Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

আফ্রিকান আউল কবুতরের বৈশিষ্ট্য ও জাত পরিচিতি/ African Owl pigeon breed information.

pic:- African Owl

জাতের নামঃ- আফ্রিকান আউল ( African Owl)

জাতের ধরনঃ- ফেন্সি (Fancy)

উৎপত্তিগত বর্ণনাঃ-

উৎপত্তি - Tunisia

African Owl পৃথিবীর অনান্য কবুতরের জাত এর মত গৃহপালিত কবুতর এবং বন্য কবুতর থেকে অনেক শতাব্দী পূর্বে এরি Tunisia তে উৎপাদন করা হয়ে ছিলো।প্রকৃতপক্ষে বহু বছর ধরে নির্বাচনী প্রজননের এর বিকাশ  ঘটেছিল।

১৯ শতাব্দীর দিকে এটিকে Tunisia থেকে England আমদানি করা হয়েছিল। এটিকে Foreign Owl বা বিদেশী পেঁচা হিসাবেউ ডাকা হয়ে থাকে ।
African Owl  কবুতরটি ছোট ঠোঁটের জন্য সুপরিচিত, যার আকারের কারণে একে 'Owl' নামকরণ করা হয়েছে।
Pic:- African Owl

দৈহিক বর্ণনাঃ-

African Owl কবুতর খুব সুন্দর এবং স্বাভাবিক থেকে ভিন্ন চেহারা হয়ে থাকে। তাদের শরীর ছোট এবং মোটা হয়ে থাকে।এটি আসলে খুব সংক্ষিপ্ত ঠোঁট এবং বৃত্তাকার মাথা এর জন্য আলাদা দৃষ্টিতে দেখা হয়।তাদের বুকের সামনের অংশে ঝুটির মত কিছু পালক রয়েছে ।বুকের এই পালক গুলোকে জাবট বলা হয়,এবং এটি টাই বা ক্রভ্যাট নামেও পরিচিত।
Pic:- African Owl

এরা সাধারণত ফেন্সি জাতের কবুতর।এবং সহজেই পোষ মানিয়ে নিতে পারে।অপরদিকে সুন্দর বাচ্চা প্রতিপালন করতে সক্ষম। 



সম্ভাব্য মূল্যঃ- আমাদের দেশে সাধারণত লাল, কালো, হলুদ এবং চকলেট ২৫০০ - ৫০০০ টাকা দামে বিক্রি হয়ে থাকে। এবং অন্যান্য কালের কোয়ালিটি বুঝে আরোও বেশি দামেও বিক্রি হয়ে থাকে।

প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

স্ট্যাডি ও তথ্য সংগ্রহঃ বিভিন্ন রিসার্চ আর্টিকেল,পিজন রিলেটেড বই।

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

বিশেষ সহযোগিতায়  (রনি আহমেদ)
Admin
Fancy payra poribar



   *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ