Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

বিউটি হোমা কবুতরের বৈশিষ্ট্য ও জাত পরিচিতি / Beauty Homa pigeon breed information.

Pic:- Beauty Homa

জাতের নামঃ-Beauty Homa
জাতের ধরনঃ- ফেন্সি Fancy( Flying, Exhibition)

উৎপত্তি -Germany

উৎপত্তিগত বর্ণনাঃ-
Beauty Homa কবুতর গৃহপালিত অভিনব কবুতরের একটি প্রজনন। এটি German racing কবুতর থেকে অনেক বছর ধরে নির্বাচনী জাতের মধ্যে উন্নত হয়। Beauty Homa সর্বপ্রথম এক শত বছর পূর্বে ১৯০০ এর দশকের প্রথম দিকে বিকশিত হয়েছিল। সৌন্দর্য এবং উরন্ত ক্ষমতা কে একত্রিত করতে Pigeon fanciers রা কাজ করেছিল। এবং Beauty Homa প্রজনন করতে সক্ষম হয়েছিল।

এরা প্রথমে Schonheits brieftaube অথবা Beauty Racing Homer এবং Deutsche Schautaube অথবা German Show Pigeon নামে পরিচিত ছিল। জার্মানরা এর মাধ্যমে show Antwerp এবং Show Homer কে অতিক্রম করে।
Pic:- Beauty Homa

দৈহিক বর্ণনাঃ-
Beauty Homa কবুতর মাঝারি আকারের একটি প্রজনন।এদের ঘাড় দীর্ঘ এবং আধা-গোলাকার মাথা এবং দৃঢ় ঠোঁট এবং নিচের চোয়াল উপরের অংশ থেকে কিছুটা বড় এর জন্য সুপরিচিত।এদের গলা দীর্ঘ কিন্তু পাতলা।  লেজ অপেক্ষাকৃত দীর্ঘ এবং অনুভূমিক এবং পা অনেক বেশি বড় হয়ে থাকে। তবে পা পরিষ্কার এবং মাথা ঝুটি বিহীন হয়ে থাকে।

Pic:- Beauty Homa

Beauty Homa কবুতর বিভিন্ন কালারের হয়ে থাকে যেমনঃ- Self in Black,Grilled, Barred, Barless, Checkered, White-barred, Red, Yellow এবং আরও কিছু বৈশিষ্ট্যপূHoma কালার হতে পারে। একটি পূর্ণ বয়স্ক  Beauty Homa কবুতরের গড় শরীরের ওজন ৪৮০ থেকে ৫৮০ গ্রামের মধ্যে হয়ে থাকে।

Beauty Homa কবুতর একটি উড়ন্ত প্রজাতি এবং এটি মূলত এটির স্থানীয় এলাকায় উড়ন্ত প্রজাতির জন্য প্রজনন করা হয়।  কিন্তু এটিকে United States প্রদর্শনী উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

সম্ভাব্য মূল্যঃ- কালার এবং কোয়ালিটি বিবেচনা করে এদের মূল্য নিধারিত হয়ে থাকে। পূর্ণ বয়স্ক একজোড়া Beauty Homa  এর মূল্য ৪০০০ থেকে ১০০০০ হাজার টাকা হতে পারে।তবে ক্ষেত্র বিশেষ এর মূল্য কমবেশি হতে পারে।


প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

 *******Thank You ****


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ