জাতের নামঃ-Exhibition Homer
জাতের ধরনঃ- ফেন্সি Fancy( Exhibition, Ornamental,Pets)
উৎপত্তি -England
উৎপত্তিগত বর্ণনাঃ-
Exhibition Homer কবুতরের প্রজাতির মধ্যে সুন্দর একটি প্রজনন।কবুতরের অনান্য প্রজাতির মত এরাও বন্য কবুতরের বংশধর। ১৯০০ দশকের শেষ দিকে এবং ২০ শতাব্দীর প্রথম দিকে এটিকে England এ প্রজনন করা হয়েছিল। ১৯৩২ সালে এটিকে Show homer এর উপ-বৈচিত্র্যে সাথে অন্তর্ভুক্ত করা হয়। যদিও ১৯০২ সালে Show Homer এর প্রজনন নিয়ে ক্লাব গঠন করা হয়।
Pic:- EXHIBITION HOMER |
দৈহিক বর্ণনাঃ-
Exhibition Homer মোটামুটি বড় আকারের একটি প্রজনন।এরা খুব বড় বা খুব লম্বা না মোটামুটি তাদের একটি সামঞ্জস্যপূর্ণ শরীর রয়েছে। এদের মাথা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করে। চোখের সামনে এবং মুখটির পাশে কোনও নমনীয়তা থাকবে না এছাড়া মুখ এবং চোখ একই সারিতে থাকবে। কপালটি না খুব বেশি উঁচু, না খুব বেশি সমতল হবে। চোখের এক বিন্দু থেকে অন্য বিন্দুর দৈর্ঘ্য হবে ২ সেন্টিমিটার বা ৫০ মিমি। এর থেকে বেশি দৈর্ঘ্য হলে এটি তার বৈশিষ্ট্য হারাবে।এছারাউ এদের চোখ সব সময় সাদা হবে।চোখের মণি সাধারণত Black অথবা Dark রঙের হবে এবং একটি Hard texture থাকবে। এছাড়াও Softer colours এর ক্ষেত্রে একটি Softer texture থাকবে।
এদের ঠোঁট অনেক মোটাসোটা এবং স্থুল হবে।এবং ঠোঁট দ্বয় সমান ও শক্তিশালি হবে।ঠোঁট এবং চোখে একই লাইনে থাকবে। Wattles( গলায় মাংস বিশেষ) ছোট V-আকৃতির হবে এটি কবুতরের ঠোঁটের মাঝ বিন্দু থেকে শুরু হবে। এদের গলা খাদ্য নালি থেকে মুক্ত হবে।
Exhibition Homer কবুতরের ঘাড় খুব সুন্দর, ধীরে ধীরে একটি মোটামুটি প্রশস্ত এবং সম্মুখে গভীর বুকে বিস্তৃত। এদের শরীর যদিও ছোট কিন্তু অনেক শক্তিশালী এবং সমানুপাতিক।
এদের পাখা গুলো লেজ পর্যুন্ত বিস্তৃত, তবে ফ্লাইট পালক গুলো ছোট কিন্তু শক্তিশালী ও বিস্তৃত। এদের লেজ ছোট এবং সংকীর্ণ, যা একে অপরের খুব কাছাকাছি থাকে এবং সোজাভাবে তা বহন করতে পারে।
এদের পা ছোট এবং শক্তিশালী। তবে পা এবং পায়ের আঙ্গুলে কোন পালক নেই। এরা অনেক সাহসী কবুতরের একটি।
Pic:- EXHIBITION HOMER |
বিভিন্ন কালারের Exhibition Homer পাওয়া যায় যেমনঃ-Blue, Black, Dun, Red , Yellow , SiHomer ,Grizzles etc.
সম্ভাব্য মূল্যঃ- কালার এবং কোয়ালিটি বিবেচনা করে এদের মূল্য নিধারিত হয়ে থাকে। পূর্ণ বয়স্ক একজোড়া Exhibition Homer এর মূল্য ৫০০০ থেকে ১০০০০ হাজার টাকা হতে পারে।তবে ক্ষেত্র বিশেষ এর মূল্য কমবেশি হতে পারে।
প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
*******Thank You ****
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue