গ্রীষ্মকালীন সময় টা ব্রিডিং কবুতরের জন্য খুবই উত্তম সময় অপরদিকে তুলনা মূলক ভাবে এসময়টাতে কবুতরের রোগবালাই এর আক্রান্ত হবার ঝুকিও কম থাকে। তবে এসময় টাতে কবুতরের সুস্থতা ও উন্নত ডিম বাচ্চা নিশ্চিত করতে হলে আপনাকে অনান্য বিষয়ের সাথে যে বিষয়টির দিকে প্রথম লক্ষ্য রাখতে হবে সেটি হলো খাবার।
আপনার খাবারের মান যদি ভালো না হয় তবে আপনি যতই ভিটামিন, মিনারেল, খনিজ এসব প্রয়োগ করুন না কেন সেগুলো কোন কাজেই আসবে না অপরদিকে ভালো ডিম বাচ্চাও পাবেন না। কবুতরের ভালো ব্রিডিং করার জন্য ১০০% সুস্থতা নিশ্চিত করতে হবে আর এরজন্য শুরুতে আপনাকে খাবারের দিকে মনযোগ দিতে হবে। কেননা খাবার কবুতরের বাচ্চা উৎপাদনের উপর আনেক বড় প্রভাব বিস্তার করে।
একটা ব্রিডিং পেয়ার অথবা ফেন্সি কবুতরের গ্রীষ্মকালীন আদর্শ খাবার তালিকায় কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার ৬০%,প্রোটিনসমৃদ্ধ খাবার ৩৫ % এবং তেলবীজ জাতীয় খাবার ৫ % থাকা বাঞ্ছনীয়।নিম্নে উপাদান সমূহের মিশ্রণ তালিকা দেয়া হলো।
গ্রীষ্মকালীন কবুতরের ৪০ কেজি আদর্শ খাবারের মিশ্রণ তালিকাঃ
কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার ৬০% =২৪ কেজি।
১. গম - ১৫ কেজি
২. পপকর্ন - ২ কেজি
৩. পোলাও ধান - ৫ কেজি
৪. চাউল- ১ কেজি
৫. বাজরা - ১কেজি
প্রোটিনসমৃদ্ধ খাবার ৩৫ % = ১৪ কেজি।
৬. ডাবরি - - ২কেজি
৭. মশুর - - ২ কেজি
৮. হলুদ মূগ - - ১কেজি
৯. সবুজ মূগ - - ১কেজি
১০. খেসারি - - ১ কেজি
১১. মাস কলাই - - ১ কেজি
১২. সবুজ মটর - - ১কেজি
১৩. মটরশুটি - - ১ কেজি
১৪. কালি মটর - - ১ কেজি
১৫.হেলেন - - ১কেজি
১৬. ছোলা - -১কেজি
১৭. মটর - - ১কেজি
তেলবীজ জাতীয় খাবার ৫ % = ২ কেজি।
১৮. বাদাম - ২০০ গ্রাম
১৯. কসুম বীজ - ৩০০গ্রাম
২০. ষরিসা - ৩০০ গ্রাম
২১. তিষি - ২০০ গ্রাম
২২. তিল - ২০০ গ্রাম
২৩. কালি জিরা - ২০০ গ্রাম
২৪.এংকর - ২০০ গ্রাম
২৫. চিনা - ২০০ গ্রাম
২৬. সুর্য় বীজ - ২০০ গ্রাম
আপনাদের বোঝার সুবিধার জন্য বিভিন্ন উপাদানের ৪০ কেজি খাবারে মিশ্রণ
দেখিয়েছি। আপনি আপনার সুবিধা অনুযায়ি এবং আপনার কবুতরের পছন্দ আনুসারে খাবার এর মিশ্রণ তৈরি করে নিতে পারেন তবে আবশ্যই মনে রাখবেন খাবারের মূল উপাদান গুলো যেন ঠিক থাকে।
মানসম্মত কবুতরের খাবার ও গ্রীডের জন্য এখনি যোগাযোগ করুন।
****আয়ান পায়রা পুষ্টি মিক্স***
আয়ান এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা সদর।
Call:- 01876772768 Call:- 01762134214
Massages FB:-
MD Mabruk Islam Emon -
Danish pigeon loft Emon
প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
স্ট্যাডি ও তথ্য সংগ্রহঃ বিভিন্ন রিসার্চ আর্টিকেল,পিজন রিলেটেড বই,ব্যক্তিগত অভিজ্ঞতা,বিভিন্ন খামারি ও ভেটেরিয়ানদের পরামর্শ।
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
*******Thank You *******
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue