উপাদানঃ
তুলসী একটি ঔষধিগাছ।তুলসী অর্থ যার তুলনা নেই।তুলসী এর ইংরেজি নাম Holy basil
অন্যান্য প্রচলিত নাম: সুরসা, তুলসী (সংস্কৃত), তুলসী (বাংলা), তুলসী (তামিল), তুলসী (হিন্দি), উলসী বাদরুজ (আরবি)। সুগন্ধিযুক্ত, কটু তিক্তরস, রুচিকর। এটি সর্দি, কাশি, কৃমি ও বায়ুনাশক এবং হজমকারক ও এন্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়।তুলসীতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাংগাল উপাদান রয়েছে।
উপকারিতাঃ
১.কবুতর এর ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী তুলসী পাতা ।
২.তুলসি পাতা নার্ভ টনিক ও স্মৃতিশক্তি বৃদ্ধি কারী।।
৩.এটি কবুতর এর রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদান বের করে দেয় ।ফলে কবুতরের শরীর চাঙ্গা হয়ে ওঠে।
৪.তুলসী পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।তুলসী পাতা জীবাণু নাশক, ছত্রাক নাশক ও ব্যাক্টেরিয়া নাশক ক্ষমতা আছে। এই পাতার ভেতরে একাধিক অ্যান্টি-অক্সিডেন্টও রয়েছে ।
৫. যে ভাইরাসের কারণে ঠান্ডা অথবা কাশি হয় সেই জীবাণুগুলোকে ধ্বংস করে এই তুলসী পাতা।
৬.ডায়রিয়া ও বমির জন্য ও তুলসীপাতার রস ভালো কাজ করে।
৭.মুখের ঘা শুকাতেও তুলসীপাতা ভালো কাজ করে। মুখের ইনফেকশন দূর করতে তুলসীপাতা অতুলনীয়।
৮.তুলসীর জীবাণু নাশক, ছত্রাক নাশক ও ব্যাক্টেরিয়া নাশক ক্ষমতা আছে।
ব্যাবহার এর নিয়মঃ
১.এক লিটার গরম ফুটন্ত পানিতে ৮/১০ পিস তুলসী পাতা ছেড়ে দিয়ে ২/৩ মিনিট নারুন তারপর চুলা অফ করে দিন যখন পানি নরমাল ঠান্ডা হয়ে যাবে তখন কবুতর কে খেতে দিন সাপ্তাহে ১/২ দিন।
অথবা
২.অথবা কয়েকটি পাতা বেটে ২ টেবিল চামচ পাতার রস ১ লিটার খাবার পানিতে মিশিয়ে কবুতরকে খেতে দিন।
অথবা
৩। খাঁচা পাতা খাওয়ানোর অভ্যাস করাতে পারেন তাতে আপনার কষ্ট কমে যাবে।
তুলসিপাতা কিভাবে ব্যবহার করবেন ভিডিও দেখতে এখানে ক্লিক করুনঃ-
প্রয়োজনীয় পোষ্ট পেতে আমাদের ব্লগটি Follow করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সংঙ্গে থাকবেন এবং কোথাও ভুলহলে ক্ষমাসুন্দর দৃৃষ্টিতে দেখার অনুুরোধ রইলো।
আপনাদের ভালোবাসাই আমদের আগামীর পথ চলার পাথেয় ।
আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও সকলের কবুতর গুলোর সুস্থতা কমনা করে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ
স্ট্যাডি ও তথ্য সংগ্রহঃ বিভিন্ন রিসার্চ আর্টিকেল,পিজন রিলেটেড বই,ব্যক্তিগত অভিজ্ঞতা,বিভিন্ন খামারি ও ভেটেরিয়ানদের পরামর্শ।
তথ্য সংগ্রহে এবং লেখকঃ-
জাকারিয়া হাসান এমরান
Admin
Pigeon Healthcare In BD
*******Thank You *******
0 মন্তব্যসমূহ
Thanks for Commenting! please follow our blog and see update continue