Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

স্ট্রেসার কবুতরের উৎপত্তি,বৈশিষ্ট্য এবং জাত পরিচিতি | Strasser pigeon origin, breed information and appearance.


জাতের নামঃ- Strasser

উৎপত্তি স্থানঃ-Austria

জাতের ধরনঃ-Mainly utility, also exhibition

উৎপত্তিগত বর্ণনাঃ-
Strasser কবুতরটি Austria এর গৃহপালিত ফেন্সি কবুতরের একটি সুন্দর প্রজনন। এটি বহু বছরের বাছাই প্রকৃয়ার মাধ্যমে  Austria তে  প্রজননের বিকাশ লাভ করেছে। European standardization inscribed in the EE-List of the breeds of fancy pigeons (ELFP) দ্বারা Fancy pigeons of the European Association of Poultry তে এদের নিবন্ধন করা হয়।এদের নিবন্ধন নম্বর - ২৩.
Čeština এদেরকে Štraser.
এবং Deutsch,English,Français এদেরকে Strasser নামে ডাকা হয়। এছাড়াও American standardization অনুযায়ী National Pigeon Association এ এদেরকে "Strasser" নামে শ্রেণিবদ্ধ করা হয়।

গৃহপালিত কবুতরের অন্যান্য জাতের মতো এরাউ বন্য বা ফেরাল রক কবুতরের বংশধর।  এই জাতটির শোতে প্রদর্শনী ছাড়াও ইউটিলিটি উদ্দেশ্যে ব্যবহৃত হয়।এদেকে মূলত মাংসের চাহিদা পুরনের লক্ষ্যে প্রজনন করা হয়েছিল।কিন্তু কালের আবর্তনে এদের সৌন্দর্যের কারনে ফেন্সি কবুতর পালকদের মনে যায়গা করে নিয়েছে। Austria এদের প্রজনন করা হলেউ কখন এদেরকে প্রজনন করা হয়েছিল তা জানা যায়নি।


দৈহিক বর্ণনাঃ- Strasser কবুতর একটি মাঝারি থেকে বড় আকারের প্রজনন।এদের মাথা, ঘাড় এবং ডানা রঙিন হয়ে থাকে। এছাড়াও এদের লেজের পেছনে রঙিন পালকও রয়েছে।এদের দেহটি সাধারণত সাদা বর্ণের হয় এবং এগুলির দেহের রঙের অংশগুলিতে Black lace, Blue, Blue barred, Lark, Black বা White barred, Red , Yellow বা Blue checkered অন্তর্ভুক্ত।  Modena এবং King কবুতরের সাথে এদের অনেক মিল রয়েছে।  তবে এদের উচ্চতা  Modena এবং King কবুতর উভয়ের চেয়ে কম।  এদের চেহারা মূলত একটি ছোট মুরগির মতো এবং এগুলি খুব সুন্দর এবং সরল হয়ে থাকে।
এদের চোখগুলি সাধারণত কালো রঙের হয় এবং এটি কে Red colored ring  দিয়ে ঘেরা থাকে।

সম্ভাব্য মূল্যঃ- আমাদের দেশে সাধারণত  ৫০০০ থেকে শুরু করে ২৫০০০ টাকায় এদের ক্রয় বিক্রয় হয়ে থাকে তবে কখনো কখনো এই মূল্য কম বেশি হতে পারে।

প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thanks for Commenting! please follow our blog and see update continue