জাতের নামঃ- Coburg Lark
জাতের ধরনঃ-
Fancy(Utility,Pets)
উৎপত্তি - Germany
উৎপত্তিগত বর্ণনাঃ-
Coburg Lark কবুতর গৃহপালিত অভিনব কবুতর প্রজাতির বংশধর যা বহু বছর ধরে নির্বাচনী প্রজননের জন্য বিকশিত হয়েছিল। এরা Koburger Lark বা Gold Leads Lark নামেও পরিচিত। এই প্রজনন এবং গৃহপালিত কবুতর অন্যান্য জাতের মত বন্য কবুতরের বংশধর।
এটি মূলত একটি Utility প্রজাতি হিসাবে উত্থাপিত হয়, এবং বিভিন্ন কবুতর প্রজাতির মধ্যে এদের কে সুন্দর কবুতরের স্থান হিসেবে প্রথম স্থান দখল করে রয়েছে। এদের চেহারা Nuremberg Lark এবং South German Charcoal Lark কবুতরের অনুরূপ।
দৈহিক বর্ণনাঃ-
Coburg Lark কবুতর সম্পূর্ণ হালকা ধূসর মাথার সাথে মাঝারি থেকে বড় আকারের প্রজনন। এদের দেহে একটি বিশেষ রেশমী প্রভাব রাখা। এদের গলা Dark gray এবং কখনও কখনও হালক সবুজ হয়ে থাকে।এছাড়াও এদের বুক সাধারণত Brown বা Yellow কালার এর হয়ে থাকে। এবং চোখ কালো ও চোখের চারপাশের সারকেল লাল হয়ে থাকে।
Coburg Lark কবুতরের পালকগুলো Checkered Patterns এর সাথে সামান্য হালকা ধূসর হয়ে থাকে। এদের ডানাগুলি চমৎকার ভাবে সাজানো এবং ডানার বড় পালকগুলি কালো। এদের লেজের রঙ কালো থেকে গাঢ় ধূসর হয়ে থাকে।এবং এদের পায়ের উপর অপরিহার্যভাবে সমান হয়ে থাকে।
একটি প্রাপ্তবয়স্ক Coburg Lark কবুতরের গড় শরীরের ওজন প্রায় ৬৫০ থেকে ৮০০ গ্রাম।এবং এরা বিভিন্ন কালারের হয়ে থাকে তবে শরীরের মুল কালার অপরিবর্তিত থাকে। এদের গড় আয়ুকাল ৭ থেকে ১০ বছর।
সম্ভাব্য মূল্যঃ- কোয়ালিটি এবং কালারের মারকিং এর উপর নির্ভর করে মূল্য নিধারিত হয়ে থাকে।আমাদের দেশে সাধারণত Coburg Lark কবুতর ৩০০০ থেকে ১০০০০ হাজার টাকায় ক্রয় বিক্রয় হয়ে থাকে।তবে ক্ষেত্র বিশেষ এই মূল্য কম বেশি হতে পারে।
প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
*******Thank You ****
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue