Pic:- Taganrog Tumblers |
জাতের নামঃ- Taganrog Tumblers
জাতের ধরনঃ-
Fancy( Exhibition, Ornamental,Pets)
উৎপত্তি - Russia
উৎপত্তিগত বর্ণনাঃ-
Taganrog Tumblers কবুতর Russia থেকে উদ্ভাবিত গৃহপালিত কবুতরের অভিনব একটি প্রজনন। এটি মুলত বহু বছর ধরে নির্বাচনী প্রজননের জন্য বিকশিত হয়েছিল। এটি Russia তে "Rastov Tchilik" নামে পরিচিত। বর্তমানে এটি USA সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায়। ১৯৭০ সালে প্রথম যখন এদের কে Russia থেকে Hungary তে আমদানি করা হয়েছিল তখন পশ্চিমের দেশ গুলোতে এদের "Taganrog" নামটি ব্যবহার করা হয়েছিল। এরা "Posture tumbler"নামেউ পরিচিত। এদেরকে "Tchilik" জাত গুলোর অন্তর্ভুক্ত করা হয় যার অর্থ "Little bird"।
Pic:- Taganrog Tumblers |
দৈহিক বর্ণনাঃ-
Taganrog Tumblers এর বুক প্রসস্থ এবং লেজ উন্নত যা উচ্চে বহন করে। যদিও বর্তমানে এটির জাত উন্নয়নে USA কোন বিশেষত্ব ক্লাব এই জাতের উপর মনোযোগ দিচ্ছে না তবে এটি Rare Breeds Club এর তালিকাভুক্ত। এদের সমস্ত শরীর সাদা রং এর হয় শুধুমাত্র পাখা কালারিং হয়ে থাকে। তবে এদের লেজে ১৪ থেকে ২০ টি পালক থাকে এবং পাখার ঢালের শুধুমাত্র ৭ থেকে ১২ টি পালক সাদা রঙের হয়ে থাকে।এদের ঠোঁট ছোট হয়ে থাকে এবং মাথা সাধারণত ঝুটি বিহীন হয়।এদের গ্রহনযোগ্য কালার গুলো হলো Red, Yellow, Blue(Bar) এবং Black.। এদের কপাল কালারফুল এবং Snip এর উপস্থিত থাকতে পারে। এদের মারাত্মক ত্রুটি হলো এদের পালক গুলো ভুল গণনার অন্তর্ভুক্ত এবং ত্রুটি পূর্ণ রঙ, দীর্ঘ শরীর, এবং একটি অত্যধিক বা ঢিলেঢালা লেজের হয়ে থাকে।
এরা ভালো ফ্লাই করতে পারে এবং ফ্লাইটের মাঝে ডিগবাজি দিতে পারে।এরা ভালো বাচ্চা যত্নের জন্য পরিচিত কিন্তু প্রকৃতপক্ষে এরা "super feeders" নয়। একটি পূর্ণ বয়স্ক Taganrog Tumblers এর গড় ওজন ৩০০ থেকে ৩৫০ গ্রাম। এবং গড় আয়ুকাল ৭ থেকে ১০ বছর।
সম্ভাব্য মূল্যঃ- কোয়ালিটি এবং কালারের মারকিং এর উপর নির্ভর করে মূল্য নিধারিত হয়ে থাকে।আমাদের দেশে সাধারণত Coburg Lark কবুতর ৩০০০ থেকে ১০০০০ হাজার টাকায় ক্রয় বিক্রয় হয়ে থাকে।তবে ক্ষেত্র বিশেষ এই মূল্য কম বেশি হতে পারে।
প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
*******Thank You ****
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue