জাতের ধরনঃ- ফেন্সি (Fancy, Ornamental, Show)
উৎপত্তি - Budapest, Hungary.
উৎপত্তিগত বর্ণনাঃ- Budapest Short Face Tumblers কবুতর গৃহপালিত কবুতরের একটি সুন্দর এবং ছোট আকারের প্রজনন।২০ শতাব্দীতে এদেরকে Hungary এর Budanest এ সর্বপ্রথম প্রজনন করা হয়েছিল।এবং ১৯৬৮ সালে এদের কালার, মারকিং উপর শ্রেণিবদ্ধ করা হয়। Germany, Middle East Europe, এবং United States এ এদের কে Short Beaks নামে ডাকা হয়।
দৈহিক বর্ণনাঃ-Budapest Short Face Tumblers একটি ছোট আকারের প্রজনন। এদের দেহ সম্মুখ দিক থেকে ছোট ও পাতলা।যা দৃঢ় তার সাথে খাঁড়া ভাবে বহন করে। এদের কপাল প্রশস্ত এবং খাঁড়া। কপালের প্রস্থতা মাথার দৈর্ঘ্য সমান। মাথার পিছনটি ছোট কিন্তু তুলনামূলক উঁচু। চোখের তোরণ সমান্তরাল। চোখ বড় এবং চোখের চারিদিকে মোটা আইরিশ লাইন রয়েছে যা Dark black hlue রংয়ের হয়ে থাকে। এদের Eye cere প্রসস্থ, মসরিন এবং আঁটসাঁট হয়ে থাকে। কালো ঠোঁটের জাতগুলিতে এটি Dark blue রংয়ের এবং হালকা ঠোঁটের জাতগুলিতে এটি Lemon yellow হয়ে থাকে। এদের কপাল সংক্ষিপ্ত, পুরু,ভোঁতা। Black জাতিগুলির ঠোঁট কোলো রংয়ের হয় এবং হালকা রংয়ের জাতিগুলিতে , Wax কালার বা Flesh কালারের ঠোঁট হয়ে থাকে।
Budapest Short Face Tumblers কবুতরের ঘাড় তুলনামূলক দীর্ঘ, সরু এবং উপরের পিছনের তৃতীয় অংশটি সামান্য বাইরের দিকে বাঁকানো।
এদের বুক খুব বেশি প্রশস্ত নয় তবে গোলাকার এবং সঠিক ভাবে বহনযোগ্য। এদের পিছন অর্থাৎ পিঠের দিকটা ছোট, গোলাকার, নীচের দিকে পড়ছে। এছাড়াও এদের পিঠ সরু, খুব দীর্ঘ নয়, ভালভাবে লেজের সাথে মেশানো। এবং ডানা উঠা নামার সময় তা সামান্য প্রসারিত হয়। এদের পাখা ও লেজ সঙ্কুচিত,যা পিছনের সাথে তাল মিলিয়ে খুব দীর্ঘ নয়।
এছাড়াও এদের পা মাঝারি লম্বা এবং পরিষ্কার অর্থাৎ মোজাবিহীন হয়ে থাকে। Black জাতিগুলোর
পায়ের নখ গুলো কালো। এবং light ঠোঁটের জাতিগুলোর Wax বা Flesh কালার হয়ে থাকে। শরীরের পালকগুলো শক্ত, ঘন এবং দৃঢ় হয়ে থাকে।
যেমনঃ- কালো ঠোঁটের মধ্যে Black.Blue, Checkered blue, dark stroked, grizzle, Storked ইত্যাদি এবং Light কালার ঠোঁটের মধ্যে Black, white, yellow, red, dun, silver, Blue checkered blue. light checkered. meal. cream, faded Yellow, silver, ash red generally called strawberry. ইত্যাদি।
Pic:- Shortface Pc:- Lily pigeon loft |
Budapest Short Face Tumblers STANDARD
Head: Forehead broad and
steep. The breadth of
the forehead and
length of the head is equal. The rear of the head is smaller. Higher, overreaching the
crown and sharply sloping. Therefore, the
line of the crown tilts towards the lower forehead with the dent on its middle. Eye arches are parallel and extruding.
Eyes: Bid. blueline. with farce nails: Iris Carey blue. fine
traveled.
White specimens
as well. only in the Uiansel is it dark black blue.
The
eve cere is
wide. smooth. tight. in the blac1‹ beat varieties, it is dark blue and in the light beat varieties, it is lemon j allow.
Beak: Fitted right aneled into the forehead. short. thick. blunt. well closed. Black
variants have black
beaks. and
light variants have wax
colored or flesh
beaks. battles
are small.
Neck: Relativelv lone. slender. third
part of upper
rear slightly outward curved.
Breast: Not too broad, rounded, carried uplifted.
Back: Small,
rounded, falling downward.
Wings: Slender. not too
lone. well folded resting on the
tail. Wing butts protruding slightly.
Tail: harrow. not too lonp•, sloping in line with the back.
Legs: Middle lonp•, clean
legged. The nails
are black in
the black variants and
wax or flesh
colored in the
light beak variants.
Plumage: Tight, dense, firm on the body,
COLOR
1. With Black Beaks
b. Barred:
c. With Parking:
2.With Light Beaks.
a.Selfs: Black, white, yellow,
red,
dun, silver.
b. Barred: R lire checkered blue. light checkered. mainly. cream, faded yellow, silver, ash red generally called strawberry.
c.Markings: Ganseled, \Yhiteflighted in all
the above colors
COLORANDMARKMG
Dark Storked: Basic color is o light blue grey wines even I either.
somewhat "clouded". black
hair. nuder belly
white, neck dark grey with green violet luster.
Storked: Basic color white, tips of flight grey-black fading out, whitetail.
Blue: Not too dark blue.
White flight: The same as the selfs. but 3-5 primaries white on each side.
Gansele0: White is the head, bib until the middle of the front of the neck. wings, back, belly, and thigh. Colored is the back of the neck as high as possible. the lower part of the front of the neck, breast, shoulder, and tail.
MAJOR FAULTS
Coarse home. heart within trie. eve arches not parallel. girl eyes, red ceres in the light beam variants, and light ceres in the black beak variants. beaks too
lone. thin. sham. or crossed. Short. thick necl‹.
dropped wings, low posture. long flight or tail feathers, split eyes.
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
#pigeon #কবুতর #feralrockdove
#Shortface
#tumbler
*******Thank You *******
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue