Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

ক্রেস্টড সোল্টজ কবুতরের উৎপত্তি,বৈশিষ্ট্য ও জাত পরিচিতি / Crested Soultz Pigeon origin, breed information and appearance .

#pigeon #pigeon_breeds

জাতের নাম - Crested Soultz Pigeon

জাতের ধরনঃ- ফেন্সি (Fancy)/Exhibition, utility, petsSpecial

উৎপত্তি - France

উৎপত্তিগত বর্ণনাঃ- Crested Soultz কবুতরটি গৃহপালিত ফেন্সি কবুতরের একটি প্রজাতি যা বহু বছরের বাছাই প্রকৃয়ার মাধ্যমে ১৮০০ দশকের গোড়ার দিকে এটিকে Eastern France এর Soultz এ প্রজনন করা হয়েছিল। বলা হয়ে থাকে যে প্রজাতিটি মুলত Priest এবং Hessian Pouter এর ক্রস প্রজননের মাধ্যমে বিকাশ লাভ করেছিলো। Crested Soultz আরও কিছু নামে পরিচিত, যেমনঃ Huppe de Soultz, Soultzer Haube এবং Cuffia in Soultz.


দৈহিক বর্ণনাঃ-
Crested Soultz কবুতর একটি মাঝারি থেকে বড় আকারের প্রজনন যাদের মাথায় খুব সুন্দর ঝুটি হয়ে থাকে। তাদের এই অসাধারণ ঝুটির জন্য নামকরণ হয়েছে  Crested Soultz Pigeon   এছাড়াও এদের বিস্তৃত, পূর্ণ এবং ভাল বৃত্তাকার সহ একটি খাড়া চেহারা রয়েছে।  এদের পা গুলো পরিষ্কার এবং তাদের পা সাধারণত লাল বর্ণের হয়ে থাকে। 
প্রজাতিটি বিভিন্ন কালারের হয়ে থাকে। এদের সাধারণ রঙ হলো Barred, Barless এবং  Powdered blue in checkered. একটি পূর্ণ বয়স্ক Crested Soultz কবুতরের গড় দেহের ওজন ৫৫০ থেকে ৬০০ গ্রামের মধ্যে। এবং স্ত্রীদের গড় দেহের ওজন ৪৫০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত পরিবর্তিত হয়। Crested Soultz কবুতরটি খুব ভালো ফ্লাইয়ার, তবে প্রজাতিটি France প্রদর্শনীর উদ্দেশ্যে উত্থাপিত হয়। তবে বাচ্চা উৎপাদনে এরা খুব ভালো।এদের গড় আয়ুষ্কাল ৭ থেকে ১০ বছর। 

সম্ভাব্য মূল্যঃ- Crested Soultz তাদের Crested ও কালারের উপর এদের মূল্য নিধারণ হয়ে থাকে। সাধারণত এদের মূল্য ৫০০০- ৮০০০ টাকার মধ্যে হয়ে থাকে।  তবে ক্ষেত্র বিশেষ এদের মূল্য কম বেশি হতে পারে।         

     
নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

 *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ