Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

পোমেরানিয়ান পাউটার কবুতরের বৈশিষ্ট্য ও জাত পরিচিতি /Pomeranian Pouter pigeon breed information.

Pic:- Pomeranian Pouter
Pc:- Pigeon lover's

জাতের নামঃ- Pomeranian Pouter
জাতের ধরনঃ- Fancy( Exhibition, Ornamental,Pets)

উৎপত্তি - Pomerania

উৎপত্তিগত বর্ণনাঃ-

Pomeranian Pouter  গৃহপালিত কবুতরের একটি সুন্দর ও অনেক পুরানো প্রজনন। মনে করা হয় যে  দুই থেকে তিনশত বছর আগে Central Europe এর Baltic Sea এর দক্ষিণ তীরে অবস্থিত  Pomerania তে এদের প্রজনন করা হয়েছিল। এবং এই নামেই নামকরণ করা হয়েছিল। যদিও এদের কে Pomeranian বলা হলেউ প্রকৃতপক্ষে এদেরকে Old Dutch Cropper নামে ডাকা হত।কিন্তু ১৮৫০ শতাব্দীতে এদের নাম Old Dutch Cropper থেকে পরিবর্তন করে Pomeranian Cropper বা Pomeranian Pouter  রাখা হয়।বেশিরভাগ কর্তৃপক্ষ বিশ্বাস করে যে দুটি প্রজাতির বৈশিষ্ট্য এদের মধ্যে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এরা  United States অনেক কম পাওয়া যায় তবে  যুক্তরাষ্ট্রের চেয়ে কম পাওয়া যার তবে মাঝে মাঝে বড় শোগুলিতে এদের দেখা মিলে।
Pic:- Pomeranian Pouter
Pc:- Pigeon lover's

দৈহিক বর্ণনাঃ- Pomeranian Pouter প্রকৃত পক্ষে একটি প্রদর্শনী প্রজনন। এদের শরীরে  মসৃন পালক, লম্বা পা এবং খাড়া দেহ কিন্তু English Pouter এর মত ততটা খাড়া না। তবে এটি ইংরেজী পাউটারের তুলনায় অনেক বেশি পুরু এবং বিস্তৃত। এরা Old Holland Pouter এর সাথে ঘনিষ্ঠ সাদৃশ্য বহন করে, এই কারনে ধারনা করা হয় যে Old Holland Pouter থেকে এটি উদ্ভূত হতে পারে।
এরা আকারে বড় এবং লম্বা হয়ে থাকে। একটি পূর্ণ বয়স্ক Pomeranian Pouter এর গড় ওজন ২২ থেকে ২৬ আউন্স।
এদের সমতল মাথা এবং অনেক সুন্দর muffed হয়।
Pomeranian Pouter বিভিন্ন কালারের হয়ে থাকে যেমনঃ- Black, Blue , Red , Yellow , White এবং কিছু বিরল কালার হয়ে থাকে। এছাড়াও এদের মাথা রঙিন হয়। এবং বর্ধিত খাদ্য থলি বড়, প্রশস্ত এবং জ্বলজ্বলে সাদা হয়ে থাকে। এছাড়াও Muffs, পুচ্ছ, এবং ফ্লাইট পালক সাদা সাদা হয়ে থাকে।
Pic:- Pomeranian Pouter

সম্ভাব্য মূল্যঃ- কোয়ালিটি এবং কালারের মারকিং এর উপর নির্ভর করে মূল্য নিধারিত হয়ে থাকে।আমাদের দেশে  সাধারণত Pomeranian Pouter কবুতর ১০০০০ থেকে ৫০০০০ হাজার টাকায় ক্রয় বিক্রয় হয়ে থাকে।তবে ক্ষেত্র বিশেষ এই মূল্য কম বেশি হতে পারে।

প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

 *******Thank You ****

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ