অনেকেই আমরা কবুতর এর কৃমি কোর্স নিয়ে বিভিন্ন সমস্যায় পরে থাকি। বাজারে অনেক ধরনের কৃমির ঔষুধ রয়েছে, যেগুলো ব্যাবহারে এক দিকে কিছু সিমাবদ্ধতা রয়েছে অপর দিকে পার্শপ্রতিক্রিয়াও বিদ্যামান। আজ আমি আপনাদের মাঝে একটা সহজ এবং পার্শপ্রতিক্রিয়া মুক্ত উপাদান এর বিষয়ে আলোচনা করবো, যেটা আপনারা কোন প্রতিবন্ধকতা ছারাই কৃমি দমনে কবুতর এর জন্য ব্যবহার করতে পারবেন।
কৃমি দমনে নিম পাতা ও কালোজিরার ব্যবহার।
১ নং নিয়মঃ
উপকরণঃ
১. নিম পাতা।
২. সমপরিমাণ কালোজিরা
তৈরি প্রক্রিয়াঃ নিম পাতা ও সমপরিমান কালোজিরা একত্রে মিহি করে বেটে বা ব্লিনডার করতে হবে খেয়াল রাখবেন মিশ্রণ যেন নরম না হয়, অতঃপর সেটা হাতের তালুতে নিয়ে ছোট ছোট বল এর আকার আনতে হবে যেন রৌদ্রে শুখানোর পর প্রতিটা বল এক একটা ডাবলি এর আকার ধারন করে।
খাওয়ানোর নিয়মঃ
প্রতিদিনই একটা করে এভাবে তিনদিন (১টা কবুতর এর জন্য) সকল কবুতরের জন্য যেমন ; ডিমে রয়েছে বা সাথে বাচ্চা রয়েছে এদের কেউ খাওয়ানো যাবে।
২ নং নিয়মঃ
উপকরণঃ
১. নিমপাতা ৩০/৪০
২. এক লিটার পানি
তৈরি প্রক্রিয়াঃ
এক লিটার পানিতে ৩০/৪০ টি নিমপাতা দিয়ে পানি জাল করতে হবে, পানির রং পরিবর্তন হলে তা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
খাওয়ানোর নিয়মঃ
প্রতিটা কবুতর কে ৫ মিলি করে পর পর তিন দিন।
অথবা সরাসরি পানি হিসেবে পরিবেশন করুন।
বিঃদ্রঃ এতে কোন পার্শপ্রতিক্রিয়া নেই,কৃমির ডিম পযুন্তুু বের হয়ে যাবে। পরবর্তীতে সপ্তাহে একদিন নিম পাতার পানি কবুতরকে খেতে দিন, ১০/১২ টি নিমপাতা ১ লিটার পানিতে।
প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
স্ট্যাডি ও তথ্য সংগ্রহঃ বিভিন্ন রিসার্চ আর্টিকেল,পিজন রিলেটেড বই,ব্যক্তিগত অভিজ্ঞতা,বিভিন্ন খামারি ও ভেটেরিয়ানদের পরামর্শ।
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
*******Thank You *******
6 মন্তব্যসমূহ
এগুলো খাওয়ালে কৃমি বের হবে কি?
উত্তরমুছুনআপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাইটি ভিজিট করার জন্য, আপনি জানতে চেয়েছেন এর কার্যকারিতা সম্পর্কে। কোন সংকোচ ছারাই আপনি এগুলো আপনার কবুতরগুলো দিতে পারেন ইনশাআল্লাহ ১০০% কাজ করবে, আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইলো - ধন্যবাদ
মুছুনকবুতরকে কি কি খাবার খাওয়ালে কবুতর প্রায় সাড়া বছর সুস্থ থাকবে..
উত্তরমুছুনসঠিক পরিচর্যা এবং নিয়মিত সুষম খাদ্য সরবরাহ করতে পারনে আসা করা যায় কবুতর সারা বছর সুস্থ থাকবে।
মুছুননিম পাতা সিদ্ধ করতে কালজিরার প্রয়োজন নেই, ভাই
উত্তরমুছুনধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য। এখানে ২ টি আলাদা পদ্ধতি উল্লেখ করা হয়েছ ২ টির যে কোন একটি প্রয়োগ করতে হবে। তবে ১ নং পদ্ধতি টি বেশি কার্যকর।
মুছুনThanks for Commenting! please follow our blog and see update continue