Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

রেসিং হোমার কবুতরের বৈশিষ্ট্য ও জাত পরিচিতি / Racing Homer pigeon breed information.

Pic:-Racing Homer
Pc:- Collected 

জাতের নামঃ-Racing Homer
জাতের ধরনঃ- Flying

উৎপত্তি -Belgium/ England

উৎপত্তিগত বর্ণনাঃ-

Racing Homer গৃহপালিত কবুতরের একটি উন্নত প্রজনন। এটি খুব জনপ্রিয় প্রজাতির মধ্যে একটি। মুলত কবুতর উড়ানোর প্রতিযোগিতার জন্য এদের প্রজনন করা হয়েছিলো। এদের উড়বার গতি এবং অনেক দুরথেকে বাসায় ফিরতে পারা এদের অন্যতম বৈশিষ্ট্য।  এটি ১৯ শতকে  প্রথম Belgium এবং England এ বিকশিত হয়েছিল।  এটিকে মুলত অন্যান্য কবুতর প্রজাতির  ক্রসি ব্রিডিং এর মাধ্যমে প্রজনন করা হয়। প্রধানত  Dragoon, English Carrier, French Cumulet, Horseman, এবং Smerle কবুতরের জাত গুলোকে একত্রিত করার মাধ্যমে Racing Homer  জাতটি বিকাশের জন্য ব্যবহৃত হয়।  এই প্রজাতির মধ্যে, Horseman কবুতর প্রজাতিটি এখন বিলুপ্ত । Racing Homer  কবুতরটি English Carrier থেকে অনেক দূরত্ব থেকে বাড়ি   চিনে ফিরে আসার ক্ষমতা পেয়েছে। এবং French Cumulet থেকে ধৈর্য ধারণ করা এবং অনেক উচ্চতায় ক্লান্তি ছাড়াই ঘন্টা ধরে উড়ে বেরানোর ক্ষমতা পেয়েছে। এছাড়াও Dragoon, Horseman, Smerle প্রজাতির কিছু বৈশিষ্ট্য এদের মধ্যে বিদ্যামান।
বর্তমানে এটিকে মূলত উড়ন্ত উদ্দেশ্যে ব্যবহার করা হয়।এবং সারাবিশ্বে এখন উড়ন্ত প্রজাতির মধ্যে এটি অন্যতম।

দৈহিক বর্ণনাঃ-

Racing Homer কবুতর একটি পাতলা এবং সরু আকৃতি শরীরের সঙ্গে একটি গড় আকারের কবুতর।এদের পাখার পেশী ও বুকে এলাকা অনেক শক্তিশালী হয়ে থাকে।  এদের চোখ পরিষ্কার এবং লাল রঙের হবে। এমনকি এদের পা সাধারণত লাল রঙের হয়।

 Racing Homer কবুতর একটি খুব কঠোর এবং সক্রিয় প্রজনন। এটি দীর্ঘ সময় ধরে উড়ার জন্য খুব ভাল, এবং একটি সুস্থ কবুতর ঘন্টায় বাতাসের মধ্যে প্রায় ৬০ মাইলের গড় গতিতে পৌঁছাতে পারে। British Homing World প্রতি বছর এই প্রজাতিটির একটি শো প্রদর্শন করে যেখানে অনুষ্ঠানের সমস্ত লাভ জাতীয় ও স্থানীয় দাতব্য উভয়কে দান করা হয়। বর্তমানে বিশ্বে Racing Homer অনেক গুলো কালার পাওয়া যায়।আমাদের দেশে সাধারণত
মিলি,  ব্লু-বার, ব্লু-বারলেস,
ব্লু-চেকার, ব্ল্যাক, ব্ল্যাক-চেকার, হোয়াইট, রেড-বার, রেড-বারলেস, রেড-চেকার
এবং গ্রিজেল কালারের রেসার পাওয়া যায়।

সম্ভাব্য মূল্যঃ-  ফ্লাইং কোয়ালিটি এবং মারকিং এর উপর মূল্য নিধারিত হয়ে থাকে।আমাদের দেশে  সাধারণত  ৫০০০/৫০০০০ টাকায় ক্রয় বিক্রয় হয়ে থাকে।তবে ক্ষেত্র বিশেষ এই মূল্য কম বেশি হতে পারে।

প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

 *******Thank You ****

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ