উপাদানঃ
পৃথিবীতে বেশ কিছু খাদ্য আছে, যা একই সাথে শত গুণের আধার। তেমনই একটা খাদ্য হচ্ছে ‘টক দই’।টক দইয়ে আছে আমিষ, ভিটামিন, মিনারেল ,ভিটামিন বি, ভিটামিন ডি,ক্যালসিয়াম ও পটাশ ইত্যাদি। টক দইয়ে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া যা কবুতর এর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। টক দৈ proviotics হিসাবে উপকারি ব্যাকটেরিয়া গঠনে সাহায্য করে।
উপকারিতাঃ
1. এতে আছে প্রচুর পরিমান ক্যালসিয়াম ও ভিটামিন ডি, যা মসবুত হাড় গঠনে সহায়ক।
2. টক দইয়ের ব্যাকটেরিয়া অত্যন্ত উপকারী। এটা কবুতর এর শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম শক্তি বৃদ্ধি করে।
3. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
4. ঠান্ডা, জ্বরকে দূরে রাখে।
5. টক দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড, যা কোষ্টকাঠিন্য দূর করে ও ডায়রিয়া প্রতিরোধ করে।
6. টক দই কবুতর এর শরীরে টক্সিন জমতে দেয় না। ফলে অন্ত্রনালী পরিস্কার থাকে।
7. টক দইতে আসে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন বি । মাদী কবুতরের জন্য যা অত্যন্ত দরকার ।
ব্যবহার এর নিয়মঃ
১.1লিটার বিশুদ্ধ পানিতে ১ চা চামচ দক দই দিবেন ।মাসে ২/৩ দিন
টকদই
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue