Ticker

10/খামার ব্যবস্থাপনা/ticker-posts

মুক্কি কবুতরের বৈশিষ্ট্য ও জাত পরিচিতি/Mookee pigeon breed information.


জাতের নাম -মুক্কি( Mookee)
জাতের ধরনঃ- ফেন্সি (Fancy)

উৎপত্তিগত বর্ণনাঃ-

উৎপত্তি - India

Mookee অনেক পুরাতন একটি জাতের কবুতর এটি প্রথম India তে অনেক আগে উৎপাদন করা হয়েছিল তবে কোন শতাব্দীতে সেটা এখনো জানা যায়ইনি। তবে এটা নিশ্চিত যে Mookee প্রথম উৎপাদন India তেই হয়েছিল এবং ১৯৪১ সালে প্রথম  San Diego Zoological Gardens
এর কর্মচারী Karl Koch এটিকে কিছু যাচাইয়ের ভিত্তিতে United States নিয়ে এসেছিলেন।


দৈহিক বর্ণনাঃ-

 Mookee একটি মাঝারি আকারের কবুতর। এদের ওজন ১২ থেকে ১৪ আউন্স এর মত হয়ে থাকে তবে যৌন ক্ষমতার উপর এদের ওজন বৃদ্ধি পেতে পারে। এদের ঘাড় সহ দেহটি বেশিরভাগ ক্ষেত্রেই ৩৫°-৪৫° (ডিগ্রি)  কোণের মধ্যে থাকে।এবং লেজ স্থল কে স্পর্শ করে না।এদের "S" সিম্বল আকারের ঘাড় রয়েছে যা অনান্য কবুতরের জাত থেকে আলাদা।
Pic:- Mookee
Pc:- জোড়া কবুতর মনির 

Mookee এমন একটি জাতের কবুতর যাদের ঘাড় ফ্যান্টাইল এর মত কম্পমান হয়। Mookee এর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এদের ঘাড় সবসময় কম্পমান হয়। এবং এরা যখন শান্ত হয় তখন এই কম্পন আরও বৃদ্ধি পায় তবে মাদি কবুতরের চেয়ে নর কবুতরটির কম্পন আরও বেশি আর দ্রুত হয়।কম্পনরত অবস্থাতে এদের ঘাড় ক্রমাগত পিছনে ঝুকে যায় তবে এরা কখনো এভাবে থাকার কারণে ভারসাম্যহীন হয়ে পরে না।এমতো আবস্থাতে এদের  ঘাড়ের উভয় দিক থেকে ঘাড়ের পালকগুলি গলার পিছনে একটি "V "আকৃতির গঠন করবে যা একে অপরকে পূরণ করবে বা ওভারল্যাপ করবে।

 এদের লেজে ১২ টি পালক থাকে যা সবসময় আবদ্ধ অবস্থায় থাকে এবং স্থলকে স্পর্শ করে না। এদের মাথা মসৃণ হয়ে থাকে এবং উড়ন্ত টাম্বলারের চেয়ে এদের ঠোঁট লম্বা হয়ে থাকে। যা রামধনু কালো বাদামী বর্ণের হয়ে থাকে। তবে এদের ঠোঁট এর উপরের অংশ অবশ্যই সাদা রং এর হবে এবং নিচের অংশ অনান্য জাতের কবুতর কে অনুসরণ করে।
এদের পা তুলনামূলক ছোট এবং পরিস্কার হবে।
Pic:- Mookee
Pc:-  জোড়া কবুতর মনির

এদের চোখের সম্মুখ ভাগের সম্পূর্ণ মাথা একটা চলমান লাইনের উপর সাদা হবে। এবং সবচেয়ে বড় ফ্লাই পাখা দুইটি সাদা রং এর হবে এবং অনান্য পাখা এবং শরীর তার নিজস্ব রং এর হবে। এই ফ্লাই পাখা দুইটি এর সাদা রং এর কোয়ালিটি এদের মারকিং বুঝতে সাহায্য করে। এরা বিভিন্ন কালার এর হয়ে থাকে যেমনঃ- Brown , Red , Black , Blue  barred and Blue  checked ইত্যাদি।
এগুলো ছাড়াও আরও অনেক Series এর কালার রয়েছে যেমনঃ-

*** Blue Series:-
Black: (Spread Blue-Intense),
Dun: (Spread Blue-Dilute),Blue Bar,Silver Bar: (Dilute Blue Bar),Blue Check,
Silver Check: (Dilute Blue Check)

*** Brown Series:
Chocolate: (Spread Brown-Intense)
Khaki: (Spread Brown-Dilute)
Brown Bar, Brown Check, Khaki Bar: (Dilute Brown Bar),Khaki Check: (Dilute Brown Check),

*** Red Series:-
Spread Ash-Red: (Spread Ash-Red-Intense),
Spread Cream: (Spread Ash-Red-Dilute),
Mealy Bar: (Ash-Red Bar-Intense),
Cream Bar: (Ash-Red Bar-Dilute),
Ash-Red Check: (Ash-Red Check-Intense),
Cream Check: (Ash-Red Check-Dilute), Grizzle, Recessive Red,


*** Rare Colors Series:-
Indigo,Andalusian: (Spread Indigo),Dominate Opal,Almond,Reduced,Qualmond,



Mookee কবুতর অনেক দিন পর্যুন্ত বাঁচতে পারে। এবং এদের ব্রিডিং কোয়ালিটি অনেক ভালো।


সম্ভাব্য মূল্যঃ- বাংলাদেশে
একজোড়া পূর্ণ বয়স্ক Mookee এর প্রাইজ তার কোয়ালিটি এবং কালার এর উপর নির্ভর করে। তবে কোয়ালিটি এবং কালার বিবেচনা করে রানিং ১৫০০-৬০০০ হাজার টাকা পর্যুন্ত সেল হতে দেখা যায়।

প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow  করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।

আপনাদের সকলের শারীরিক সুস্থতা   ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

স্ট্যাডি ও তথ্য সংগ্রহঃ বিভিন্ন রিসার্চ আর্টিকেল,পিজন রিলেটেড বই।

তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD

বিশেষ সহযোগিতায়  (রনি আহমেদ)
Admin
Fancy payra poribar



   *******Thank You *******

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ