Coccidiosis -কেসিসিডিওসিস বা রক্তমাশয় কবুতর এর একটি অভ্যন্তরীন রোগ যা কেসিসিডিয়ান প্রোটোজোয়া নামক এককোষী প্রানীর কারনে হয়ে থাকে এবং কবুতরের অন্ত্রকে ব্যাপকভাবে প্রভাবিত করে।এটি সাধারনত রেসিং মৌসুমে বা উষ্ণ আদ্র মৌসুমে কবুতর কে বেশি আক্রমন করে থাকে।
সাধারণত কবুতরকে এ রোগে প্রভাবিত করার জন্য কোকসিডিয়া ইমিরেয়া কলম্বামাম এবং ইমিরিয়া ল্যাবেবিয়ানা দুই ধরনের কোকসেডিয়া কাজ করে।এর প্রধান লক্ষণ গুলোর মধ্যে পায়খানার সাথে রক্ত অন্যতম। এ রোগ সাধারণত কম বয়সি কবুতরকে বেশি আক্রমন করে এবং মৃত্যু ঘটায়।
Coccidiosis সংক্রমণ এর সবথেকে বড় মাধ্যম হলো, সংক্রামিত কবুতর এর সরঞ্জামাদি, দুষিত পানি,নতুন কবুতর,অনান্য কীটপতঙ্গ এমন কি মানুষের মাধ্যমে ছরাতে পারে।আক্রান্ত কবুতর এর সাধারন লক্ষণ ৪/৮ দিন এর মধ্যে প্রকাশিত হয়।এ রোগের সুনির্দিষ্ট কোন লক্ষণ নেই তবে সাধারণ কিছু লক্ষণ বিদ্যামান।
রোগের সাধারণ লক্ষণঃ
১. খাওয়াদাওয়া ছেরে দিবে বা কমে যাবে।
২. পালক উস্কখুস্ক হয়ে যাবে এবং ছেরে দিবে।
৩. পাতলা পায়খানার সাথে রক্তের উপস্থিতি থাকবে।
৪. প্যারালাইস্ড হয়ে যেতে পারে।
৫. হা করে নিশ্বাস নিবে।
৬. কবুতর উরবার ক্ষমতা হারাবে বা কমে যাবে।
৭. মলদ্বার ফুলে যেতে পারে এবং মল লেগে থাকবে।
যে ভাবে রোগ নির্ণয় করবেনঃ
সাধারণ লক্ষণ প্রকাশিত হবার সাথে সাথে ফিজিক্যাল পরিক্ষা জরুরী।
প্রতিরোধে করনিয়ঃ
১. লফ্ট বা খামার পরিস্কার রাখা।
২. খাবার ও পানির পাত্র নিয়মিতভাবে পরিস্কার করা।
৩. নিয়মিত জীবাণু নাশক স্প্রে করা।
৪. কবুতর এর পায়ে যাতে পায়খানা লেগে না থাকে সেদিকে লক্ষ্য রাখা।
৫. নতুনদের সাথে মেলামেশায় সর্তকতা অবলম্বন করা।
৬. নিয়মিত এ্যান্টি কোকসিডিয়াল এর ব্যবহার করা বিশেষ করে ব্রিডিং এর পূর্বে।
চিকিৎসাঃ
লক্ষণ প্রকাশিত হবার সাথে সাথে অভিঙ্গ কারো পরামর্শ নেয়া বা ভেটেরিনারি ডাক্তার এর পরামর্শ নেয়া।
প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
স্ট্যাডি ও তথ্য সংগ্রহঃ বিভিন্ন রিসার্চ আর্টিকেল,পিজন রিলেটেড বই,ব্যক্তিগত অভিজ্ঞতা,বিভিন্ন খামারি ও ভেটেরিয়ানদের পরামর্শ।
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
*******Thank You *******
2 মন্তব্যসমূহ
অনেক উপকৃত হলাম।
উত্তরমুছুনআপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাইটি ভিজিট করার জন্য। আপনার কোন পরামর্শ থাকলে আমাদেরকে বলতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনার পরামর্শটি গ্রহন করবো।
মুছুনThanks for Commenting! please follow our blog and see update continue