Hungarian Giant house pigeon |
জাতের নাম - Hungarian Giant house pigeon
জাতের ধরনঃ- ফেন্সি (Fancy)/Exhibition, pets.
উৎপত্তি - Hungary
উৎপত্তিগত বর্ণনাঃ- Hungarian Giant house pigeon, কবুতরটি গৃহপালিত ফেন্সি কবুতরের একটি উন্নত এবং সুন্দর প্রজনন। এরা Géant Hongrois, Ungarische Riesentaube, Gigante Ungherese, Porumbei Urias Manghiar, Венгерский домашний великан নাম গুলো দ্বারাও পরিচিত। তবে এরা Deutsch:- Ungarische Riesentaube ·
English:- Hungarian Giant Pigeon (EE), Hungarian Giant House Pigeon (NPA) ·
Français :- Géant Hong roils · নামে বিশ্ব দরবারে পরিচিত।এবং আমাদের দেশে এদেরকে House Pigeon নামে ডাকা হয়ে থাকে। এদেরকে সর্বপ্রথম Hungary তে প্রজনন করা হয়েছিল।
যদিও কিছু কিছু জায়গাতে বর্ণনা করা হয়েছে যে প্রকৃত পক্ষে এদের প্রকৃত জাতটি Turkey থেকে (১৫৪০-১৬৮৫) সালে আমদানি করা হয়েছিল। এবং ১৯০০ সালে Germany নিজেরাই জাতটির প্রজনন করে। এবং ১৯৭৪ সালে নতুন জাত হিসেবে German national standards এ জাতটিকে স্বীকৃতি দেওয়া হয়।এবং জাতটিকে আদর্শ ইউটিলিটিফর্ম হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। যদিও প্রজাতিটি সংখ্যায় খুবই সীমিত এবং বিরল প্রজাতি গুলির একটি। কিন্তু Europe এর বাইরের প্রজননকারীদের কাছে এদের প্রচুর চাহিদা রয়েছে। এরা ভালো উড়তে পারে, কিন্তু এদেরকে Dove ornament হিসাবে উচ্চ অগ্রাধিকার দেয়া হয়।
দৈহিক বর্ণনাঃ- Hungarian Giant house pigeon কবুতরটি এদের বড়,প্রসস্থ ও দৃঢ় শরীরের সাথে অসাধারণ সুন্দর একটি প্রজনন। এদের রাজকীয় শরীরের পালক গুলো অনেক আঁটসাঁট হয়ে থাকে। এদের গলা এবং ঘাড় অনেক মোটাসোটা হয় যেটি সমান্তরাল ভাবে পিঠে এসে সংযুক্ত হয়েছে।লেজ তুলনামূলক ভাবে খাটো এবং আঁটসাঁট যা ভূমিকে স্পর্শ করে না। এদের সব থেকে আকর্ষনিয় দিকটির হলো সুন্দর দেহের সাথে অসাধারণ সুন্দর মাথার ঝুটি। ঝুটিটি আকারে বড় হয় এবং উঁচু। এদের পায়ে অনেক বড় আকারের সুন্দর পালক হয়ে থাকে। Hungarian Giant house pigeon কবুতর অনেক গুলো রঙ এর হয়ে থাকে যেমনঃ- White, Red, Yellow, Dun, Black,Black Tigered, Black Mottled, Red Tigered, Yellow Tigered, Blue Splashed, এছাড়াও আরও কিছু কালারের পাওয়া যায়। একটি পূর্ণ বয়স্ক Hungarian Giant house pigeon এর ওজন ৫৬০ থেকে ৭৩০ গ্রাম হয়ে থাকে। এবং এদের গড় আয়ুষ্কাল ৮ থেকে ১২ বছর।
Hungarian Giant house pigeon |
সম্ভাব্য মূল্যঃ- আমাদের দেশে বিভিন্ন কালারের Hungarian Giant house pigeon পাওয়া যায়, কোয়ালিটি এবং কালার অনুযায়ী এদের দাম নিধারিত হয়ে থাকে। তবে আমাদের দেশে সাধারণত ৬০০০ থেকে ৫০০০০ হাজার টাকায় ক্রয় বিক্রয় হতে দেখা যায়। যদিও ক্ষেত্র বিশেষ এই মূল্য কম বেশি হতে পারে।
কোয়ালিটি সম্পন্ন Hungarian Giant house pigeon পেতে যোগাযোগ করতে পারেন।
Kausik mahmud
Rajbari, Bangladesh
Contact :- +8801795572982
প্রয়োজনীয় পোষ্ট গুলো দ্রুত পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন।এছাড়াও ব্লগটি অপরের সাথে শেয়ার করার অনুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।এছাড়াও আপনারা কবুতর বিষয়ক যে কোন বিষয় সম্পর্কে আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
*******Thank You *******
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue