ থেকে ৯০০ গ্রাম হয়ে থাকে। যদিও কখনো কখনো এই ওজন আরও বেড়ে যায়। যাদের এই উচ্চ উর্বরতায় জন্য এবং মাংসের জন্য সরা উৎপাদনশীল একটি জাত হিসেবে অনান্য করে তুলেছে।
ডিম থেকে বাচ্চা ফোটার পর পুরুষ ছানাগুলি উলঙ্গ থাকে এবং স্ত্রী ছানাগুলি দেখতে পুরুষ ছানাগুলোর তুলনায় লম্বাটে ও হলুদ রঙের হয়ে থাকে এবং কয়েক দিন পরে স্ত্রী ছানাগুলির ঠোঁটে একটি বাদামী দাগ দেখা দেয়।
অপর দিকে প্রাপ্তবয়স্ক পুরুষ কবুতর গুলো সম্পুর্ণ সাদা হয়ে থাকে অপরদিকে মহিলা কবুতর গুলি darker কালারের হয়, সাথে brown বা cream কালারের পাখনা সাথে corbels হয়।এছাড়াও এদের বক্ষ blue বা gray-smoky বা brown কালারের হয়ে থাকে. এছাড়াও আরও কিছু কালার আসতে পারে যেমনঃ- red, barred red, soft violet, blue with bar, dabbed blue এবং diluted black.
এদের শরীরের গঠনপ্রকৃতি সমন্বয়পূর্ণ। প্রজাতিটি খুবই শক্তিশালী,নাদুসনুদুস বক্ষ, এবং প্রশস্ত পিঠ রয়েছে। ডানাগুলি খুব সুন্দর ভাবে সুসজ্জিত এবং শক্তভাবে পিছনে আঁটসাঁট অবস্থায় থাকে এবং একটি ছোট পালক সোজা লেজের উপর দিয়ে আসে যা ১৫ সেঃমিঃ দৈর্ঘ্যে পৌঁছায়। এদের পা খাটো এবং মোজা বিহীন হয়ে থাকে কিন্তু খুব শক্তিশালী হয়।এবং পা দুটোর মাঝি অনেক খানিকটা ব্যাবধান থাকে।যা একটি ভাল মাংস উৎপাদন করা জাতের জন্য একটি সাধারণ বৈশিষ্ট্য। প্রজাতিটি ভালভাবে উড়তে পারে।
একটি পূর্ণ বয়স্ক Texan (Texan Pioneer) এর গড় ওজন ৭০০ থেকে ৯৫০ গ্রাম হয়ে থাকে এবং এদের গড় আয়ুকাল ৭ থেকে ১০ বছর।
সম্ভাব্য মূল্যঃ- সাধারণত ৮০০০ থেকে ২০০০০ টাকায় কবুতর গুলোকে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কোন বিষয়ের উপর ভিত্তি করে ক্রয় করা হবে তার উপর মূল্য নির্ধারণ করা হয়ে থাকে।
নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
*******Thank You *******
#pigeon #pigeon_information
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue