Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

ওল্ড জার্মান ক্রপার কবুতরের বৈশিষ্ট্য ও জাত পরিচিতি/ Old German Cropper pigeon breed information.

Pic:- Collected 

জাতের নামঃ-Old German Cropper

জাতের ধরনঃ- ফেন্সি Fancy( Show, ornamental and pets)



উৎপত্তিগত বর্ণনাঃ-


উৎপত্তি -Germany and Hungary

Old German Cropper একটি বড় এবং শক্তিশালী কবুতরের প্রজাতি। প্রজাতিটি গৃহপালিত কবুতরের অনেক পুরানো প্রজাতি।এই প্রজাতিটি প্রথম Germany এবং  Hungary তে প্রজনন করা হয়েছিল। এটি তার স্থানীয় অঞ্চলে Altdeutscher Kröpfer  নামে পরিচিত।প্রজাতিটি এখন Germany এবং  Hungary ছাড়াও বিভিন্ন দেশে পাওয়া যায়। Old German Cropper প্রজাতিটি আসলে অনেক বছর ধরে নির্বাচনী প্রজননের জন্য বিকশিত হয়েছিল। অন্যান্য সব প্রজাতির মত এরাও বন্য কবুতরের বংশধর।  এটি এমন একটি পুরানো প্রজনন যাকে কিছু লোক Old Holland Pouter  মতো পুরাতন মনে করে। এছাড়াও  Old German Cropper কবুতরটি Hungarian Giant Cropper মতো একই রকম বলে মনে করা হয় এবং সম্ভবত এটি তার সাধারণ বংশধরকে চিহ্নিত করে।  বর্তমানে এদেরকে প্রধানত প্রদর্শনীর উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে।


দৈহিক বর্ণনাঃ-

Old German Cropper কবুতরটি একটি বড় আকারের প্রজনন।  এটি দেখতে খুব সুন্দর এবং সমস্ত পোষা কবুতর প্রজাতির মধ্যে দীর্ঘতম। এদের গলদেশে বৃত্তাকার আকৃতির একটি বৃহৎ   স্ফীত থলি রয়েছে যেটি তাদের একটি গোলাকার আকৃতি দিয়েছে। এরা সাধারণত তাদের শরীরের সামনের অংশটি আধা দাঁড়ানো আবস্থাতে দাঁড়িয়ে থাকে এবং এদের শরীরের বাকি অংশটি স্থলে সমান্তরাল ভাবে আবস্থান করে।
Old German Cropper এর অনেক লম্বা পাখা আছে যা সাধারণ ভাবেই তাদের লেজ কে অতিক্রম করে।  এদের পাখার মসৃণ পালক গুলো ছড়ানো থাকে যা ভালভাবে বন্ধ হয়না যা মসৃণ পালক লাইন ভেঙ্গে উত্থাপিত মাধ্যমিক পালক দ্বারা সৃষ্ট হয়।এদের পা গুলি সাধারণভাবে ছোট যা Undercarriage পালক দ্বারা আচ্ছাদিত হয়।

Old German Cropper
প্রজাতির বিভিন্ন কালারের হয়ে থাকে যেমনঃ-  Black , White , Dun, Cream, Red , Yellow , Silver , Mealy, Blue in Bar, Check এবং  lark. এগুলো এদের নিজস্ব কালার তবে এদের Splash বা Random mixture of white এবং Colored feathers এর পাওয়া যায়। এ প্রজাতির শরীরের গড় ওজন প্রায় ৭০০ থেকে ৭৫০ গ্রাম। এবং গড় আয়ুকাল ৭ থেকে ১০ বছর।



সম্ভাব্য মূল্যঃ-আমাদের দেশে কিছু কালারে Old German Cropper পাওয়া যায়। কোয়ালিটি এবং কালারের মারকিং এর উপর নির্ভর করে মূল্য নিধারিত হয়ে থাকে।আমাদের দেশে  সাধারণত  ৮০০০/৪০০০০ টাকায় ক্রয় বিক্রয় হয়ে থাকে।তবে ক্ষেত্র বিশেষ এই মূল্য কম বেশি হতে পারে।

প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

স্ট্যাডি ও তথ্য সংগ্রহঃ বিভিন্ন রিসার্চ আর্টিকেল,পিজন রিলেটেড বই।

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin/ Blogger
Pigeon Healthcare In BD


   *******Thank You 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ