Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

অস্ট্রেলিয়ান স্যাডলব্যাক টাম্বলার কবুতরের বৈশিষ্ট্য ও জাত পরিচিতি / Australian Saddleback Tumbler Pigeon,Origin, breed information and appearance.

#pigeon #pigeon_breed

জাতের নাম - Australian Saddleback Tumbler Pigeon

জাতের ধরনঃ- ফেন্সি (Fancy)/Tumblers, Rollers এবং High Flyers

উৎপত্তি - Australia

উৎপত্তিগত বর্ণনাঃ-

Australian Saddleback Tumbler কবুতর হলো গৃহপালিত কবুতরের একটি প্রজাতি যারা এটির স্বতন্ত্র রঙের প্যাটার্নের জন্য পরিচিত।এদের নাম থেকেই বোঝা যায় যে, জাতটি  Australia বিকাশ লাভ করেছিল এবং ১৯১৭ সালে প্রথমবার এটি স্বতন্ত্র জাত হিসাবে স্বীকৃতি লাভ করে।
জাতটি এবং অন্যান্য জাতের পোষা কবুতর, সকলেই বন্য বা ফেরাল রক কবুতরের বংশধর। 
জাতটি US Breed Group কর্তৃক Tumblers, Rollers এবং High Flyers জাত হিসাবে অন্তর্ভুক্ত করা হয় ।বর্তমান সময়ে জাতটি এর স্থানীয় অঞ্চলে প্রদর্শন বা প্রদর্শনের উদ্দেশ্যে উত্থাপিত হয়েছে, এবং উড়ানের জন্যও উত্থাপিত হয়।

দৈহিক বর্ণনাঃ-

 Australian Saddleback Tumbler  কবুতর হলো গৃহপালিত কবুতরের একটি গড় আকারের প্রজাতি।এটি একটি খুব সুন্দর জাত, এবং এদের স্বতন্ত্র রঙের প্যাটার্নের জন্য এরা সুপরিচিত।এই কবুতরগুলোর সাধারণত পায়ে  পালকযুক্ত হয়ে থাকে, যদিও একটির পরিষ্কার-পাযুক্ত জাত রয়েছে । এদের পেছনে saddle-shaped এর কারণে প্রকৃতপক্ষে জাতটির নামকরণ করা হয়েছিল। এবং এদের মাথায় সনাক্তকরণ প্রতিক হিসেবে ডোরা বা স্পট হতে পারে। ডোরা চিহ্ন সবচেয়ে সাধারণ বৈশিষ্ট্য।

জাতটি যে কোনও রঙে উপস্থিত হতে পারে।এদের বেশ কয়েকটি সাধারণ রঙ রয়েছে যেমনঃ- Almond, Andalusians , Black , Blue , Silver , Red এবং  Yellow,। একটি পূর্ণ বয়স্ক Australian Saddleback Tumbler এর গড় ওজন ৩৭৫ থেকে ৪২৫ গ্রাম। এবং এদের গড় আয়ুষ্কাল ৭ থেকে ১০ বছর।

সম্ভাব্য মূল্যঃ- সাধারণত এক জোরা Australian Saddleback Tumbler সাধারণত ৬০০০ থেকেে ১৫০০০ টাকায় ক্রয়-বিক্রয় হয়ে থাকে। তবে ক্ষেত্র বিশেষ এদের মূল্য কম বেশি হতে পারে।

       
নতুন এবং প্রয়োজনীয় পোষ্ট গুলো পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান  মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকুন। এছাড়াও কোথাও কোন ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

 *******Thank You *******


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ