কবুতর এর যত্নে অক্কুরিত সহ ছোলা বুটঃ
উপাদানঃ
#অঙ্কুরিত_ছোলা ,ভিটামিন বি এর অভাব পূরণ করে। আঙ্কুরিত ছোলা বীজ পাচক এনজাইম এর অসাধারণ উৎস, এটি অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, প্রোটিন ইত্যাদি সমৃদ্ধ। তার সক্রিয় এনজাইম সিস্টেম সমৃদ্ধ এবং পুষ্টির মান বৃদ্ধি পায়।
উপকারিতাঃ
১.রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
২.অঙ্কুরিত ছোলা ,ভিটামিন বি এর অভাব পূরণ করে।
৩.প্যারালাইসিস নিয়ন্ত্রণ করে।
৪.কোষ্ঠকাঠিন্য দূর করে।
৫.রক্তের চর্বি কমায়।
ব্যবহার এর নিয়মঃ
প্রথমেই আপনি যে অঙ্কুরিত করবেন সেগুলো ভালভাবে পানিতে ধুয়ে নিন।এরপর একটি পাত্রে পরিস্কার পানিতে বীজ গুলোকে পুরো রাত(৮-১২ঘণ্টা)ভিজিয়ে রাখুন।এভাবে ভিজিয়ে রাখার রেখে পরদিন বীজগুলোকে পুনরায় পানিতে কয়েকবার করে ধুয়ে নিন এবং সতর্কতার সাথে বীজ থেকে পানি নিংরিয়ে নিন।
এবারে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়ে(এমনভাবে ভিজিয়ে নেবেন যেন এতে খুব বেশি পানি না থাকে)এবং এটি দিয়ে বীজসমৃদ্ধ পাত্রটি ঢেকে ফেলুন,খেয়াল রাখবেন যেন এটি বীজগুলোর সংস্পর্শে যেন না আসে।এভাবে ৮-১২ ঘণ্টা ছায়াযুক্ত এমন একটি স্থানে রেখে দিন যেখানে তাপমাত্রা খুব বেশি নয়।রপরেই খেয়াল করলে দেখতে পাবেন যে আপনার পাত্রে রাখা বীজগুলো অঙ্কুরিত হতে শুরু করেছে...
আরও বেশি অঙ্কুরিত করবার জন্য পুনরায় বীজগুলোকে পানি দিয়ে ধুয়ে নিয়ে...ভেজা কাপড় দিয়ে কয়েকঘণ্টা আগের মত ঢেকে রাখুন। ব্যস হয়ে গেল আপনার অঙ্কুরিত বীজ তৈরি । এবার ভাল ভাবে একবার বীজগুলোকে ধুয়ে নিয়ে কবুতরকে মাঝে মাঝে পরিবেশন করুন।
প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
স্ট্যাডি ও তথ্য সংগ্রহঃ বিভিন্ন রিসার্চ আর্টিকেল,পিজন রিলেটেড বই,ব্যক্তিগত অভিজ্ঞতা,বিভিন্ন খামারি ও ভেটেরিয়ানদের পরামর্শ।
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
*******Thank You *******
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue