Respiratory infections
কবুতরের শ্বাসতন্ত্রের সংক্রমণ কবুতর এর সাধারণ সাধারণ রোগ গুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক একটি রোগ।মুলত এটা একটা ব্যাকটেরিয়া শ্রেণীবদ্ধ রোগ যা Mycoplasmosis এবং Ornithosis এই রোগের জন্য দ্বায়ি। এ রোগে প্রায়শই খামারিদের মোকাবেলা করতে হয়। সাধারণত বযস্ক কবুতর এর থেকে বাচ্চা বয়সের কবুতরের এ রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি। শ্বাসতন্ত্রের সংক্রমণ অত্যান্ত ভয়াবহ এতে কবুতরের শ্বাসতন্ত্রের মারাত্মক ক্ষতি সহ কবুতর এর শারীরিক ক্ষমতা কে বিকলাঙ্গ করে দেয়।এই রোগে আক্রান্ত হলে কবুতর হা করে শ্বাস নিতে চেষ্টা করে এবং চোখ বন্ধ করে ফুসে ওঠে, খাওয়া ছেরে দেয় এবং শেষ পযন্তুু মৃত্যুর কলে ঢলে পরে।অনেক কিছুই শ্বাস যন্ত্রের সংক্রমণ সৃষ্টি করতে পারে যেমনঃ ফুসফুস, ভাইরাস,ব্যাকটেরিয়া,মাইট,ইত্যদি এই রোগ সৃষ্টিতে দায়ী। সংক্রমণ এর করনে ফুসফুস, বায়ুথলী, সাইনাস,এবং অনান্য আংশ আক্রান্ত হতে পারে।এবং আক্রান্ত কবুতর দ্রুত মারা যেতে পারে।
শ্বাসতন্ত্রের সংক্রমণ এর লক্ষণ সমূহঃ
১. মুখে বা নাকের ভেতর সাদা লালা থাকবে।
২. চোখে সাদা ময়লা আসতে পারে।
৩. শব্দ করে শ্বাস নিবে।
৪. শ্বাসকষ্ট থাকবে।
৫. কাশি থাকতে পারে বা গর গর করে শব্দ করবে।
৬. চোখের চারিপাশ ফুলে যেতে পারে।
৭. অতিরিক্ত সংক্রমণে পক্ষাঘাত হতে পারে।
সাথে ডায়রিয়া দেখাদিতে পারে।
৮. মাথায় কম্পমান হতে পারে।
৯. আক্রান্ত কবুতর চোখ বন্ধ করে ফুফে উটবে।
১০. খাওয়াদাওয়া ছেরে দিবে।
প্রতিরোধে করনীয়ঃ
১. খামারে দুষিত ধুলাবালি প্রবেশ বন্ধ করতে হবে।
২. পর্যাপ্ত আলোবাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে।
৩. বহিরাগত পাখি বা কবুতর এর চলাচল বন্ধ করতে হবে।৭০% বন্য কবুতর এই জিবানু বহন করে।
৪. পরিস্কার খাবার ও পানির ব্যবস্থা করতে হবে।
৫. বাসি খাবার পরিহার করতে হবে।
৬. সর্বপরি খামারে জৈব নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
চিকিৎসাঃ
আক্রান্ত কবুতর কে প্রাথমিক চিকিৎসা প্রদানের পাশাপাশি যত দ্রুত সম্ভব অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার এর পরামর্শ মোতাবেক চিকিৎসা চালিয়ে যেতে হবে।
প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
স্ট্যাডি ও তথ্য সংগ্রহঃ বিভিন্ন রিসার্চ আর্টিকেল,পিজন রিলেটেড বই,ব্যক্তিগত অভিজ্ঞতা,বিভিন্ন খামারি ও ভেটেরিয়ানদের পরামর্শ।
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
*******Thank You *******
2 মন্তব্যসমূহ
হা করে নিঃশ্বাস নিলে কি ওষুধ খাওয়াবো???
উত্তরমুছুনতাই তো বললেন না
আপনার মূল্যবান প্রশ্নের জন্য ধন্যবাদ। যদি এমনটা হয় তবে দারুচিনি গুরা করে ডাবলির মতো গোল করে দিনে দুইবার খাইয়ে দিন এভাবে ৩/৪ দিন খাওয়ান ইনশাআল্লাহ ইনফেকশন থাকলে ঠিক হয়ে যাবে। এছাড়াও চিকিৎসা জানতে লিংকটি দেখে নিন। https://www.pigeoncarebd.com/search/label/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%20%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE?&max-results=5
মুছুনThanks for Commenting! please follow our blog and see update continue