Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

কোমর্নার টাম্বলার কবুতরের বৈশিষ্ট্য ও জাত পরিচিতি / Komorner Tumbler pigeon breed information.

Pic:- Komorner Tumbler 

জাতের নামঃ- Komorner Tumbler
জাতের ধরনঃ- Fancy( Exhibition, Ornamental,Pets)


উৎপত্তি - Austrian Empire

উৎপত্তিগত বর্ণনাঃ-

Komorner Tumbler কবুতরটি ফেন্সি কবুতরের একটি প্রজনন যা ১৮-১৯ শতকে Austrian Empire(on the current Slovak-Hungarian border)এর Komárno শহরে প্রথম প্রজনন করা হয়েছিল। Komorner Tumbler কবুতরটি একটি নির্বাচনী প্রজনন যা বহু বছর ধরে উন্নত ছিল। এ প্রজাতিটি বিভিন্ন নামে পরিচিত যেমনঃ-Komorn Tumbler, Slovak Komárnanský kotrmeliak এবং Hungarian Komáromi bukó.

European এবং American জাত গুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য হওয়াতে  European Komorner Tumbler এবং American Komorner Tumbler গুলিকে আলাদা কবুতরের প্রজাতি হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়।  বর্তমানে Komorner Tumbler প্রজাতিরি শুধুমাত্র প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় তবে এটি মূলত একটি Tumbler কবুতর হিসাবে অ্যাক্রোব্যাটিক ফ্লাইংয়ের জন্য প্রজনন করা হয়েছিল। Ottoman সাম্রাজ্যের পূর্ব অংশ থেকে এদের পূর্বপুরুষদের আমদানি করেছিল।

প্রজাতিটি ১৯২০ এর দশকের শেষ দিকে United States এ আমদানি করা হয়েছিল এবং তখন থেকেই এটি জনপ্রিয়তা লাভ করেছে।এ ছাড়াও প্রজাতিটির জাত উন্নয়ন এর জন্য ১৯৪৬ সালে American Komorner Club গঠন করা হয়েছিল। বর্তমানে Komorner Tumbler কবুতর প্রজাতিটি তার জন্মভূমি সহ বিশ্বের আরও কিছু দেশে পাওয়া যায়।
Pic:- Komorner Tumbler

দৈহিক বর্ণনাঃ-

Komorner Tumbler কবুতর পাতলা শরীরের সঙ্গে একটি ছোট আকারের পাখি।এদের শরীরটি আধুনিকতম জনপ্রিয় প্রজাতি Racing Homer কবুতরের তুলনায় আঁটসাঁট ও দৃঢ়। এদের মাথাটি তাদের কান থেকে কান পর্যন্ত প্রসারিত ঝুটির মাধ্যমে অলংকৃত।
Pic:- Komorner Tumbler
Komorner Tumbler কবুতরগুলো সাধারণত Blue , Black , Silver , Red , Dun এবং Yellow ,কালারের সঙ্গে একটি Magpied প্যাটার্ন এর হয়ে থাকে।
Komorner Tumbler কবুতরগুলো সাধারণত প্রদর্শনী উদ্দেশ্যে ব্যবহার করা হয়।  কিন্তু এটি উড়ন্ত প্রজাতি হিসাবে বেশ ভাল।

সম্ভাব্য মূল্যঃ- কোয়ালিটি এবং কালারের মারকিং এর উপর নির্ভর করে মূল্য নিধারিত হয়ে থাকে।আমাদের দেশে  সাধারণত Komorner Tumbler  কবুতর ৫০০০ থেকে ২৫০০০ হাজার টাকায় ক্রয় বিক্রয় হয়ে থাকে।তবে ক্ষেত্র বিশেষ এই মূল্য কম বেশি হতে পারে।

প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

 *******Thank You ****

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ